বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুচ্ছেদ রচনা
অনুচ্ছেদ রচনার নামঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গােপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার খােকা নামের দুরন্ত ছেলেটিই হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯২০ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন। ছােটবেলা থেকেই তিনি ছিলেন বিপ্লবী ও দূরদর্শী মনোেভাবাপন্ন। অন্যায় অত্যাচার যেখানেই দেখতেন সেখানেই প্রতিবাদ করতেন তিনি। তাঁর এই মহান চারিত্রিক গুণটির জন্যই আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র। ব্যক্তিগত জীবনে তিনি যেমন ছিলেন উজ্জ্বল নক্ষত্র তেমনি জাতীয় জীবনেও ছিলেন ধূমকেতুর মতাে বেগবান। তিনিই সর্বপ্রথম বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন। তাঁর প্রণীত ৬ দফা বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ বাঙালি নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী ছিলেন বলেই পাক-শাসকগােষ্ঠীর নানা অত্যাচার ও নির্যাতনেও তিনি দমে যাননি। বরং সারাজীবন বাঙালির পক্ষে দাবি নিয়ে নিঃস্বার্থভাবে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। ৫২-এর ভাষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা, ৬৯-এর গণ-অত্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১- এর মুক্তিযুদ্ধসহ সবকটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি তার বলিষ্ঠ
ও দূরদর্শী নেতৃত্ব দেখিয়েছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের অগ্নি ফুলিঙ্গের উৎসারণ আমরা তাঁর ৭ মার্চের সেই ঐতিহাসিক অগ্নিঝরা ভাষণে দেখতে পাই। যার অগ্নিমন্ত্রে দীক্ষিত, হয়ে এদেশের সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছিল। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সকল শ্রেণি-পেশার মানুষ তার আহ্বানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল; যার চূড়ান্ত পরিণতি বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের অ্যুদয়। সর্বোপরি,
বাঙালি জাতির অধিকার এবং স্বাধীন বাংলা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কতবার যে কারাবরণ এবং নির্যাতন সহ্য করেছিলেন তার ইয়ত্তা নেই। আর এজন্যেই
বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই ধারায় প্রবহমান।