ভাব সম্প্রসারণ

ভাব সম্প্রসারণ:ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ

ভাব সম্প্রসারণের নামঃ   “ভোগে নয় ত্যাগেই,প্রকৃত সুখ”।

 

 

 

 

  • মূলভাবঃ
    ভােগ বিলাসিতায়  কোন প্রকৃত সুখ পাওয়া যায় না। প্রকৃত সুখ আসে  শুধুমাএ আত্মত্যাগের মধ্য দিয়ে।

 

  • সম্প্রসারিত ভাবঃ

ভােগ ও ত্যাগ মানবের আত্মাবনতি ও আত্মমুক্তির রক্তাক্ত দলিল।
ভােগাকাক্ষা মানবের সীমাহীন দুঃখের কারণ। ত্যাগ মানুষকে রিক্ত করে না; বরং
পূর্ণতাই এনে দেয়। অপরের হিতার্থে যিনি নিজের জীবন অকাতরে বিলিয়ে দেন, মৃত্যুর
পরে তিনি আরও বড় মানুষ হিসেবে অমর হয়ে থাকেন। কবির কথায়—

“নিঃশেষে প্রাণ যে করিবে দান,
ক্ষয় নাই তার ক্ষয় নাই।”

আমরা যখন ভােগের জীবন-যাপন করি তখন শুধু নিজের জন্য বাচি। এ বাঁচা
মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায়। যখন ত্যাগের জীবন-যাপন করি, তখন পরের
জন্যও বাঁচি। জীবনে ত্যাগ থাকলে জীবন অর্থবহ হয়। ত্যাগের মনােভাব মানুষকে মহৎ
করে তােলে, অন্তরকে অপার আনন্দে পূর্ণ করে দেয়। অসহায়, বিপন্ন ও দুর্দশাগ্রস্ত
মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়াতে পারলে অন্তরে অনির্বচনীয় শান্তি ও সুখের ফর্ধারা
বয়ে যায়। তাই ত্যাগ আমাদের চরিত্রের সর্বোচ্চ আদর্শ হওয়া উচিত। ত্যাগের মাধ্যমে
সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ অমরত্ব লাভ করতে পারে। ত্যাগ মহাশক্তি। অপরদিকে, ভােগ
হচ্ছে লক্ষ ফণা সাপ। তাকে পদদলিত করা আমাদের কর্তব্য। ভােগাকাঙক্ষার নিবৃত্তি না
হওয়া পর্যন্ত আমরা সার্থক মানুষ হিসেবে নিজেদের পরিচয় দিতে পারব না। যে ত্যাগ করতে জানেভােগেরঅধিকার তারই জন্মে।

 

  • মন্তব্যঃ নিঃস্বার্থভাবে অপরের জন্য জীবন বিলিয়ে দেয়ার মাঝেই জীবনে আসে
    চরম সার্থকতা। তাই ভােগকে পরিহার করে ত্যাগকে স্বাগতম জানানাে উচিত।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button