টিপস & ট্রিকস

কিওয়ার্ড রিসার্চ কাকে বলে:কেন গুরুত্বপূর্ণ,কত প্রকার জানুন [সকল তথ্য]

হ্যালো বন্ধুগণ, আশা সবাই অনেক ভালো আছেন। আপনার অনেকেই অনেকদিন ধরে জানতে চাচ্ছেন যে কিওয়ার্ড রিসার্চ কি,এটি কেন এত গুরুত্বপূর্ণ এবং কত প্রকার। এই সকল তথ্য সম্পর্কে জানতে আমাদের পোস্টটি পুরোটা পডুন। এই পোস্টটি পড়লেই আপনার মোটামুটি কি ওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারনা হয়ে যাবে।    

কিওয়ার্ড রিসার্চ কাকে বলে

আমাদের প্রথমেই জানতে হবে কি ওয়ার্ড কি?
আমাদের মধ্যেই হয়তো অনেকেই আছে যারা ওয়েবসাইটে ধরনের ব্লগিং করে থাকে। অনেকেই কিন্তু জানে না কিভাবে সঠিক কি-ওয়ার্ড দিতে হয় । কি- ওয়ার্ড হচ্ছে আমাদের যখন কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমরা সেটা তখন গুগল(google)বা ইয়াহুত(yahoo) তে কোনো একটা শব্দ বা লাইন লিখে সার্চ করি যেমন: free music, bolyood movie এসব খোজ করা। এই রকম প্রত্যেকটি শব্দ অথবা লাইন হলো কোনো কিছু সার্চ করার জন্য এক একটি (key- word) কি-ওয়ার্ড। কি ওয়ার্ড  রিসার্চ সঠিকভাবে জানা না থাকলে আপনি আপনার সাইটের কোনো পোস্ট রাংক করাতে পারবেন না।

;

 কি-ওয়ার্ড রিসার্চ কেনো এত গুরুত্বপূর্ণ

pic কি ওয়ার্ড
pic -কি ওয়ার্ড

আমরা সবাই প্রতিনিয়ত গুগলে বা অন্য কোনো ইন্টারনেট মাধ্যমে অনেক কিছু খোজ করে থাকি। কেউ যদি কোনো ওয়েব সাইটের মাধ্যমে কোনো কিছু সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে একটি সঠিক কি-ওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। বিভিন্ন ওয়েভ সাইটের প্রতিদন্ধি কিন্তু অনেক বেশি তাই কেউ যদি তার সাইটের কোনো আর্টিকেল কে রাংক করাতে চান এবং এটি যেন কেউ সহজেই খুজে এই কি-ওয়ার্ডের মাধ্যমে যেন সেই সাইটের ভিজিটর ওধিক হয়।

 আরও জানুন:- Seo কি, এসইও কেনো প্রয়োজন বিস্তারিত

কি ওয়ার্ড কত প্রকার

 আমাদের সবারই জানা প্রয়োজন কি ওয়ার্ড কত ধরনের হয়ে থাকে।  কি ওয়ার্ড কত প্রকার ও কি কি? কি ওয়ার্ড মূলত ৯ ধরনের হয়ে থাকে।

Keyword Type
Keyword Type
  • Short-tail keyword
  • Long-tail keyword
  • Short-term fresh keyword
  • Long-term evergreen keyword
  • Product defining keyword
  • Customer defining keyword
  • Geo-targeting keyword
  • LSI keyword
  • Intent targeting keyword

আরও জানুন:- নগদ উদ্যোক্তা/এজেন্ট একাউন্ট খোলার নিয়ম: চেক করার কোড,সুবিধাসমূহ

কি ওয়ার্ড কেন প্রয়োজনঃ

কোনো ওয়েভ সাইটের নির্দিষ্ট কনটেন্ট অতি সহজে খুজে পেতে কি-ওয়ার্ডের অনেক প্রয়োজনীয়তা রয়েছে। কেউ যদি তার সাইটের মধ্য সঠিক কি -ওয়ার্ডের ব্যবহার না করে তবে তার আর্টিকেল সহজে খুজে পাওয়া যাবেনা। তবে আপনাকে আপনার কি- ওয়ার্ড এর উপর এসইও করতে হবে। আপনাকে কিন্তু সঠিক ভাবে এমন একটা কি- ওয়ার্ড বেছে নিতে হবে যার প্রতিযোগী কম কিন্তু এর ভিজিটর অনেক বেশি পাওয়া যাবে। যদি আপনি একটা ভাল কনটেন্ট তৈরি করবেন আপনাকে ভালো একটি কি- ওয়ার্ড অবশ্যই বেছে নিতে হবে

আরও দেখুন:-👎  আলেশা কার্ড কি? এই বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

শেষ কথা আপনারা অবশ্যই উপরোক্ত লেখাগুলো পড়ে কি- ওয়ার্ড সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন ।  এটি পড়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।

জেনে নিতে পারেন:- অ্যালোভেরার উপকারিতা ও অপকারিতা ($$)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button