Bangla Pdf Book Download

তিনিই আমার রব PDF DOWNLOAD(ALL)

আসসালা মুআলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমাদের এই ওয়েভ সাইটটি ভিজিট করারা জন্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন চমক নিয়ে এসেছ। সবার জন্য রয়েছে তিনিই আমার রব বইটির সম্পূর্ণ রিভিউ ও Pdf Download link তাই দেরি না করে বইটি ডাউনলোড করে ফেলুন।

বইয়ের সংক্ষিপ্ত বিবরণঃ


বইয়ের নাম —– তিনিই আমার রব
লেখক —– হাফিজুল্লাহ
প্রকাশনী —- নিয়ম পাবলিকেশন
প্রকাশকাল —— মার্চ ২০২১
পৃষ্ঠার সংখ্যা ——- ৫০+
দেশ —– বাংলাদেশ
ফরম্যাট —— পিডিএফ ডাউনলোড – Pdf free Download
ফাইল সাইজ ——– 2 এম্বি


বইয়ের সংক্ষিপ্ত রিভিউঃ

সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম প্রিয়তম নাবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার সাহাবী রাযিয়াল্লাহু আনহুম এবং তার প্রিয়জনদের জন্য।

এই বইটি মহান আল্লাহ তাআলার কিছু নাম নিয়ে রচিত। মহা শক্তিধর আল্লাহ তা’আলার গুণবাচক কিছু নাম নিয়ে আসি এক দুর্বল, এক অক্ষম বান্দা, যার জ্ঞান সীমাবদ্ধ, তবুও আমি লিখেছি আমার মহাজ্ঞানী প্রতিপালক, মহান আল্লাহর জন্য। বইটি আমি এমন ধাঁচে লেখার চেষ্টা করেছি, যেন সমাজের মধ্যম স্তরের লােকেরা।

আরও পডুন:- তালিমুস সুন্নাহ pdf download (ক্লিক করুন)

বুঝতে পারে; অসুস্থ মানুষ বিছানায় শুয়ে, দুঃখী লােকেরা ছলছল চোখে, আর বিপদাপদের মাঝে একজন বান্দা যেন তা পড়তে পারে।

আমার দৃঢ় বিশ্বাস আছে, মহান প্রতিপালক আল্লাহ রব্বল আলামীনের সাথে নিজের অন্তরকে সম্পৃক্ত করা, তাঁর পরিচয় লাভ করা, তিনি যে আমাকে দেখছেন—এই ভাবনা জাগরুক রাখা, তাকে ভয় করা, তাঁর কাছেই কোনাে কিছুর প্রয়ােজনে আশা করা—এগুলাে যেমন ‘আখিরাতে সফলতা এনে দেয়, তেমনই দুনিয়াতেও প্রতিটি বিষয়ে আমাদের বিজয়ের দ্বার খুলে দেয়।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যত দুশ্চিন্তা, দুর্ভাবনা, বিপদ—সবই কেটে যেতে পারে, যদি বান্দা তার সৃষ্টিকর্তার সাথে নিজের সংযােগ স্থাপনে গুরুত্ব দেয়—যিনি তাকে সৃষ্টি করেছেন শুধু তাঁর ইবাদাতের জন্যই। আল্লাহর নান্দনিক নামগুলাে হতে পারে ‘ঈমানের বড়সড় একটি দরজা।

এর ভেতর দিয়ে বান্দা এক বিশেষ পবিত্র জগতে প্রবেশ করে। যেখানে তার অন্তর আল্লাহর সম্মানে তাকে সিজদা করে এবং তাঁর ভয়ে, বিনম্র ভালােবাসায় তাঁরই অভিমুখী হয়।

এই বইয়ে আল্লাহর অসংখ্য গুণাবলির হাতেগােনা কয়েকটি দ্বারা আমি অক্ষম বান্দা তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছি। আর প্রথমে আমার নিজেকে এবং তারপর আমার দ্বীনী ভাইবােনদের জানাতে চেয়েছি যে, আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। তাঁর দয়ার ভাণ্ডার অফুরন্ত। তিনি সব কিছু শােনেন, স-অ-ব কিছু দেখেন।

এই বইয়ের মাধ্যমে আমি আমার সেই ভাইয়ের কাঁধে সমবেদনার হাত রাখতে চাই, যে দুঃখ-দুর্দশায় পতিত। আমি এমন ভাইয়ের মাথায় হাত বুলাতে চাই, যে তীব্র মাথাব্যথায় কাতর। এই বইয়ে আমার লেখা বর্ণগুলােতে আমি লুকিয়ে রেখেছি আমার বিনিদ্র রজনীর অশ্রুধারা। যা দ্বারা আমি নিভিয়ে দিতে চাই প্রত্যেকের অন্তরে প্রজ্বলিত বেদনার অগ্নিশিখা।

আরও পড়তে (ক্লিক করুন):- কুররাতু আইয়ুন pdf download

এই বই রচনার পেছনে আমার ভেতরে আরও যে বিষয়টি কাজ করেছে, সেটি হলাে— আল্লাহর নামগুলাে না জানলে তাে আমরা মরুভূমিতে পথহারা লােকের মতাে হয়ে যাব। মরুভূমির গনগনে রােদে আমাদের দিনগুলাে, আমাদের প্রাত্যহিক ‘আমালগুলাে ঝলসে যাবে। ফলে অন্তরে সারাক্ষণ বিরাজ করবে দুশ্চিন্তার কালাে মেঘ।

