অন্যান্য তথ্য

পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি (২০২৩)

হ্যালো বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা পৃথিবীর সবচেয়ে দামি ১০টি বিলাসবহুল গাড়ি সম্পর্কে বিস্তারিত জানব।

কার না দামি একটা গাড়ির শখ থাকে। সবাই চায় তার নিজস্ব একটা গাড়ি থাকুক। কারো কেনার সামর্থ থাক আর না থাক দামি গাড়ির প্রতি সবারই অন্যরকম একটা আকর্ষণ থাকে। কিন্তু বিশ্বের সবচাইতে দামি গাড়িগুলোর বিষয়ে আমাদের অনেক জানার ইচ্ছা । এছাড়া সুপার কার সম্পর্কে জানার নেশা রয়েছে আমাদের মধ্যে অনেকেরই। তবে এইবার বিশ্বের সবচাইতে দামি গাড়িগুলোর তালিকা তাদের জন্য নিম্নে তুলে ধরা হলো।এর সঙ্গে আরও থাকছে গাড়িগুলোর সম্পর্কে বিস্তারিত।

 

১. (Pagani Zonda Silk Roadstar)পাগানি জোন্ডা সিঙ্ক রোডস্টার:

pic Pagani Zonda Silk Roadstar
pic -Pagani Zonda Silk Roadstar

এই আকর্ষণীয় বিশ্বের অনন্যসাধারণ গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা ৫৯৮৭ সিসি । এই গাড়িটির বর্তমান মূল্য ধরা হয়েছে প্রায় ১২২ কোটি টাকা।

২. (Rolls Royce Soyeftels) রোলস রয়েস সোয়েপটেলস:

pic Rolls Royce Soyeftels
pic- Rolls Royce Soyeftels

মাত্র দুইটি সিট সংখ্যা রয়েছে  ইউনিক লাক্সারি গাড়িটির। প্রথমে মাত্র একটি গাড়ি তৈরি করেই শুরু হয়েছিল এটির যাএা । এই গাড়িটির মূল্য প্রায় ৯০ কোটি টাকার ও অধিক।

আরও দেখুন:- নিসান গাড়ির দাম ২০২৩

[Brand New] Honda Civic Price in Bangladesh 2023

৩. (Lamborghini Venano)ল্যাম্বারঘিনি ভেনেনো: 

pic Lamborghini Venano
pic- Lamborghini Venano

এই গাড়িটি প্রতি বছর মাত্র তিনটি ছাড়া হয় বাজারে।দ্রুত গতিবেগের জন্য দুবাই পুলিশ এই দামি গাড়িটি ব্যবহার করে থাকেন। । গাড়িটির বর্তমান মূল্য প্রায় ৬৭ কোটি টাকার মত।

৪. (Mercedes Benz Maybach)মার্সেডিজ বেঞ্চ মেব্যাক: 

pic-Mercedes Benz Maybach
pic -Mercedes Benz Maybach

বছরে তিনটির বেশি লাক্সারিয়াস এই গাড়িটিও বাজারে ছাড়ে না। এই গাড়িটির বর্তমান মূল্য প্রায় ৫৬ কোটি টাকা।

আরও দেখুন:গাড়ি চালানোর আগে যাযা করণীয়।

৫. (Koenigsegg CCXR Trevita)কোনিগসেগ সিসিএক্সআর ট্রেভিটা

pic Koenigsegg CCXR Trevita
pic- Koenigsegg CCXR Trevita

এই গাড়ি মাত্র দুটি রয়েছে সারা বিশ্বে।১০০ কিলোমিটার গতি তোলে এটি মাএ ৩সেকেন্ডে। এই গাড়িতে ৪১০ কিলোমিটার গতি উঠানো যায় প্রতি ঘণ্টায়। এই গাড়িটির বর্তমান মূল্য প্রায় ৩৪ কোটি টাকা।

আরও দেখুন:-

৬. (Ferrari pininfarina Sergio) ফেরারি পিনিনফারিনা সার্জিও: 

pic Ferrari pininfarina Sergio
pic -Ferrari pininfarina Sergio

বিশ্বে এই বিলাসবহুল গাড়িটি  মাত্র ছয়টি তৈরি করা হয়েছে। গাড়িটির মূল্য প্রায় ৩০ কোটি টাকা।

আরও দেখুন:- [আজকের দাম] জারা মোটরসাইকেল দাম ২০২৩

[বর্তমান মূল্য] পালসার ১৫০ সিসি দাম ২০২৩

[আজকের দাম] ভিশন ফ্রিজের দাম ২০২৩

৭. (Bugatti Veyron) বুগাত্তি ভেরন :

pic Bugatti Veyron
pic Bugatti Veyron

এই গাড়িটি যখন বাজারে এসেছিল তখন এটি একটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম গাড়ি ছিল । ৩২ দশমিক ৬ সেকেন্ড এই গাড়িটিতে ৪০০ কিমি/ঘন্টা গতি তুলতে সক্ষম। গাড়িটির এখন বর্তমান মূল্য ৩০ কোটি টাকা।

৮. (Astron Martin Valkayrie)অ্যাস্টন মার্টিন ভালকাইরে: 

pic Astron Martin Valkayrie
pic- Astron Martin Valkayrieop

এই গাড়িটি কিনে যদি মালিক আবার পরে বিক্রি করে দেয় , তবে তিনি আর নিজের নামে ভবিষ্যতে গাড়ি কিনতে পারবেন না। গাড়ির কোম্পানিটির টুইটারেএমনটাই বলা হয়েছিল বলে জানা গেছে। এই গাড়িটি বর্তমান মূল্য প্রায় ২৩ কোটি টাকা।

৯. ( Lykan Hypersports)লাইকান হাইপারস্পোর্টস:

pic Lykan Hypersports
pic- Lykan Hypersports

হলিউড মুভি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ নামক সিনেমার একটি অ্যাকশন সিক্যুয়েন্সে এই গাড়িটি ব্যবহার করা হয়েছিল। এই গাড়িটি প্রতি বছর এই কোম্পানির মার্কেটে সাতটি গাড়ি ছাড়ার পরিকল্পনা করেছে। এই গাড়িটির বর্তমান মূল্য প্রায় ২৭ কোটি টাকা।

১০. (La Ferrari FXXK)লা ফেরারি এফএক্সএক্সকে:

pic La Ferrari FXXK
pic- La Ferrari FXXK

মাত্র আড়াই সেকেন্ড এই গাড়িটি প্রতি ঘন্টায় ৩২২ কিমি গতিবেগ তুলতে পারে। বাজারে এই গাড়ি মোট ৪০ টি রয়েছে । এই গাড়িটির বর্তমান মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

আপনারা হয়তো এটি পড়ে গাড়িগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। এটি আপনাদের কাছে কি রকম লেগেছে কমেন্টে জানাতে ভূলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button