Bangla Pdf Book Download

জাহান্নাম হইতে বিদায় PDF FREE DOWNLOD BY শওকত ওসমান (ALL)

আসসালা মুআলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমাদের এই ওয়েভ সাইটটি ভিজিট করারা জন্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য এমন একটি বই নিয়ে এসেছি, যেটি পড়লে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে। সবাই নিচের লিংক থেকে বইটি ডাউনলোড করে নিবেন।

বইয়ের সংক্ষিপ্ত বিবরণঃ


বইয়ের নাম —– জাহান্নাম হইতে বিদায়
টাইপ — উপন্যাস
লেখক —– শওকত ওসমান
প্রকাশনী —- নিয়ম পাবলিকেশন
প্রকাশকাল —— মার্চ ২০২০
পৃষ্ঠার সংখ্যা ——- ৪০+
দেশ —– বাংলাদেশ
ফরম্যাট —— পিডিএফ ডাউনলোড – Pdf free Download
ফাইল সাইজ ——– ৭এম্বি


জাহান্নম হইতে বিদায় সম্পূর্ণ রিভিউঃ

বই রিভিউ ১

দ্বিতীয় দিনের মতো পড়ছি উপন্যাস টি। শওকত ওসমানের লেখা। এ পর্যন্ত গাজী রহমান চরিত্রের ওপর থেকে স্পটলাইট সরার কোনো লক্ষণ নেই। ধারণা করছি, তার গল্পই আগাগোড়া বলেছেন ঔপন্যাসিক।  গতকাল দেখেছি ‘নেকড়ে’ অভিধায় সম্মানিত (!) হয়েছে বর্বর পাকসেনারা।

গাজী রহমানের চোখের ওপর ভাসতে থাকা বিভীষিকার অস্থিরচিত্রে আমরা পাঠের এ পর্বে দেখি এক ভয়াল দুঃস্বপ্নের চতুর্মাত্রিক স্থিরচিত্র –  “… পায়ের দুটো নলির উপর কয়েকটা কাটামুণ্ডু, খোলা এবং তাজা চোখসহ ক্রমশ সরে সরে যেতে লাগল আরো কয়েকটা লাশের স্তূপের দিকে, যেখানে পাঁচটি জ্যান্ত কচি শিশু বুকে হাত রেখে একদম ভ্যাবাচাকা চেয়ে আছে বেড়া দেয়া একটা বিরাট খাদের ধারে। প্রথমে তা-ই মনে হয়। বুঝি বেড়ার খুঁটি।

চোখ কচ‌্লানোর পর সংযত দৃষ্টি জানান দেয় ওগুলো মানুষের হাত, সারি সারি অনেক দূর বিস্তৃত। ধড়হীন হাত। ক্ষোভ, প্রতিবাদ, ঘৃণা, অসহায়তা আঙুলের অবস্থানভঙ্গি থেকে উদ্ধার করা কঠিন। মানবগোষ্ঠী অথবা আকাশের মুখে লাথি-মারার প্রচেষ্টারত উলঙ্গ রমণীর দুই ঊর্ধ্বমুখী পায়ের মাঝখানে বেয়োনেটের খোঁচা থেকে টাটকা রক্ত ঝরছে, আর মাটি থেকে চেটে চেটে খাচ্ছে একদল কুকুর। চাপচাপ কালো সীসার ভাস্কর্য কয়েক ফুট জুড়ে, এবড়ো থেবড়ো জমিন, যার উচ্চতা কম’চে কম দশ ইঞ্চি। ভাস্কর্য নয়।

আরও পড়ুন:- লাভ ক্যান্ডি বই pdf download

আসন্ন মৃত্যুর মুখে পাঁচসাত জন, গোটা পরিবার জড়াজড়ি এক আলিঙ্গনে পার্থিব জীবনের সব স্বাদ মিটিয়ে নিতে চেয়েছিল,যখন আগুন এবং গুলির আঘাত তাদের নিমেষে স্তব্ধ এবং পরে দাহকার্য সমাপ্ত করেছে। মুসলমান পরিবার। কিন্তু হিন্দুদের মত শেষকৃত্য পেয়ে গেছে ইসলামী রাষ্ট্রে। কারণ, সম্প্রদায়ের ভেদাভেদ তারা চিরদিনের জন্য উৎপাটিত করতে চেয়েছিল।

