টিপস & ট্রিকস

বৃষ্টিতে মোটরসাইকেল চালানোর ১০টি টিপস

আসসালা মুআলাইকুম সকল বাইক লাভার বন্ধুগণ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বৃষ্টির দিনে বাইক চালানোর কিছু টিপস। তাই আর দেরি না করে আমাদের সাইট থেকে বাইক চালানোর টিপসগুলো জেনে নিন।

বৃষ্টির দিনে বাইক চালানোর কিছু টিপস:

আমাদের এই বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এই 6 ঋতুর মধ্যে বর্ষাকাল ও রয়েছে। এই সময়টাতে কিন্তু মোটরসাইকেল অতি সাবধানতার সাথে চালাতে হয়। বর্ষাকালে বাইক চালাতে যেমন কি কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তার সাথে বাইককে বর্ষার জন্য উপযোগী করে তুলতে হয়। বর্ষাকালে বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক, বৃষ্টির জন্য তো কারো কোনো কাজেই : থেমে থাকবে না। জেনে নেয়া যাক বৃষ্টির সময় বাইক চালিয়ে দুর্ঘটনা এডাতে কিছু সতর্কতামূলক বাণী।

nbsp;

হেলমেট ব্যবহার করা

pic হেলমেট
pic -হেলমেট
যেকোনো দুর্ঘটনা থেকে মাথাকে অধিক সুরক্ষা দিতে হেলমেট খুবই দরকার  l মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট থাকা আইনগত বাধ্যতামূলক করা হয়েছেl বৃষ্টির দিনে  হেলমেট আপনাকে বাড়তি একটা সুরক্ষা এবং আপনার চোখের অনেক সুরক্ষা দিবেi চোখে পানির ঝাপটা   লাগার কারণে চোখ খুলে রাখা অনেক কষ্টকর হয়ে যায়  l কারণটা হচ্ছে আপনি যে গতিতে মোটরসাইকেল চালান বৃষ্টির পানি আপনার চোখের দিকে সূচের মতো আসে l এই অবস্থা থেকে মুক্তি পেতে হেলমেটের গ্লাস আপনার জন্য চমৎকার প্রটেক্টর হিসেবে কাজে লাগে l তবে একটা জিনিস খেয়াল রাখবেন  বর্ষার দিনে হেলমেটের গ্লাস যেন ঝাপসা হয়ে না যায় বর্ষাকালে অনেক সময় কালো মেঘের কারণে দিনের বেলাতেই আলোর ঘাটতি দেখা  দেয় । হলুদ কমলা রংয়ের গ্লাস বৃষ্টির দিনে চমৎকার কাজে আসে।

 ব্রেক করার সময় সাবধানতা

pic ব্রেক
pic -ব্রেক
পড়ে অন্যান্য সময়ের তুলনায়বর্ষাকালের সময় বাইক ব্রেক করার ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হয়i অন্যান্য সময়ের অধিক সাবধানতা খুব ধীরে ধীরে বাইক থামানো বা   স্লো করতে হবে।   খুব দ্রুত ব্রেক করার কারণে ভেজা রাস্তায় ফ্রিকশন কমের কারণে পেছনের চাকা উপরে উঠে যেতে পারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা খুবই বেশি থাকে। একে  পিস  টেল বলা হয়ে থাকে   । মাছের মেয়েদের মত পেছনের চাকা  দুলতে থাকবে এর ফলে হ্যান্ডেল সোজা রাখা অনেক কঠিন হয়ে পড়ে এর জন্য একপর্যায়ে আপনি বাইক থেকে পড়ে যেতে পারেন ।এই  পিস তেলের হাত থেকে বাঁচার জন্য সময় নিয়ে ব্রেক করতে হবে । আর যদি অন্যথায়   ফিশ পেলের কবলে পড়ে যান তবে আপনি    সিটি নিজের অবস্থান পরিবর্তন করে সেন্টার অফ গ্রাভিটির পরিবর্তন করে গাড়ি আপনার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারেনi আপনি বেশিরভাগ সময় চেষ্টা করবেন গাড়ির পিছনের  ব্রেক এর ব্যবহার করতে।

মাঝখান বরাবর সাদা দাগ এড়িয়ে চলা

pic রাস্তার সাদা দাগ
pic -রাস্তার সাদা দাগ
রাস্তার মাঝখানে সাদা দাগ দেয়া হয়েছে মানে রাস্তা বিভাজন করা হয়েছে i বৃষ্টি চলাকালীন এই দাগের উপর বাইক চালানো এবং বাইকের ব্রেক করা থেকে দূরে থাকুনi  এই ধরনের দাগ সাদা অংশ রাস্তার থেকে   অনেক বেশি পিচ্ছিল হয়ে থাকেi

