মোবাইল ফোন রচনা
রচনার নামঃ মোবাইল ফোন
মোবাইল ফোন
ভূমিকাঃ
বিজ্ঞানের নানা উদ্ভাবনের মধ্যে আধুনিক একটি উদ্ভাবন হলাে মােবাইল ফোন বা মুঠো ফোন। দূরে অবস্থানরত প্রিয়জন, আত্মীয়-স্বজনের সাথে সহজেই যােগাযােগ করার মাধ্যম হলাে মােবাইল ফোন। যােগাযােগ সহজ ও দ্রুত করার দাবিদার মােবাইল ফোন যােগাযােগ ব্যবস্থার ক্ষেত্রে নবযুগের সূচনা করেছে। মানুষ তার অনুভূতি, সুখ-দুঃখ ভাগ করে নিতে পারছে মােবাইল ফোনের মাধ্যমে।
মােবাইল প্রযুক্তিঃ
আগে দূরে কারাে সাথে যােগাযােগ করতে হলে ল্যান্ড ফোন বা ফ্যাক্স-এর সাহায্য নিতে হতাে। ল্যান্ডফোন বা ফ্যাক্স -এর নানাবিধ জটিলতা নিরসনের জন্য এবং বহনযােগ্য টেলিযােগাযোেগ ব্যবস্থার প্রয়ােজনীয়তা থেকেই মােবাইল ফোন
প্রযুক্তির উদ্ভাবন হয়েছে। মােবাইল ফোন সিম বা রিম কার্ড ব্যবহৃত বা বহনযােগ্য টেলিফোন প্রযুক্তি। পৃথিবীতে চার প্রযুক্তির মােবাইল সেটের মধ্যে বাংলাদেশে ‘সিডিএমএ’ ও ‘জিএসএম’ নামের দুটি প্রযুক্তির মােবাইল ফোন প্রচলিত আছে।
বাংলাদেশে মােবাইল ফোনঃ
বাংলাদেশে একবিংশ শতক থেকে মােবাইলের ব্যবহার ব্যাপকভাবে শুরু হয় এবং মােবাইল
ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশের সরকারি এবং বেসরকারি মিলিয়ে মােট ছয়টি মােবাইল কোম্পানি গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। গ্রামীণ, বাংলালিংক, রবি, সিটিসেল ও এয়ারটেল নামক ৬টি মােবাইল ফোন নেটওয়ার্ক রয়েছে।
আরও দেখুনঃ মোবাইল ব্যাটারি ভালো রাখার উপায়
যােগাযােগের ক্ষেৃত্রে মােবাইল ফোনঃ
মােবাইল ফোনের মাধ্যমে পৃথিবীর যে কোনাে জায়গায় অবস্থানরত মানুষের খোঁজখবর
নেওয়া যায়। আগে বিদেশি অবস্থানকারী আত্মীয়স্বজন-বন্ধু-বান্ধবের সাথে কথা বলা ও তাদের খোঁজ-খবর নেওয়া ছিল সময়, কষ্ট ও
ব্যয়সাপেক্ষ ব্যাপার। মােবাইল ফোনের সাহায্যে এখন দ্রুত ও কম খরচে তাদের খবর নেওয়া যাচ্ছে। মােবাইলের এসএমএস ব্যবস্থার কারণে দ্রুত কার্ডকে কোনাে টেক্সট করা যায়। শুধু যে কথা বলা ও এসএমএস করা যায় তাই নয়, মােবাইলের সাহায্য ইন্টারনেট ব্রাউজিং এবং সামাজিক যােগাযােগ ব্যবস্থা ফেসবুক, টুইটার এবং সম্প্রীতি চালু হওয়া স্কাইপি-এর জন্য মানুষ সবার সাথে সহজেই যােগাযােগ স্থাপন করতে পারছে। মােবাইল ফোনে খবর, বিনােদন ও খেলার আপডেট জানা যাচ্ছে। বর্তমানে বিভিন্ন
