অনুচ্ছেদ রচনা

সত্যবাদিতা অনুচ্ছেদ (Class 6-10)

       অনুচ্ছেদের নাম: সত্যবাদিতা                      সত্য বলার অভ্যাসকে সত্যবাদিতা বলে। এটি একটি মহৎ গুণ। এই গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় সত্যবাদী। সমাজে সত্যবাদীকে সবাই পছন্দ করে। কারণ সত্যবাদী ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে সততার পরিচায় দেন। তার দ্বারা কখনো কারও কোনো ক্ষতি সাধন হয় না। প্রকৃতপক্ষে সত্যবাদিতা মানুষের জীবনে এক অনন্য পরশপাথর; যার স্পর্শে জীবন হয়ে ওঠে শুভ্র ও সুন্দর। প্রতিটি ধর্মেই সত্যবাদী হওয়ার কথা বিশেষ জোর দিয়ে বলা হয়েছে। কারণ সত্যবাদিতা মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়। পক্ষান্তরে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যে ব্যক্তি সত্যকে জীবনপথের পাথেয় করেন তিনি
কখনো কোনো কাজে ব্যর্থ হন না। সত্যের শক্তিকে কাজে লাগিয়ে তিনি সকল বাধা-
বিপত্তি জয় করে সফলতার স্বর্ণশিখরে আরোহণ করেন। তাই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সত্যবাদিতাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে। এজন্য শৈশবেই যেন শিশুরা সত্যবাদিতার ধারণা লাভ করে এবং জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে সেদিকে পিতামাতা বা অভিভাবকদের বিশেষ লক্ষ রাখতে হবে। সত্যবাদিতার অভাব থেকে সকল পাপাচার মাথাচাড়া দিয়ে ওঠে এবং মানুষ আদিম যুগের অন্ধকারের দিকে এগিয়ে চলে। হোক তখন আর কোনো অবৈধ কাজই তার কাছে অন্যায় বলে বিবেচিত হয় না। তাই
আমাদের সকলের উচিত জীবনে সত্যবাদিতার অনুশীলন করা। সত্যবাদিতাই আমাদের সকলের জীবনের মূলমন্ত্র।

আরও দেখুন:- বিজয় দিবস অনুচ্ছেদ (সকল শ্রেণীর জন্য)

সামাজিক যােগাযােগ মাধ্যম অনুচ্ছেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button