নতুন বা পুরাতন ডেক্সটপ কম্পিউটার কেনার আগে যা যা জানা উচিত
তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটার বা ল্যাপটপের চাহিদা ব্যাপক।
বর্তমানে যেকোনো কাজেই এখন ডেস্কটপ বা ল্যাপটপের দরকার পড়ে। তাই এটি অনেকেই কেনার জন্য আগ্রহী।
ডেস্কটপ পিসি কেনা আগে অনেক বেশি ব্যয়বহুল ছিল। কিন্তু এখন ৮-১০ হাজার টাকার মধ্যেই ভালো ডেস্কটপ কম্পিউটার কিনতে পাওয়া যায়।
আবার বাজারে নতুন কম্পিউটারের পাশাপাশি পুরনো বা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার পাওয়া যাচ্ছে। অনেকে তাদের প্রয়োজনে তাদের ব্যবহৃত পিসি বিক্রি করে দিচ্ছে এবং মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক কম্পিউটারটি কিনে নিচ্ছে।
তবে নতুন হোক বা পুরাতন হোক , ডেস্কটপ কম্পিউটার বা পিসি কেনার আগে আপনাকে কিছু বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে।
তাই কম্পিউটার কেনার আগে এ সম্পর্কিত কিছু বেসিক তথ্য জেনে নেয়া খুব জরুরী। নাহলে পড়ে সমস্যায় পড়তে পারেন।
আজ জানবো এমন কিছু তথ্য যা ডেস্কটপ কম্পিউটার কেনার আগে আপনার জানা দরকার।
Table of Contents
নতুন পিসি কেনার ক্ষেত্রে
আপনি যদি নতুন পিসি কিনতে চান তবে যেসব বিষয় আপনাকে আগে থেকেই জেনে রাখতে হবে–
প্রসেসর
কম্পিউটারের প্রধান যন্ত্র হলো প্রসেসর। একটি কম্পিউটারের যাবতীয় কাজ সম্পাদন করে থাকে এর মধ্যে থাকা প্রসেসর। তাই এটি ভালো ব্র্যান্ডেরই কেনা উচিত। বর্তমান বাজারে যেসব ব্র্যান্ডের প্রসেসর পাওয়া যায় সেগুলোর মধ্যে অন্যতম হলো Intel, AMD ও Cyrix ।
সস্তা চাইনিজ প্রসেসর কেনা থেকে বিরত থাকুন।
এছাড়াও প্রসেসরটি কোন সিরিজের সেটার প্রতি ও খেয়াল রাখতে হবে। প্রসেসরের সিরিজ যতো উন্নত হবে তার স্পিডও ততো বেশি হবে।
প্রসেসরের এই সিরিজগুলোর মধ্যে রয়েছে Core i3, Core i5 , Core i7 , Core i9 ।
এই সিরিজের প্রসেসর গুলো খুবই উন্নতমানের হয়ে থাকে। এখান থেকে আপনি আপনার বাজেট অনুযায়ী পারফেক্ট প্রসেসর কিনতে পারেন।
হার্ড ড্রাইভ
হার্ড ড্রাইভে কম্পিউটারের সকল তথ্য বা ডেটা জমা থাকে। তাই এটি উন্নতমানের হওয়া খুব জরুরী।
হার্ড ড্রাইভের স্পিড আপনার পিসির যাবতীয় কার্যকলাপের ওপর প্রভাব ফেলবে।
তাই বাজেট ভালো থাকলে আপনি আপনার পিসির জন্য ভালো মানের ও ভালো সাইজের হার্ড ড্রাইভ বেছে নিতে পারেন।
গ্রাফিক্স কার্ড
আপনি যদি সাধারণ কাজের জন্য পিসি কিনে থাকেন তবে এর জন্য গ্রাফিক্স কার্ডের দরকার হবে না।
তবে যদি গেমিং ও গ্রাফিক্সের কাজ করার জন্য পিসি কিনতে চান তবে এজন্য অবশ্যই ভালো মানের গ্রাফিক্স কার্ড প্রয়োজন।
