ভাব সম্প্রসারণ

রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে ভাবসম্প্রসারণ

মূলভাব : মানব জীবন যতই দুঃখময় হোক না কেন এক পর্যায়ে গভীর অমানিশা কেটে গিয়ে দেখা দেয় প্রভাত সূর্যের রশ্মি, সুন্দর-সুখী ও বিপদমুক্ত বাঞ্ছিত মুহূর্ত।

সম্প্রসারিত ভাব : মানব জীবন কণ্টকমুক্ত নয়। জীবন চলার পথে সুখ-দুঃখ, বিপদ-আপদ পাশাপাশি অবস্থান করে। ফলে কখনো সুখ, আবার কখনো দুঃখ এসে জডিয়ে যায় জীবনের সাথে। দুঃখ ছাড়া যেমন সুখ কল্পনা করা যায় না, তেমনি জীবন শুধু দুঃখে থাকে তাও ভাবা নিরর্থক। বেদনার শেষ সীমায় অবস্থান করে স্বাচ্ছন্দ্যিক জীবনের খেয়া। অন্ধকার রাত্রির প্রহর কেটে দেখা দেয় সোনালি ঊষা। তাই দুঃখের আঁধারে জীবন ঢেকে গেলেও হতাশ হওয়ার কিছু নেই। কারণ দুঃখের পর এক সময় সুখ আসতে বাধ্য। রাত যত গভীর হয় ততই তা দিনের সান্নিধ্যে আসে- এটাই প্রকৃতির নিয়ম। তেমনি দুঃখ-বেদনা, বিপদ-আপদ যতই গভীর থেকে গভীরতর হয় বুঝতে হবে সুখের সোনালি প্রভাত ততই নিকটে। এ প্রসঙ্গে বার্ণার্ড জোসেফ বলেছেন, “এমন কোনো রাত নেই যার ভোর হবে না। এমন কোনো দুঃখ নেই যা সময়ে ফিকে হয়ে রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে। না।
মন্তব্য : জীবনের পাশাপাশি মৃত্যুর আহ্বান যেমনি অমোঘ সত্য তেমনি সুখ-দুঃখ
একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। একটিকে বাদ দিয়ে অপরটির অস্তিত্ব কল্পনা
করা মিথ্যা মরীচিকা ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন:- গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। (ভাবসম্প্রসারণ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button