ভাব সম্প্রসারণ

ইচ্ছা থাকিলে উপায় হয় ভাবসম্প্রসারণ

ভাব -সম্প্রসারণের নামঃ ইচ্ছা থাকিলে উপায় হয়ইচ্ছা থাকিলে উপায় হয়

মূলভাবঃ ইচ্ছা শক্তির দ্বারা যে কোনাে অসাধ্য
সাধন করা যায়।

সম্প্রসারিত ভাবঃ  মানুষের এইঅন্তরে এমন এক শক্তি নিহিত যার জাগরণ ঘটাতে পারলে যে, কোনাে অসাধ্য সাধন করা সম্ভব। আর এ শক্তির নামই ইচ্ছাশক্তি। এটিইসকল কর্মের মূল প্রেরণা। মানুষের ইচ্ছাশক্তির নিকট সকল প্রতিকূলতাই নতি স্বীকারে বাধ্য। সাধনায় বাধা আসলে তা অতিক্রম করা সম্ভব। এ জন্য প্রয়ােজন আত্মশক্তিতে বলীয়ান হওয়া এবং প্রাণােত্তাপে জ্বলন্ত হয়ে উঠা। ইচ্ছাশক্তি মানুষের রক্তবাহী ধমনীর ন্যায়। পৃথিবীতে যারা কর্মী, গুণী, জ্ঞানী বলে পরিচিত হয়েছেন তারা সকলেই অদম্য
ইচ্ছার অধিকারী ছিলেন। মানুষের ইচ্ছাশক্তির কাছে পর্বতও নতি স্বীকার করতে বাধ্য।
হােমারের ইলিয়াডের কাহিনী শুনতে শুনতে জার্মান বালক হেনরীস ক্লীম্যানের ট্রয়নগরীর
ধ্বংসাবশেষ আবিষ্কারের বাসনা জেগেছিল। কঠোর সাধনায় তিনি সফলকাম হন। সম্রাট
নেপােলিয়ন তার সেনাবাহিনীসহ আল্পস্ পর্বতের নিকট গিয়ে অসীম উৎসাহে বলে ওঠেন- “There will be no Alps” অর্থাৎ আমার বিজয় অভিযানের মুখে আল্পস্ পর্বত থাকবে না। আত্মশক্তি সম্বন্ধে নেপােলিয়ানের এ বােধ বা বিশ্বাসই দৃঢ় ইচ্ছাশক্তির অভিব্যক্তি। ইচ্ছাশক্তি মানুষের মাঝে নব নব সৃষ্টির বাসনা জাগায়। আকাশে উড়ন্ত পাখি ্দেখে একদিন মানুষের মনেও পাখির মতাে আকাশে উড়বার বাসনা জেগেছিল। সেইবাসনার ফলশ্রুতিই আজকের উড়ােজাহাজ বা বিমান। প্রবল ইচ্ছাশক্তির দ্বারাই মানুষ একের পর এক জয় করে চলেছে বিস্তৃত নীল আকাশ, সুগভীর সমুদ্রতল এবং প্রকৃতির গূঢ় রহস্য। এ ইচ্ছাশক্তি পূরণের জন্য কায়মনােবাক্যে চেষ্টা করতে হবে। মানুষ অপরাজেয় ইচ্ছাশক্তির ধারক বলেই সে সাফল্য লাভ করে। সে যা ইচ্ছা করে তাই পেতে পারে।

মন্তব্যঃ মানুষের সকল কাজের মূল হচ্ছে ইচ্ছাশক্তি। আজকের পৃথিবীর সকল সুন্দর
সৃষ্টিই মানুষের ইচ্ছাশক্তির ফলশ্রুতি।

আরও দেখুন:- পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ভাবসম্প্রসারণ (class 6-10)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button