তাই শাস্তি, এই চরম শাস্তি। এমন কত বিভীষিকাময়ী ছবি। মানুষের খণ্ড খণ্ড কুঁচি যেন জ্যোতিরিঙ্গণ-বাহিনীর যাযাবরপনার মত বাংলাদেশের চারিভিতে উড়ে উড়ে বেড়াচ্ছে। চোখের অংশ, হাত-পায়ের অংশ খণ্ড, স্তন উরুর ভাগ, বুকের টুকরো…।”  এই পরাবাস্তব বর্ণনার সাথে মিল পাই ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাসের অনুরূপ পরাবাস্তব গদ্যবর্ণনার। সেখানে বিলকিস এবং সিরাজের বাস্তব অভিজ্ঞতালব্ধ কিছু দৃশ্যের বর্ণনা এমন ভয়ানকরসের যোগান দেয়।

বই রিভিউ ২

২০২১ সালের পাঠযজ্ঞ শুরু করলাম। এ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিদিন কমপক্ষে ১০ পৃষ্ঠা পড়ব। সে লক্ষ্যের শুরুটাকে ক্রিকেটীয় পরিভাষায় Brisk Start বা Flying Start বলা চলে।  ছবিঘরের প্রথম বইটা (সেরা দশ গল্প – নুরুল করিম নাসিম) পেয়েছি একটা চরিত্রচিত্রণ প্রতিযোগিতায় সেরা হয়ে।

ঝরঝরে গদ্যের ছিপছিপে বই। এক বসায় শেষ।  ২ জানুয়ারি ২০২১  শওকত ওসমানের মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ কাজগুলোর তিনটি সম্পর্কে আমার ঈষৎ অবগতি রয়েছে এখন পর্যন্ত – ‘জাহান্নম হইতে বিদায়’, ‘ক্রীতদাসের হাসি’ এবং ‘নেকড়ে অরণ্য‌’। এখন পড়ছি ‘জাহান্নম হইতে বিদায়’। বাকি দুটো পড়িনি, তবে ‘ক্রীতদাসের হাসি’ আমার সংগ্রহে রয়েছে।

আরও পডুন:- মৌরীফুল pdf download

অমিয় চক্রবর্তীর একটা কবিতা পড়েছিলাম উচ্চ মাধ্যমিকে ‘বাংলাদেশ’ শিরোনামে। অমিয় চক্রবর্তী এবং শওকত ওসমান সমসাময়িক সাহিত্যিক। ‘জাহান্নম হইতে বিদায়’ এর যে জায়গায় আছি, সেখানে ঔপন্যাসিক বলেছেন –  “বাংলার গ্রামে কি আগে কখনো আগুন লাগে নি? গেরস্তর অসাবধানতাজাত অগ্নিদাহনের বহু কাহিনী ছড়িয়ে আছে। কিন্তু তখন গ্রামের সমস্ত গাছ পুড়ে ছাই হয়ে যেত না। এমন এক শত্রুর পরিচয় আবহমান কাল থেকে ইতিহাসে কখনও পায় নি বাঙালি। তাদের কী আখ্যা দেবে – জন্তু, দানব বা আর কিছু, তা-ও বাঙালি কোনদিন স্থির করতে পারবে না।

তেমন ঘৃণা প্রকাশের ভাষা বাঙালির কাছে এখনো অজ্ঞাত। তা হয়তো ভবিষ্যতে তৈরি করবে তার চারণ কবিবৃন্দ।”  অমিয় চক্রবর্তী মুক্তিযুদ্ধের পটে লিখেছেন  “ওরা কারা বুনো দল ঢোকে…”  শওকত ওসমান এই প্রসঙ্গেই ইঙ্গিত দিয়েছেন উদ্ধৃত অংশে। বইটিতে এ গাজী মাস্টারের একটা উক্তি এমন –  “মা, সময় কোথায়? হঠাৎ কোনো হুঁশিয়ারি না দিয়ে ডাকাতের মতো পাঞ্জাবি নেকড়েরা গোটা দেশের ওপর ঝাঁপিয়ে পড়ল। কেউ কি প্রস্তুত ছিল?