গ্রাফিক্স কার্ড কেনার আগে দেখে নিবেন সেটি আপনার মাদারবোর্ডের সাথে সাপোর্ট করবে কি না। এজন্য মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ডের মডেল গুগলে সার্চ করে দেখতে পারেন।
গ্রাফিক্স কার্ডের কুলিং সিস্টেম সম্পর্কেও জেনে নেয়া ভালো। নতুন মডেলের গ্রাফিক্স কার্ডগুলোতে আপনি কুলিং ফ্যানের পরিবর্তে লিকুইড কুলিং সিস্টেম দেখতে পাবেন।
বর্তমানে AMD ও Nvidia ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড বাজারে খুব চলছে। এখান থেকে আপনার বাজেট অনুযায়ী উপযুক্ত গ্রাফিক্স কার্ড কিনে নিতে পারেন।
র্যাম
র্যামের কাজ হলো আপনার পিসিতে চলমানরত কাজগুলোকে দ্রুত সম্পন্ন করে তোলা।
তাই র্্যাম যতো বেশি হবে ততোই ভালো। বর্তমানে ৪ জিবির র্্যাম হলো স্ট্যান্ডার্ড লাইন।
র্্যাম কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে এটা আপনার মাদারবোর্ডের সাথে DDR এর মিল আছে কি না।
তাই দেখে শুনে ভালো র্্যাম কেনার চেষ্টা করুন।
মাদারবোর্ড
সিপিইউ এর যাবতীয় যন্ত্রাংশ মাদারবোর্ডে স্থাপিত থাকে।
তাই মানসম্মত মাদারবোর্ড কেনার চেষ্টা করবেন।
সস্তা চাইনিজ মাদারবোর্ড কখনোই কিনবেন না।
মাদারবোর্ডে র্্যাম স্লট কয়টা , গ্রাফিক্স কার্ড এর স্লট কয়টা এসব জিনিস খেয়াল রাখতে হবে।
মনিটর
মনিটরের ক্ষেত্রে ভালো ব্র্যান্ডের মনিটর কেনা উচিত।
বাজারে ডেল, এলজি, ভিউসনিক, ফিলিপস ইত্যাদি ব্র্যান্ডের মনিটর পাওয়া যাচ্ছে। এসব ব্র্যান্ডের মনিটর কেনার চেষ্টা করবেন।
এজন্য বাজেট অনুযায়ী নিজের পছন্দ মত মনিটর কেনা উচিত।
এছাড়াও মাউস,ক্যাবল, স্পিকার , রাউটার, কিবোর্ড এসব ভালো ব্র্যান্ড দেখে কেনা উচিত।
তবে এগুলো পিসির পারফরমেন্স এর ওপর কোনো প্রভাব ফেলবে না তাই নিজের বাজেট অনুযায়ী নিতে পারেন এসব যন্ত্রাংশ।
পুরাতন পিসি কেনার ক্ষেত্রে
বাজেট কম থাকার কারণে যারা পুরাতন পিসি কিনতে চাচ্ছেন তাদের যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে সেগুলো হলো:
পিসির ফিজিক্যাল ড্যামেজ চেক করুন
পুরনো বা সেকেন্ড হ্যান্ড পিসি কেনার আগে ভালো মতো দেখে নিন এর পার্টসগুলোতে কোনো ড্যামেজ বা ত্রুটি আছে কি না।
কারণ একজনের ব্যবহার করা জিনিসে ড্যামেজ থাকতেই পারে। তাই দেখে নিবেন সব ঠিকঠাক আছে কি না।
বিক্রেতার কথায় কান না দিয়ে নিজে এটি যাচাই করে নিন।
পিসির বাহ্যিক অবস্থা দেখে বুঝা যায় সেটি কত বছর ব্যবহার করা হয়েছিলো। তাই এর মধ্যে থাকা কেসিংসহ অন্যান্য পার্টস দেখে শুনে যাচাই করে নিন।
পিসির বাজারমূল্য সম্পর্কে ধারণা রাখুন
আপনি যে স্পিডের পিসি কিনতে চান সেটার পুরাতন পিসির মুল্য ও নতুন পিসির মুল্য যাচাই করে নিবেন।
