১০০ জন মনীষীর জীবনী বই রিভিউ
এখন আপনাদের জানাবো ১০০ মনীষীর জীবনী সম্পর্কে।
বইয়ের নামঃবিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনিষীর জীবনি।
লেখকঃমাইকেল এইচ হার্ট।
অনুবাদকঃঅধ্যক্ষ এম,সোলাইমান কাসেমী।
এই পৃথিবী জন্ম দিয়েছে শত সহস্র বিপ্লবী, সমাজসেবক, কবি,সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও মানবতার স্বার্থে আত্মউৎসর্গী মানুষ।সেই সব মহান মানুষদের জীবনের কথা তুলে ধরেছেন লেখক মাইকেল এইচ হার্ট।
তালিকায় তিনি স্থান দিয়েছেন ১০০ জন মনীষিকে।তন্মধ্যে লেখক প্রথম স্থান দিয়েছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তফা (সাঃ) এর নাম। কারন তিনিও জানতেন এবং মানতেনঃ
“as a father,
as a teacher,
as a prophet
as a husband
as a leader,
as a lawmaker
, Muhammad (sa:) is the superman
in the world”
……………(লেখাটি ব্রিটিশ জাদুঘরের সংরক্ষিত পলকে লিপিবদ্ধ) দুনিয়ার সকল মনীষির মধ্যে সেরা একশজনের জীবনিকে একত্রিত করে বইটি লিখে নানা সমালোচনার মুখেও পড়তে হয়েছে লেখককে। বইটিতে মুহাম্মদ (সাঃ),ইসা(আঃ), আলবার্ট আইনস্টাইন,ক্রিস্টোপার কলম্বাস,গৌতম বুদ্ধ,স্যার আইজ্যাক নিউটন সহ আছেন বাঙালী জাতির কবি কাজী নজরুল ইসলামও।
যেসব মানুষ পরিবর্তন করেছে সমাজ ,লেখনি দিয়ে জাগিয়ে তুলেছিলেন জাতিকে,আবিষ্কার দিয়ে কাজে এসেছেন বিশ্বমানবতার সেই সকল মানুষের কথা ও জীবনি ফুটে উঠেছে এই বইটিতে। বইয়ের চুম্বক অংশঃবইটির চুম্বক অংশ আল্লাহর দূত হজরত মুহাম্মদ (সাঃ)এর জীবনি।প্রথমেই এই মহামানবের জীবনি দিয়েছেন লেখক মাইকেল এইচ হার্ট।বিতর্কিত হওয়ার এটাই অন্যতম কারন। লেখক সুনিপুণ ভাবে তুলে ধরেছেন আল্লাহর রাসুলের
শিশুকাল,কৈশরকাল,যৌবনকাল।আরও তুলে ধরেছেন আল্লাহর রাসুলের সমাজ জীবন,রাজনীতিক জীবন,রণাঙ্গন এর জীবন।এছাড়াও আছে কিভাবে বেড়ে উঠেছেন পিতামাতা ছাড়া এতিম অনাথ হয়ে, তার বিস্তারিত বর্ননা।পুরো বর্ননা জুড়ে লেখক ফোকাস করেছেন আল্লাহর রাসুলের অসাধারণ ব্যাক্তিত্ব আর ব্যাক্তি জীবনের উপর।তদ্রূপ, পুরো বই জুড়ে লেখক প্রত্যেক মনীষীর ব্যাক্তি জীবনের উপর গুরুত্ব দিয়ে বর্ননা করেছেন। বইটি পড়ে আপনি যা পাবেনঃ”man is a social beings ” (মানুষ সামাজিক জীব)।একজন মানুষ হিসেবে আপনি সামাজিকতো বটেই একই সাথে একজন surviver(অর্থাৎ,জীবন যুদ্ধের লড়াকু সৈনিক)।কিভাবে মনীষিরা যুগে যুগে ঝড় ঝাপটা পেরিয়ে মানুষকে পথ দেখিয়েছেন,কিভাবে দূর দিগন্তেও তারা জ্বেলে গেছেন আলোর মশাল।এর থেকে আপনি পেতে পারেন জীবন যুদ্ধে জয়ী হওয়ার অনুপ্রেরণা।কালজয়ী এইসব মানুষদের জীবন থেকে শিখে নেওয়ার অনেক কিছুই আছে। আছে জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা।
আরও দেখুন:- ক্রুসেড সিরিজ রিভিউ।
সর্বোপরি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি লেখকের প্রতি। আর শ্রদ্ধা জানাই অনুবাদক অধ্যক্ষ এম,সোলাইমান কাসেমীর প্রতি যিনি নিরলস পরিশ্রম আর মেধাকে এক করে জাতিকে এমন একটি বই পড়ার সুযোগ করে দিয়েছেন।