অন্যান্য তথ্য

আলেশা কার্ড কি: কিভাবে পাবেন,সুবিধাসমূহ

এখন আমরা জানব আলেশা কার্ড কি, কিভাবে পাবে এবং আলেশা কার্ডের সুবিধা সমূহ সম্পর্কে।

 

tabele of contant


আলেশা কার্ড কি

সুবিধা সমূহ

আশা কার্ডের অগ্রগতি

কিভাবে পাবেন


              এবার জানব         বিস্তারিত

 

আলেশা কার্ড কি?

আলেশা কার্ড এটি জনগনের সুবিধার জন্য আলেশা হোল্ডিং লিমিটেডের নতুন একটি উদ্যোগ। নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে আলেশা হোল্ডিংস লিমিটেড  দেশের মানুষের পাশে থাকতে চায় তারা। এর একটি অংশ হিসেবে “আলেশা কার্ড”এসেছে ।

pic আলেশা কার্ড

প্রিভিলেজ’ অর্থাৎ বিশেষ সুবিধার সংজ্ঞাকে এ কার্ডের মাধ্যমে অন্য উচ্চতায় নিয়ে যেতে চায় আলেশা কার্ড। তাদের বিজনেস পার্টনারদের সঙ্গে কার্ড হোল্ডারদের এক চিরস্থায়ী সম্পর্ক গড়ে দেবে, আলেশা হোল্ডিংস লিমিটেড বিশ্বাস করে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের জন্মের ৫০ বছর পূর্তির বছরে এলো আলেশা কার্ড।দেশের মানুষের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় ও স্বস্তিময় করতে আলেশা হোল্ডিংস এ কার্ড আনার উদ্যোগ মুজিব বর্ষে উন্নয়নশীল দেশ হয়ে ওঠা আর উন্নত দেশ হতে এগিয়ে চলার জন্য।

আলেশা কার্ডের সুবিধা সমূহঃ

(১)জনগণের জীবনকে সহজ করবে এ কার্ড বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচতে, দেশকে এগিয়ে নিতে যারা ভূমিকা রেখে চলেছে। আলেশা কার্ডটি গ্রহণ করতে পারবেন দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাগণ।

(২)৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে কার্ডটি কিনতে পারবেন ৬৫ বছরের বেশি বয়সী বাংলাদেশী নাগরিকগণ।

(৩) একটি প্রিভিলেজ কার্ড ‘আলেশা কার্ড’।
এই কার্ডে সর্বোচ্চ ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন ৩ হাজারেরও বেশি সাপ্লায়ারের কাছ থেকে দেশজুড়ে ৯০টি ক্যাটাগরিতে। ১০ শতাংশ ডিসকাউন্টে এ কার্ড হোল্ডারগণ আলেশা মার্টের নির্দিষ্ট কিছু পণ্য কিনতে পারবেন। শুধু তাই নয় আলেশা হোল্ডিংসের নতুন সেবা ‘আলেশা রাইড’ অল্প কিছুদিন পরেই চালু হতে যাচ্ছে। ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে এ কার্ড ব্যবহার করে আলেশা রাইডের প্রতি রাইডে।

(৪) ৫ শতাংশ ডিসকাউন্টে ওষুধও কেনা যাবে আলেশা কার্ড ব্যবহার করে আলেশা হোল্ডিংসের আসন্ন আরেকটি উদ্যোগ ‘আলেশা ফার্মেসি’ থেকে । শর্তসাপেক্ষে এ কার্ড হোল্ডারগণ আরও পাবেন আন্তর্জাতিক মানের অ্যাম্বুলেন্স সেবা, যেখানে থাকবে আইপি ক্যামেরার মাধ্যমে সরাসরি ডাক্তারের পর্যবেক্ষণের সুবিধা হাসপাতালে আসার আগ পর্যন্ত।
সর্বোচ্চ ২ লাখ টাকা দেওয়া হবে মেয়াদ থাকাকালে আলেশা কার্ডের কোনো হোল্ডার যদি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তার পরিবারকে।

আলেশা কার্ডের অগ্রগতিঃ

এখানেই থেমে নেই আলেশা কার্ড । বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ক্রিকেট হোম সিরিজের আগস্ট ২০২১ এ অনুষ্ঠিত গর্বিত টাইটেল স্পন্সর হয়েছে আলেশা কার্ড।

কিভাবে পাবেনঃ

আলেশা কার্ড উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের মানুষের মাঝে অনেক সাড়া ফেলেছে । অনেকেই হয়তো খোঁজখবর নিচ্ছেন কার্ডটি সংগ্রহ করার জন্য। যে কেউ আলেশা কার্ড সাবস্ক্রাইব করতে পারবেন এককালীন ৭৯৮০ টাকা দিয়ে। ৯৮০ টাকা দিয়ে প্রতিবছর কার্ডটি নবায়ন করা যাবে। প্রতিষ্ঠানটির অন্যান্য উদ্যোগ যেভাবে জনগনের মনে সফলতার সঙ্গে জায়গা করে নিয়েছে, আলেশা কার্ডও তার গ্রাহকদের মনের মতো সেবা দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গ্রাহকদের মনে জায়গা করে নেবে আলেশা হোল্ডিংস লিমিটেড এটা আশা প্রকাশ করেছেন।

শেষে বলতে চাই, আশা করি আপনারা সবাই এটি পড়ে হয়তো জেনে গেছেন আলেশা কার্ড সম্পর্কে। এটি পড়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন

5 Comments

  1. মোঃ মুকুল মিয়া।সভাপতি মন্ডলীর সদস্য (বোট) says:

    সবার জন্য ৫০% করে দিলে ভালো হতো।
    মুক্তিযোদ্ধাদের যদি কার্ড ফ্রি দেয়া যায় তাহলে সাধারন জনগনের জন্য ৫০% ছাড় দেয়া উচিত বলে আমি মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button