তাই, আসুন, সবচেয়ে আপনজন হিসের্কে আল্লাহকেই বেছে নিই। তাঁকে চেনা এবং জানার চেষ্টা করি। তাঁর ওপর ঈমান আনি। তাঁর ওপর দৃঢ় বিশ্বাস স্থাপন করি। কেবল তাঁরই ইবাদাত করি। প্রয়ােজনে তাঁরই সামনে নত হই। তাঁর নৈকট্য অর্জন করি। অবশ্যই আমরা সুখী হবাে। আমাদের ভাগ্য খুলে যাবে।

অন্যথা আমাদের বেছে নিতে হবে ভ্রান্তি ও ভুলের পথ; যে পথে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে পদে পদে। যে পথে ক্লান্তি অনুভূত হয় ক্ষণে ক্ষণে। যে পথ ছিন্নভিন্ন করে মানুষের অন্তরাত্মা। আমি এ দাবি করব না যে, বইটি জ্ঞানে পরিপূর্ণ অথবা অন্য সকল বইয়ের তুলনায় এটি ভালাে।

আমি শুধু আল্লাহর প্রতি আমার নির্ভরতা, আমার অক্ষমতা ও ভুল-ভ্রান্তি স্বীকার করে নেবাে। এই বইয়ে যদি ভালাে কিছু থাকে, তবে এটিই চাইবাে—তা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মানুষের মাঝে ছড়িয়ে দেন। আর যদি অন্য কিছু থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাে জানেনই যে, ভুল আমার পক্ষ থেকেই হয়েছে। আর আমি এও জানি, তিনি ক্ষমা করে থাকেন।

আল্লাহর কাছে চাই নিয়্যাতের বিশুদ্ধতা, কলম ও অন্তর থেকে উদ্ভূত ভুল-ত্রুটির

‘আস-সামাদ’ তথা স্বয়ংসম্পূর্ণ।

যদি দেখেন সংকীর্ণ এক জেলখানায় আপনি আবদ্ধ হয়ে পড়েছেন, যেখান থেকে কোনােভাবেই আপনি বের হতে পারছেন না; যদি আপনাকে বিপদাপদ ঘিরে ধরে; নানা প্রয়ােজন যদি আপনাকে বেষ্টন করে ফেলে; নানা রকম দুশ্চিন্তায় যদি আপনি অসাড় হয়ে পড়েন আর আপনার অন্তরাত্মা অজানা কোথাও পালাতে চায় তাহলে জেনে রাখুন, এখনই সময় আপনার রবের প্রতি মুখাপেক্ষী হওয়ার।

জীবনে শক্তিশালী হয়ে উঠতে যা কিছু প্রয়ােজন—তার সবই দেবে আল্লাহর পবিত্র নাম ‘আস-সামাদ’ তথা ‘স্বয়ংসম্পূর্ণ’। এ নাম আপনাকে সাহসের সাথে বাস্তবতার মােকাবেলা করতে সহযােগিতা করবে। আপনাকে দৃঢ়তার সাথে। পদক্ষেপ নিতে শক্তি যােগাবে।

এই স্বয়ংসম্পূর্ণ প্রতিপালকের সঙ্গে নতুন এক জীবন শুরু করুন। নিশ্চিত থাকুন— আপনার আগামীকাল আজকের থেকে লাে হবে, বহুগুণে, অনেক দিক থেকেই। স্বয়ংসম্পূর্ণতার ছায়ায়

‘আস-সামাদ (স্বয়ংসম্পূর্ণ) নামটি শুনলেই ভেতরে কেমন যেন এক ধরনের সম্মােহন তৈরি হয়। শব্দটির বর্ণগুলাে যেমন শক্তিশালী, অর্থও তেমনই গভীর। যদিও এই নামের স্মরণ খুব কমই হয়ে থাকে তবুও নামটির আলাদা এক গাম্ভীর্য আছে।

এই গাম্ভীর্য বান্দাকে ‘ইবাদাতের সময় আল্লাহর প্রতি একনিষ্ঠ করে তােলে। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদাতে যত বেশি একনিষ্ঠ হবে, তার অন্তর আল্লাহর প্রতি ততই ঝুঁকবে,ততই তাঁর প্রতি মুখাপেক্ষী হয়ে উঠবে এবং শুধু তাঁরই কাছে আশ্রয় প্রার্থনা করবে।

চলুন, আমরা ‘আস-সামাদ (স্বয়ংসম্পূর্ণ)-এর জগতে প্রবেশ করি। স্বয়ংসম্পূর্ণ শব্দ থেকে কিছু পাওয়ার চেষ্টা করি— স্বয়ংসম্পূর্ণ হলেন তিনি—সকল সৃষ্টি যার মুখাপেক্ষী, সবাই যার নিকট আশ্রয় প্রার্থনা করে, যিনি সবাইকে নিরাপত্তা দান করেন। এটিই এই নামের মহান অর্থ। এই অর্থের পথ ধরেই আমরা এখন যাত্রা করব।

তিনিই আমার রব pdf download link

Download

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button