মােবাইল কোম্পানির গ্রাহক সেবার মধ্যে রয়েছে- নামাজ, সাহরী ও ইফতারের সময়সূচি, স্বাস্থ্য পরামর্শ, কৃষি সমস্যার সমাধান। মােঝইলে ছবি তােলা, অডিও ও ভিডিও ব্যবস্থার কারণে এটি বিনােদনের মাধ্যমও পরিণত হয়েছে।
মােবাইল ফোনের অন্যান্য সুবিধাঃ
মােবাইল ফোনের অত্যাধুনিক সব সংযােজনের ফলে এখন মােবাইলে গণনার কাজ করা
যাচ্ছে। মােবাইল সময় ও তারিখ নির্দেশকের কাজ। বর্তমানে বাজারে কম্পিউটারের সাহায্যে যেসব করা হয় সেই সব সুবিধাসম্পন্ন
মােবাইল সেট এসেছে। যেগুলােতে যােগাযােগ ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করার সুযােগ রয়েছে। বর্তমানে ট্রেনের টিকিট কাটা যাচ্ছে মােবাইল ফোনে । বিদ্যুৎ বিল, পানির বিল ইত্যাদিও পরিশােধ করা যাচ্ছে মােবাইলের সাহায্যে।
মােবাইল ব্যাংকিংঃ
ব্যাংকিং ব্যবস্থাকে মানুষের হাতের নাগালে এনে দিয়েছে মােবাইল ব্যাংকিং পদ্ধতি। সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সহজে দ্রুত ও নিরাপদে টাকা পাঠানাে যাচ্ছে মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে। টাকা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানাের জন্য বাংলাদেশে ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং, বিকাশ ইত্যাদি ব্যবস্থা চালু আছে। বাংলাদেশ পােস্ট অফিসে মােবাইলে টাকা
পাঠাননার চমৎকার ব্যবস্থা রয়েছে।
অপরাধ দমনের ক্ষেত্রেঃ
অপরাধী কোন জায়গা থেকে ফোনে কথা বলেছে এবং অপরাধীর গলার স্বর যথাযথ প্রযুক্তির সাহায্যে
বিশ্লেষণ ও নিরূপণ করে অপরাধী ধরা যায়। তাই অপরাধ দমনের ক্ষেত্রে মােবাইল ফোনের গুরুত্ব রয়েছে।
মােবাইল ফোনের ক্ষতিকর দিকঃ
মােবাইল নেটওয়ার্কে সুবিধা ব্যবহার করে অপরাধী সবসময় সবার সাথে যােগাযােগ রাখে এবং আইনের চোখকে ফাঁকি দিয়ে অপরাধমূলক কাণ্ড করে থাকে। মােবাইল ফোনে অতিরিক্ত কথা বলার কারণে মােবাইলের
রেডিরেশনের জন্য মানবদেহে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে ব্রেন টিউমারের মতাে কঠিন রােগের স্বীকার হয় মানুষ। মােবাইল
ফোনের বহু ধরনের সেবার প্রতি আকৃষ্ট হয়ে ছাত্র-ছাত্রীরা পড়ালেখায় অমনযােগী হয়ে পড়ে।
উপসংহারঃ
বিজ্ঞানের বিস্ময় মােবাইল ফোন মানুষের জীবনে এনে দিয়েছে নানা সুযােগ-সুবিধা। মানুষ দূরদূরান্তের সবার সাথে যােগাযােগ রাখতে পারছে খুব সহজেই। মােবাইল ফোনের নেতিবাচক দিক পরিহার করে ইতিবাচক দিক গ্রহণ করলেই বিজ্ঞানেরতথ্য যােগাযােগের ক্ষেত্রে উপহার মােবাইল ফোন হয়ে উঠবে মানুষের সহায়ক বন্ধু ।