Paragraph

Environment Pollution Paragraph (বাংলা অনুবাদ +PDF)

হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন।আজকে আপনাদের জন্য Envirinment Pollution Paragraph টি নিয়ে এসেছি।

ENVIRONMENTAL POLLUTION (পরিবেশ দূষণ)

Introduction : Environmental Pollution is the most discussed (TOTIS) topic of the present world. Climatologists (aparateur) as well as the conscious people of the world are much concerned about it. It is being said that if we cannot prevent environmental pollution, the world will soonbecome uninhabitable (অবস্বাসযােগ্য),

What is environmental pollution : Environment refers to the natural world in which people, animals and plants live. On the other hand, pollution means the process of making anything dirty or harmful. Air, water, soil, sound etc. are the elements of environment. So, the process of making these elements dirty or harmful for people, animals and plants is environmental pollution. In broader sense environmental pollution means a remarkable change in chemical, physical and biological characteristics of environment.

Ways of environmental pollution : Our environment is polluted in many ways. Air,is polluted by smoke and water is polluted by waste and filth. Another form of environmental pollution is sound
pollution. Sound is polluted by vehicle horns and microphones. Odour() is polluted by untreated human waste. The most serious way of environmental pollution is greenhouse effect. It is the result of indiscriminate (Earlaracao-fata) cutting down of trees and emission of carbon dioxide.

আরও পডুন:- composition: wonders of modern science(বাংলা অনুবাদসহ)

Effect of environmental pollution : Environmental pollution creates a ruinous (more) effect. If our environment is polluted, we cannot live a comfortable life. Pollution causes various fatal diseases and the death of millions of people all over the world. The world’s climate changes and brings about different kinds of natural disasters (761st). In a word, it hinders (atentate PCT) the balance and harmony of environment.

How to prevent : To prevent environmental pollution, first of all
indiscriminate cutting down of trees should be stopped. Besides, we have to plant more and more trees. Action should be taken against indiscriminate use of chemicals and throwing of waste and filth here and there. Above all, public awareness have to be created through
mass campaign in the mass media.

See More:- NEWSPAPER COMPOSITION (JSC,SSC,HSC বাংলা অনুবাদসহ)

Conclusion : All things that make up the environment are interrelated (আন্তঃ সম্পর্কিত), If one element polluted, all the other parts are affected. So, it is our bounden responsibility to prevent the
environment from being spoilt (AT). By keeping our environment pollution free, we can ensure a healthier and happier life for our future generation.

 বাংলা অনুবাদ

সূচনা: পরিবেশ দূষণ বর্তমান পৃথিবীর সবচেয়ে আলােচিত বিষয়। আবহাওয়াবিদগণ ও পৃথিবীর সচেতন মানুষরাও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। বলা হচ্ছে যে, যদি আমরা পরিবেশ দূষণ প্রতিরােধ করতে না পারি তাহলে পৃথিবী শিগগীর বসবাসের অযােগ্য হয়েপড়বে।

পরিবেশ দূষণ কী: পরিবেশ বলতে প্রাকৃতিক জগৎকে নির্দেশ করে যা মানুষ, পশু-পাখি
এবং গাছগাছালির আবাসস্থল। অন্যদিকে, দূষণ বলতে যেকোনাে কিছুকে নােহরা ও ক্ষতিকর
করার প্রক্রিয়াকে বােঝায়। বায়ু, পানি, মাটি, শব্দ প্রভৃতি হলাে পরিবেশের উপাদান। সুতরাং এই
উপাদানগুলাে মানুষ, পশু-প্রাণী এবং গাছ-পালার জন্য ক্ষতিকর এবং নােংরা করে তােলার
প্রক্রিয়াই হলাে পরিবেশ দূষণ। বৃহদার্থে পরিবেশ দূষণ বলতে বুঝায় পরিবেশের রাসায়নিক,
বাহ্যিক এবং জৈবিক বৈশিষ্ট্যের উল্লেখযােগ্য পরিবর্তন।

পরিবেশ দূষণের কারণ: আমাদের পরিবেশ বিভিন্নভাবে দূষিত হয়। বায়ু দূষিত হয় ধােয়ার
মাধ্যমে এবং পানি দূষিত হয় বর্জ্য ও ময়লা আবর্জনার কারণে। পরিবেশ দূষণের আরেকটি রূপ হলাে শব্দ দূষণ। গাড়ির হর্ণ এবং উচ্চ আওয়াজে শব্দ দূষণ ঘটে। অনিকাশিত মানব বর্জ্যের কারণে গন্ধ দূষিত হয়। পরিবেশ দূষণের সবচেয়ে মারাত্মক কারণটি হলাে গ্রীণহাউজ ইফেক্ট। এটি হলাে নির্বিচারে বৃক্ষ নিধন এবং কার্বন ডাই অক্সাইডের নির্গমনের ফসল।

পরিবেশ দূষণের প্রভাব: পরিবেশ দূষণ ধ্বংসাত্মক প্রভাব সৃষ্টি করে। পরিবেশ দূষিত হলে আমরা আরামদায়ক জীবনযাপন করতে পারি না। দূষণ বিভিন্ন প্রাণঘাতী রােগ এবং সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটায়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসছে। এককথায়, এটি পরিবেশের ভারসাম্যকে বাধাগ্রস্ত করে।

প্রতিরােধের উপায়: পরিবেশ দূষণ রােধ করতে হলে প্রথমে নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ
করতে হবে। পাশাপাশি, আমাদেরকে আরও বেশি করে গাছ লাগাতে হবে। নির্বিচারে রাসায়নিক পদার্থের ব্যবহার, যত্রতত্র বর্জ্য ও ময়লা আবর্জনা নিক্ষেপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। সর্বোপরি, গণমাধ্যমে গণ প্রচারাভিযান চালিয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

উপসংহার: সবকিছুই পরিবেশের সাথে আন্তঃসম্পর্কিত। পরিবেশের একটি উপাদান দূষিত হলে এর সকল অংশই প্রভাবিত হয়। সুতরাং দূষিত হওয়া থেকে পরিবেশকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। পরিবেশকে দূষণমুক্ত রেখে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ এবং সুখী জীবন নিশ্চিত করতে পারি।

Pdf Download link 👎👎

DOWNLOAD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button