বিশ্বায়ন অনুচ্ছেদ (৫টি রচনা)
বিশ্বায়ন অনুচ্ছেদ রচনা
বিশ্বায়ন হলাে এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে মানুষ নির্দিষ্ট দেশের ভৌগােলিক
সীমা অতিক্রম করে পণ্য ও সেবা নিয়ে বিশ্বের যেকোন স্থানে পৌঁছাতে পারে। এটি সমগ্র
বিশ্বে অবাধ তথ্য প্রবাহ চিহ্নিত করে। অপরদিকে অর্থনীতিবিদদের মতে, ইংরেজি শব্দ Global village বা বৈশ্বিক গ্রাম থেকে বিশ্বায়ন শব্দটির উৎপত্তি হয়। বিশ্বায়ন একটি সমন্বিত বৈশ্বিক অর্থনীতির সৃষ্টি করে, যা বিশ্বের দেশসমূহের মধ্যে অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে। তবে সমালােচকের মতে, বিশ্বায়ন হলাে এক অপরিবর্তনীয় শক্তি এবং যাতে উন্নয়নশীল দেশগুলাে বিভিন্ন গতি এবং বিপরীত গতি দ্বারা আঘাতপ্রাপ্ত হবে যদি তারা তাদের নিজেদের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়। বিশ্বের অন্যান্য
জাতিসমূহের উন্নত এবং পরিশীলিত সংস্কৃতি থেকে সুবিধা পেতে বিশ্বায়ন আমাদের সমর্থ
করে তুলতে পারে। আমাদের মনে রাখা উচিত যে মানবিক উন্নয়ন, সুশাসন এবং অবকাঠামােগত বিনিয়ােগ হলাে উন্নয়নের চাবিকাঠি। যদি কম শিক্ষিত এবং অদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমশক্তির ওপর দুর্বল পদ্ধতিতে বিশ্বায়ন ব্যাপকভাবে প্রয়ােগ করা হয়, তাহলে এটি উন্নতি এবং সমৃদ্ধি দিকে পরিচালিত হবে না। তবুও বলতেই হয়,
অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রতিযােগিতার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানাের জন্য বিশ্বায়নের বিকল্প নেই। তাই বর্তমান আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মাথায় রেখে আমাদেরও সতর্কতার সাথে দেশীয় স্বার্থ ও সংস্কৃতি অক্ষুন্ন রেখে বিশ্বায়নের অংশীদার হতে হবে।