মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় জানুন (ব্যাটারির সকল তথ্য)
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে কিভাবে দীর্ঘদিন মোবাইলের ব্যাটারি ভালো রাখা যায় এ সম্পর্কে জানাবো।
আমরা সবাই প্রতিনিয়ত মোবাইল ব্যবহার করে থাকি। হয়তো প্রথমে মোবাইল আর কেউ হয়তো বেশি দামে মোবাইলই ব্যবহার করে থাকি আমরা। সবাই চায় তার মোবাইলটা যেন ভালোভাবে চলুক এবং সে ভালোভাবে তার মোবাইলে ব্যবহার করতে পারে। মোবাইলেসব কিছুর পাশাপাশি ভালো একটা ব্যাটারির দরকার হয়। যার মোবাইলের ব্যাটারি যত বেশি ভালো সে তার মোবাইলটা ব্যবহার করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করে। মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাহলে সে মোবাইলের মূল্য নেই। আইআমরা কোন না কোনভাবে আমাদের ব্যবহৃত মোবাইলের ব্যাটারি ভালো রাখতে চেষ্টা করছি।
আপনাদেরকে জানাবো কিভাবে মোবাইল ব্যবহার করলে মোবাইলের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে।
nbsp;একেবারে চার্জ শেষ না করা:
একটি মোবাইল ফোনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার ব্যাটারি। কোন মোবাইল ফোনে ব্যাটারি না থাকে তাহলে সেই মোবাইল ফোন অচল। যদিষব্যাটারি সঠিকভাবে চার্জ দেওয়া না হয় তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। প্রতিটি ব্যাটারী একটি নির্দিষ্ট আয়ু রয়েছে। ফোন কিভাবে ব্যবহার করছেন তার উপর ফোনের ব্যাটারির আয়ু নির্ভর করে থাকে।
আরও দেখুন:- স্মার্টফোন এর কোন ডিসপ্লে সবচেয় ভালো, ডিসপ্লে কত প্রকার জেনে নিন।
সবসময় ফোনে চার্জ রাখা:
মোবাইল ফোনে বেশি করে সাহস রাখতে হবে। লিথিয়াম আয়ন ব্যাটারি তে অধিকাংশ সময় ধরে 50 শতাংশ বা তার বেশি চার্জ রাখতে হবে। অর্থাৎ মোবাইলের চার্জ 50% হয়ে গেলে আবার মোবাইল পুনরায় চার্জ দিতে হবে। এতে করে ব্যাটারি ভালো থাকার সম্ভাবনা থাকে।
সবসময় ওয়াইফাই এবং ব্লুটুথ বন্ধ রাখুন:
বিনা প্রয়োজনে কখনো মোবাইলের ব্লুটুথ ওয়াইফাই চালু করে রাখবেন না। এতেকরে আপনার মোবাইল এর ব্যাকগ্রাউন্ডে বা প্রসেসরে বেশি শক্তি খরচ হয় যার ফলে চার্জ ও বেশি খরচ হয়।
সারারাত চার্জ না দেয়া:
আমাদের মধ্যে বেশিরভাগ সময় দেখা যায় রাতের বেলায় ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে যায়। যদি এভাবে সারারাত চার্জ হয় তাহলে ফোনটি ওভার চার্জিং হয়ে যায়। কিন্তু ফোনের জন্য খুবই ক্ষতিকারক একটি কারণ। ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা থাকে এতে করে অনেক সময় ব্যাটারি বিস্ফোরিত হয়।
বিনা প্রয়োজনে অ্যাপস বন্ধ রাখুন:
অনেক সময় আমরা কাজের শেষে অ্যাপস বন্ধ না করে মিনিমাইজ করে রাখি। এতে করে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। মোবাইলের মধ্যে এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলোতে বেশি চার্জ নাই। তাইএগুলো বিনা প্রয়োজনে সব সময় বন্ধ রাখাই ভালো।
আরও দেখুন:- পকেট রাউটার কি:দাম,কিভাবে কাজ করে,ব্যবহারের নিয়ম,সুবিধা জানুন।
ব্রাইটনেস কমানো:
আমরা প্রতিনিয়ত মোবাইলের ব্রাইটনেস ব্যবহার করে থাকি। ফোনে সব সময় অতিরিক্ত ব্রাইটনেসৱ এর প্রয়োজন হয় না। তাই বিনা প্রয়োজনে মোবাইলের ব্রাইটনেস বেশি ব্যবহার না করে পরিমাণমতো একটু কমিয়ে রাখলেই ভালো। খুব বেশি ফোন ব্যবহারের সময় ব্রাইটনেস 50 শতাংশের নিচে রাখা ভালো, এতে করে মোবাইলের চার্জ বেশিক্ষণ টিকবে।
অ্যানিমেশন বন্ধ রাখুন:
আপনারা কি জানেন আপনার ফোনে কিছু ফ্ল্যাশ এনিমেশন যা আপনার ফোনের ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে। এগুলো আগে কিন্তু অফ করা যেত না এখন আপনি সেগুলো অফ করে রাখতে পারবেন।
অপ্রয়োজনীয়’ সাউন্ড এবং ভাইব্রেশন বন্ধ রাখা :
প্রয়োজনে মোবাইলে ভাইব্রেশন চালু রাখার কোনো দরকার নেই। বিভিন্ন সেটিংস থেকে অপ্রয়োজনীয় সাউন্ড অফ করে ফেলুন। এতে করে মোবাইলের অপ্রয়োজনীয়’ চার্জ খরচ হবে।
ফোনের কেস খুলে রাখা
মোবাইল চার্জ দেওয়ার সময় ব্যাটারি কিছুটা গরম হয়ে যেতে পারে। এই গরমের প্রভাব টা পুরো মোবাইলে ছড়িয়ে পড়ে। মোবাইলকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করতে চার্জে থাকা অবস্থায় ফোনের সুবিধার জন্য কভার বা কেসিং খুলে রাখা দরকার
প্রচলিত কিছু ভুল ধারনা:
আমাদের মধ্যে আরও একটি প্রচলিত ভুল ধারণা হচ্ছে নতুন ফোন কিনে সেটি 8 ঘণ্টা বা 72 ঘণ্টার চার্জ করারএকটি ভুল ধারণা। গবেষক এরিক লাইম এটিকে ভুল বা কুসংস্কার বলে অভিহিত করেছেন। তার কারণ হচ্ছে বর্তমানে মোবাইলের ব্যাটারিতে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য ধরনের পদ্ধতি প্রযোজ্য নয়। আগের কার সময় যে নিক্যাল ব্যাটারি পাওয়া যেত সেগুলোর জন্য প্রথমবার একটানা দীর্ঘক্ষণ চার্জ করার দরকার হতো।
একটি মোবাইলের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রী সেলসিয়াস। এ বেশি হলে সে মোবাইলটি তার কার্যক্ষমতা হারাতে পারে। মিস্টার এরিক লাইম বলেন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন লিথিয়াম-আয়ন ব্যাটারি রাখা হলে প্রতিবছর সেটি 20% ধারণ ক্ষমতা হারাতে পারে।
2 Comments