  পরিচিত রাস্তা ব্যবহার করা 

একটা কথা আছে না   দূর ভালো বর্ষাকালে যাওয়াটাই অনেকটা ভালো। আপনি আপনার চীন পরিচিত রাস্তা ব্যবহারi করতে পারেন ।  আপনি যদি কোন অপরিচিত রাস্তায় যান সেখানে কিন্তু স্পিড ব্রেকার এবং রাস্তার মধ্যে ছোট-বড় অনেক গর্তের সম্মুখীন হতে হবে এগুলো হয়তো আপনাকে বিপদে ফেলতে পারে।
রেইনকোট পরা
pic রেইন কোর্ট
pic -রেইন কোর্ট
বর্ষাকালে মোটরসাইকেল নিয়ে বাইরে বের হওয়ার সময় কোনভাবেই আপনি যেন আপনার রেনকোট নিতে ভুলে না যান।  আপনি আপনার   রেনকোট উজ্জ্বল রঙের নিতে পারেন এতে করে রাস্তায় খুব সহজে দেখা যায় । বৃষ্টির সময় অনেক ক্ষেত্রে চোখের দৃষ্টিসীমা কমে যেতে পারে তাই এমন রঙের পোশাক পরা উচিত যাতে আপনি সবার দৃষ্টির অগোচরে চলে না  যান।

হাতে কিছু সময় নিয়ে বের হওয়া

AddText 04 09 12.36.30
AddText 0
বর্ষাকালে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় হাতে একটু সময় নিয়ে বের হওয়া ভালো স্বাভাবিক দিনের চেয়ে বৃষ্টির দিনে আপনার বাইক স্বাভাবিক দিনের  চেয়ে 10 থেকে 20 পার্সেন্ট  কম গতিতে চালানো উচিত।যদি আপনার চোখের দৃষ্টিসীমা কমে যায় এবং বজ্রপাতের খুব সম্ভাবনা থাকে তাহলে আপনি বাইক চালানো বন্ধ করে দিয়ে কোন নিরাপদ স্থানে কিছুক্ষণ আশ্রয় নিতে পারেন ।   একটা কথা বলা যেতে পারে জীবন-জীবিকার তাগিদে আমাদের অনেককেই বৃষ্টির মধ্যে মোটরসাইকেল নিয়ে বের হতে হয়।
   আমরা না চাইলেও অনেক সময় বিভিন্ন ধরনের কাজের জন্য আমাদেরকে বাইক নিয়ে বাইরে বের হতে হয়i

  রাতের বেলায় সর্তকতা অবলম্বন

বৃষ্টির মধ্যে এমনিতেই স্বাভাবিক দিনের চেয়ে অনেক দুর্ঘটনা বেড়ে যায়। এজন্য বৃষ্টির মধ্যে রাতে বাইক চালানোর ক্ষেত্রে দ্বিগুণ বেশি সতর্ক থাকতে হবে। বৃষ্টির সময় বৃষ্টির পানি আপনার হেলমেটের গ্লাস এ পরে      পরেআপনার দৃষ্টিকে অনেক বাধাগ্রস্থ    করবে বিপরীত দিক থেকে আসা কাল আপনাকে খুব  বিপদে ফেলে দিতে পারে। আপনার গাড়ির থেকে সতর্ক করার জন্য আপনার বাইকের ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে রাখুন।

 রাস্তায় পড়ে থাকা তেল থেকে সাবধান হওয়া

আপনি যদি রাস্তার উপর অনেকখানি জায়গা জুড়ে রংধনুর মত কিছু দেখতে পান তাহলে ভেবে নিবেন  তেল।  বরফের মতো পিচ্ছিল  হয়ে যায়  ।  বর্ষাকালের প্রথম দিনে বৃষ্টির ক্ষেত্রে ঘন্টা খানেক অপেক্ষা করে ঘর থেকে বের হন কারণ অনেক দিনের জমে থাকা  অন্যান্য ময়লা হতেল রাস্তাকে পিচ্ছিল করে তুলে যা কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু  যায়।
এই সবকিছু মেনে কিন্তু আপনি যদি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালান তাহলে আপনার দুর্ঘটনা এড়ানো অনেকটাই সম্ভব হতে পারে। সর্বশেষ কথা হচ্ছে প্রতি বছর কিন্তুবৃষ্টি হয় বৃষ্টির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।  আমাদেরকে এমন ভাবে বৃষ্টির সময় মোটরসাইকেল চালাতে হবে যাতে করে আমরা দুর্ঘটনার কবলে না পড়ি। তাই উপরোক্ত নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলি তাহলে বৃষ্টির মধ্যে আমরা খুব সুন্দর ভাবে মোটরসাইকেল চালাতে পারে এতে করে আমাদের দুর্ঘটনার সম্মুখীন কম হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button