Early Rising Paragraph (Class 3-10+বাংলা অনুবাদসহ)
Early Rising (প্রত্যুষে ওঠা)
Or, “The Benefits Of Early Rising”
Early rising is the habit of getting up from bed early in the morning. If one wishes to rise early in the morning, he can make it
into a habit (). This habit is very useful to a man. It improves his health and gives him energy. An early riser can perform his daily work in time. He has nothing to worry. He is never in a haste. On the
other hand, a person, who does not get up early generally faces some problems. He may be late for office, may miss schedule or even fail to perform his daily work timely. He also suffers from bad health. He cannot enjoy the fresh air of the morning. Early risers, on, the other
hand, can take the advantages of a beautiful time. They can go out for
a morning walk. They can hear the songs of birds, see the smiling leaves and flowers and can inhale the pure morning air. They can perform their morning prayer. All these help them enjoy a healthy life physically and mentally because the nature is completely calm and quiet then. The beautiful gifts and colourful nature reminds everybody of the almighty creator. So, the early riser can enjoy all these and be benefited. An English proverb says, “Early to bed and
early to rise makes a man healthy, wealthy and wise. “So, we should
be sincere (te) to form the habit of early rising.
আরও দেখুন:- Price Hike Paragraph [বংলা অনুবাদসহ+Pdf]
বাংলা অনুবাদ:
(প্রত্যুষে ওঠা বলতে বিছানা থেকে সকাল সকাল ওঠার অভ্যাসকে বুঝায়। কেউ একজন সকালে উঠার ইচ্ছা করলেই এটা অভ্যাসে পরিণত করতে পারে। এ অভ্যাসটি একজন মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ। এটা তার স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং তাকে শক্তি প্রদান করে। একজন ভোরে উঠা ব্যক্তি তার প্রতিদিনের কাজকর্ম সম্পাদনের জন্য যথেষ্ট সময় পায়। সে সকাল সকাল তার কাজ কর্ম শুরু করতে পারে। তার উদ্বিগ্ন হওয়ার কিছুই থাকে না। তাকে কখনোই তাড়া সমূহ করতে হয় না। অন্যদিকে, যে ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে না, তাকে নানা ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়। সে অফিসে যেতে দেরি করতে পারে; কোন নির্ধারিত কাজ করতে কিংবা প্রতিদিনের কাজ সঠিকভাবে করতে ব্যর্থ হতে পারে। সে স্বাস্থ্যহীনতায়ও ভোগে। সে সকালের সতেজ বাতাস উপভোগ করতে পারে না। অন্যদিকে সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি একটি সুন্দর সময়ের সুবিধা নিতে পারে। তারা সকালের হাঁটার জন্য বাইরে যেতে পারে। তারা পাখির গান শুনতে পারে, হাস্যোজ্জ্বল পাতা ও ফুল দেখতে পারে এবং সকালের বিশুদ্ধ বায়ু গ্রহণ করতে পারে। তারা তাদের সকালের নামাজ পড়তে পারে। এসব কিছু তাদেরকে মানসিক ও শারীরিকভাবে একটি সুস্থ জীবন উপভোগ করতে সাহায্য করে কারণ, প্রকৃতি সে সময়ে থাকে নীরব ও শান্ত। প্রকৃতির বর্ণিল ও সুন্দর উপহার সবাইকে মহান স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয়। তাই একজন সকালে উঠা লোক এসবকিছুই উপভোগ করে উপকৃত হতে পারে। ইংরেজি প্রবাদ আছে, “সকাল সকাল ঘুমাতে যাওয়া আর সকাল সকাল উঠাই একজন মানুষকে স্বাস্থ্যবান, সমৃদ্ধশালী ও বিজ্ঞ করে তুলতে পারে।” তাই এ অভ্যাসটি গড়ে তোলার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে।