Composition

My Daily life Essay (500 words+বাংলা অনুবাদসহ)

 My Daily Life Essay/My Daily Routine (আমার দৈনন্দিন জীবন রচনা)

Introduction : The value of time in our life and in this world knows no bound. Time has started its march (tot) from the very
beginning of the creation (FIT) of this universe. This very ancient (arba) march has no end. But we have been sent to this world for a very short time. So, we have to make our life meaningful by utilizing
our time. In fact, a man’s life is nothing but sum total of years, months, days, hours and seconds.

Transitoriness (pturing) of time : Time never stays for anybody. It just goes on and on. The popular saying goes – “Time and tide wait for none.” So, every moment is very precious. Our success depends
on the best use of these moments. We must make a proper division of our time and do our duties properly. Only then we will be able to go forward and reach our goal. On the other hand, if we do not make the right use of our time, we will have to drag a miserable existence.

আরও দেখুন:- Physical Exercise Composition (বাংলা অনুবাদসহ +pdf)

Lesson from history : History provides many examples of the importance of time. One of Nepoleon’s generals was a few minutes late in Water-loo’s battle field. As a result, Nepoleon had to face a
terrible defeat. On the other hand, Robert Bruce, Abraham Lincoln, Einstein, Aristotle and such other great persons led their lives to the top of success making the best use of time.

Value of Time in student sife: Student life is called the seed time of life. A student’s future life depends on how he uses time in student life. If a student wastes his time in idleness and does not do
his duties properly, he is sure to repent afterwards.

আরও দেখুন:- NEWSPAPER COMPOSITION (JSC,SSC,HSC বাংলা অনুবাদসহ)

Conclusion : We are the best creation of Allah. We owe (*) to Him because He has sent us to this beautiful earth. To pay off (forcefter করা) our debt (ঋণ) to some extent, we must make proper use of time.
Because anything good can be done or achieved (অর্জন করা যায়) only through making the best use of time.

অনুবাদ

 সূচনা: সময়ের মূল্য, আমাদের জীবনে এবং জগতে অপরিসীম। এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির শুরু থেকেই সময় তার যাত্রা শুরু করেছে। এর যাত্রা খুবই প্রাচীন যার কোনাে শেষ নেই। কিন্তু এই পৃথিবীতে আমাদেরকে খুবই স্বল্প সময়ের জন্য পাঠানাে হয়েছে। সুতরাং, সময়ের সঠিক ব্যবহার করে আমাদের জীবনকে অর্থবহ করে তুলতে হবে। প্রকৃতপক্ষে, মনুষ্য জীবন কিছু সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন, মাস বা বছরের সমষ্টি ছাড়া কিছুই নয়। সময়ের ক্ষণস্থায়ীত্ব: সময় কারও জন্য বসে থাকে না। এটি শুধু চলতেই থাকে। পরিচিত প্রবাদ আছে যে, “সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না। তাই প্রতিটি মুহূর্তই খুব মূল্যবান। এই সময়ের সঠিক ব্যবহারের ওপরই আমাদের সফলতা নির্ভর করে। আমাদের সময়কে সঠিকভাবে ভাগ করতে হবে এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তবেই আমরা সম্মুখে এগিয়ে যেতে এবং গন্তব্যে পৌছতে পারব। অপরপক্ষে, আমরা যদি সময়ের সঠিক ব্যবহার করি তবে আমাদের শােচনীয় পরিণতি ঘটবে।

আরও দেখুন:- composition: wonders of modern science(বাংলা অনুবাদসহ)

ইতিহাস থেকে শিক্ষা: সময়ের গুরুত্ব সম্পর্কে ইতিহাস অনেক শিক্ষা দেয়। ওয়াটার লু’র
যুদ্ধে নেপােলিয়নের এক সেনাপতি কয়েক মিনিট দেরিতে যুদ্ধস্থলে পৌছেছিলেন। ফলস্বরূপ,
নেপােলিয়নকে এক ভয়াবহ পরাজয় বরণ করতে হয়েছিল। অপরপক্ষে, রবার্ট ব্রুস, আব্রাহাম লিংকন, আইনস্টাইন, এরিস্টটল এবং এ ধরনের আরাে বিখ্যাত ব্যক্তিরাও সময়ের সদ্ব্যবহার করে সফলতার স্বর্ণশিখরে আরােহণ করেছেন।

ছাত্রজীবনে সময়ের গুরুত্ব: ছাত্রজীবনকে জীবনের বীজ বপনের সময় বলা হয়। ছাত্রজীবনেএকজন শিক্ষার্থী যেভাবে তার সময় পার করে তার ওপরই তার ভবিষ্যৎ নির্ভর করে। যদি কোনাে শিক্ষার্থী অবহেলায় সময় কাটায় এবং সময়ের সঠিক ব্যবহার না করে তবে নিশ্চিত যে পরবর্তীতে তাকে এর জন্য অনুশােচনা করতে হবে।

আরও জানতে পারেন:- কিডনি রোগের লক্ষণ ও প্রতিকার ( সকল তথ্য জানুন)

উপসংহার: আমরা আল্লাহ তায়ালার সর্বোৎকৃষ্ট সৃষ্টি। আমরা তাঁর কাছে ঋণী কারণ তিনি
আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন। কিছুটা ঋণ পরিশােধ করতে চাইলে আমাদেরকে
অবশ্যই সময়ের সদ্ব্যবহার করতে হবে। কারণ সময়ের যথােচিত ব্যবহারের মাধ্যমেই যে কোনাে
মহৎ কাজ সম্পাদন বা অর্জন করতে পারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button