কারণ সেই পিসিই একই দাম বা নামমাত্র কম দামে পুরাতন পিসি কেনার চেয়ে নতুন পিসি কেনাই ভালো।
এছাড়াও যার থেকে পুরাতন পিসি কিনবেন তার থেকে জেনে নিবেন সে কোথা থেকে পিসিটি কিনেছে।
দাম যাচাইয়ের সময় ইন্টারনেটে সার্চ না করে সরাসরি দোকানে গিয়ে আলাপ করে জেনে নিবেন।
হার্ডওয়্যার কন্ডিশন চেক করে নিন
পুরাতন ইলেকট্রনিক জিনিস কিনতে হলে অবশ্যই এর ইন্টার্নাল ও এক্সটার্নাল পার্টস সম্পর্কে জেনে নিতে হবে।
কারণ মানুষ মূলত দুই কারণে পুরাতন পিসি বিক্রয় করে। যখন পিসিতে সমস্যা থাকে আর যখন তার নতুন পিসি কেনার প্রয়োজন হয় তখন।
তাই পুরাতন পিসি কেনার সময় এর হার্ডওয়্যার কন্ডিশন ভালো মতো চেক করে নিবেন।
পিসির পারফরমেন্স চেক করে নিন
পুরাতন পিসি কেনার আগে অবশ্যই এই বিষয়ে অনেক গুরুত্ব দিতে হবে। এজন্য পুরাতন পিসি কেনার আগে অবশ্যই সেটি চালিয়ে দেখতে হবে।
এছাড়াও নতুন কোনো পার্টস বা র্্যাম , এসএসডি লাগিয়ে এর পারফরমেন্স বৃদ্ধি করা যাবে কি না তা ও দেখতে হবে।
সফটওয়্যার পারফরমেন্স চেক করুন
শুধু হার্ডওয়্যার পারফরমেন্স দেখলেই হবে না।
পিসির সফটওয়্যার পারফরমেন্সও চেক করে নিতে হবে। কারণ যতোই হার্ডওয়্যার কনফিগারেশন ভালো হোক এর সফটওয়্যার পারফরমেন্স কেমন হয় তার কিন্তু কোনো গ্যারান্টি নেই।
তাই আপনি যে কাজের জন্য পিসি কিনবেন সেটি ঠিকমতো করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এতে চলবে কি না তা দেখে নিতে হবে।
রানিং পিসি কেনার চেষ্টা করুন
পিসি কেনার আগে দেখে নিবেন যে এটি ২/১ মাস বা এর বেশি সময় ধরে বন্ধ ছিলো কি না।
এ ধরনের পিসি না কেনাই ভালো। কারণ দীর্ঘদিন অব্যবহৃত পিসি কিনলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। এর অভ্যন্তরে কোনো কিছু ড্যামেজ থাকলে প্রথমে তা শনাক্ত করা যায় না।
তাই এ বিষয়ে খেয়াল রাখতে হবে।
পিসির ওয়্যারেন্টি ডকুমেন্ট চেক করুন
অনেকে ওয়্যারেন্টি থাকাকালীন সময়েই পিসি বিক্রি করে দেয় , তাই তাদের থেকে জেনে নিবেন পিসির ওয়্যারেন্টি ডকুমেন্ট আছে কি না।
তাহলে কোনো সমস্যা হলে সেটার রিপ্লেসমেন্টসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
নতুন হোক বা পুরাতন হোক , পিসি কেনার সময় কোনো এক্সপার্টকে সাথে করে নিয়ে গেলে ভালো হয়। এতে আপনি সুলভ মূল্যে আপনার প্রয়োজন অনুযায়ী একটা ভালো পিসি কিনতে পারবেন।
পরিশেষে বলা যায়,
পুরাতন বা নতুন পিসি কেনার আগে উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে নিবেন যেনো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একটি ভালো পিসি কিনতে পারেন।