যাদের হাতে বন্দুক দেখেছ তারা কি কোনদিন ভেবেছিল হাতে বন্দুক নেবে?”  ‘নেকড়ে অরণ্য’ নামে ঔপন্যাসিকের একটি আলাদা সৃষ্টি যে রয়েছে তা ত আগেই বলেছি।  সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা কৌশল হচ্ছে প্রতীকী পরিচর্যা। রচনার ভেতরে ত বটেই, রচনার নামকরণে পর্যন্ত প্রতীকের আশ্রয় নেয়া উঁচুদরের সাহিত্যিকদের জন্যে ডালভাতপর্যায়ের ব্যাপার। যতো পড়ি, ততোই অবাক হই!

বই রিভিউ ৩

শওকত ওসমান বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র।  তাঁর পৈতৃক নাম শেখ আজিজুর রহমান। নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা, শিশু-কিশোর সাহিত্য সর্বত্র তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে তিনি ছিলেন এক উচ্চকিত কণ্ঠের অধিকারী।

জন্ম -১৯১৭ খ্রিষ্টাব্দের ২ জানুয়ারি পশ্চিম বঙ্গের হুগলী জেলার জেলার সবল সিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।বাংলাদেশের একজন চিন্তক, লেখক ও কথাসাহিত্যিক। পিতা শেখ মোহাম্মদ এহিয়া, মাতা গুলজান বেগম। পড়াশোনা করেছেন মক্তব, মাদ্রাসা, কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তিনি কলকাতার আলিয়া মাদ্রাসায় পড়ালেখা শুরু করলেও পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স কলেজ ও অর্থনীতি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

আরও পডুন:- রিমেডি জাফর বিপি বই pdf download

কিন্তু একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। আইএ পাস করার পর তিনি কিছুদিন কলকাতা করপোরেশন এবং বাংলা সরকারের তথ্য বিভাগে চাকরি করেন। এমএ পাস করার পর ১৯৪১ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে লেকচারার পদে নিযুক্ত হন। ১৯৪৭ সালে তিনি চট্টগ্রাম কলেজ অফ কমার্সে যোগ দেন এবং ১৯৫৮ সাল থেকে ঢাকা কলেজে অধ্যাপনা করে ১৯৭২ খ্রিষ্টাব্দে স্বেচ্ছা অবসরে যান।

চাকরি জীবনের প্রথমদিকে কিছুকাল তিনি ‘কৃষক’ পত্রিকায় সাংবাদিকতাও করেন। প্রয়াত হুমায়ুন আজাদ শওকত ওসমানকে বলতেন ‘অগ্রবর্তী আধুনিক মানুষ’। ১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশ বিভাগের পর তিনি চলে আসেন পূর্ববঙ্গে।বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির আন্দোলনে জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা দিবস পুরস্কার – এই তিনটিতেই ভূষিত হয়েছিলেন।

ক্রীতদাসের হাসি তাঁর একটি জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস। তাঁর জনপ্রিয় গ্রন্থ গুলোর মধ্যে উল্লেখযোগ্যঃ জননী, জাহান্নম হইতে বিদায়, বনী আদম, ওটেন সাহেবের বাংলো, কালরাত্রি খ-চিত্র, মুজিবনগর, দুই সৈনিক ও অন্যান্য। মৃত্যু -১৪ মে ১৯৯৮।  আজ ২ জানুয়ারি তার জন্মদিনে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা,ভালোবাসা ও শুভেচ্ছা।

জাহান্নাম হইতে বিদায় pdf free download link

Download

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button