রিমেডি জাফর বিপি বই pdf download
আসসালা মুআলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা রিমেডি বইটি নিয়ে সংক্ষিপ্ত রিভিউ করব এবং নিছে আপনাদের জন্য বইটির download লিংক দেওয়া থাকবে।
Table of Contents
লেখক জাফর বিপি এর রিমেডি বই বইয়ের বিবরণঃ
বইয়ের নাম (book) —– রিমেডি
বইলেখকের নাম(Author) —- জাফর বিপি
প্রকাশনী(Publisher) —- বাংলা সাহিত্য
ফাইল ফরম্যাট (file format) —– epub bangla, MOBI Bangla, kindle bangla Ebook, Pdf free Download(পিডিএফ ডাউনলোড)google drive
১ম প্রকাশ —– 4th Print, 2018 সাল
পৃষ্ঠার সখ্যা —-১১৫ পৃষ্ঠাদেশ
ভাষা —– বাংলাদেশ
ফাইল সাইজ —- এম্বি(মেগাবাইট)
বইয়ের সংক্ষিপ্ত রিভিউঃ
জাফর বিপি স্যারের বই গুলোর মাঝে আমার প্রথম পড়া হয়েছিলো “লাভ ক্যান্ডি”। পড়ার পরই আমার প্রিয় লেখকদের মাঝে উনিও একজন হয়ে যান।তখনই নিয়্যাত ছিলো উনার আগামীতে আসা বই গুলো এবং যেগুলো পড়া হয়নি সব আস্তে আস্তে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। তাই রিমেডি বাজারে আসার আগেই প্রি অর্ডার করে ফেলেছিলাম।বই এর রিভিউ লেখার ব্যাপারে আমি প্রচন্ড ইনফরমাল। এতো গুছিয়ে লিখতে পারিনা।তাত্ত্বিক ব্যাপার স্যাপার তুলে ধরতে পারিনা।বইটি পড়ে আমার কি অনুভূতি হয়েছে এটাই হালকা বলতে পারি জাস্ট।
বইটি খুলেই প্রথমে উৎসর্গের নিচে লেখা ছিলো – ” পৃথিবীর প্রতিটি দায়িত্বশীল স্বামী ও চক্ষু শীতলকারনী স্ত্রীর প্রতি”। লাইনটা পড়ে কেনো যেনো খুব ভালো লেগেছিলো। না আমি বেশী স্পয়লার দেবোনা। আমাদের সাংসারিক জীবনের বা ভবিষ্যৎ জীবনে অনেক কিছু ফেইস করতে হয় বা হবে।সেসব সমস্যার সমাধান খুব সহজ ও সাবলীল ভাষায় জাফর বিপি স্যার বুঝিয়েছেন বইটিতে।যদিও শুরুতে পড়তে পড়তে একটু নিজের অজান্তেই মন খারাপ লাগছিলো।মনে হচ্ছিলো আহা, সব দায় কি মেয়েদের? সব ভুল তো আমরাই করি, তাইনা? আহারে বইটা পড়তে পড়তেই মনে হচ্ছিলো আমার কিছু ভুল আছে যা ভবিষ্যৎ এ আমার সংসারের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সেজন্য আমায় কেও শাসিয়ে বুঝিয়ে দিচ্ছেন,শুধরিয়ে দিচ্ছেন।যাতে ভবিষ্যতের অন্ধকার গুলো ঘুচে যায় আল্লাহর রহমতে। অনেক কিছু নিয়ে কনফিউজড ছিলাম,কাওকে কখনো জিজ্ঞেসের সুযোগ পাইনি বা তেমন কাওকে পাইনি।বইটি পড়ে সেগুলো ক্লিয়ার হয়ে গিয়েছি।বইটি পড়ে আমার বেশ উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। সব হয়তো এক্সপ্লেইন করতে পারবোনা।কিছুটা প্রকাশ করছি পয়েন্ট আকারে…..
প্রথমত আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে বলুন আলহামদুলিল্লাহ, আপনার প্রি-ম্যারেজ কাউন্সেলিং এর টাকা বেচে গেলো।আমার বেচে গেলো,সেটা দিয়ে আরো কিছু বই কিনব।
আরও পড়ুন : 👎–( লাভ ক্যান্ডি জাফর বিপি pdf download)
বইটি পড়ার পড় স্বস্তি পাচ্ছি এই ভেবে যে,আল্লাহ চাইলে ভবিষ্যতে বরের সাইকোলজি বুঝতে খুব একটা সমস্যা হবে বলে মনে হচ্ছে না।আর অপর দিকে উনাকেও বইটি দিয়ে দিবো যাতে আমাকেও একটু বোঝে। ডিশমিশ।
আপনি প্রথম অধ্যায় পড়লে বুঝবেন আসলে অনারম্বর জীবন কাকে বলে? এটা কেনো দরকার।আর আমরা কিভাবে চলি? অথচ বলি আমি খুব সিম্পলভাবে চলতে ভালোবাসি অন্যদিকে ব্র্যান্ডের ড্রেস না হলে ভালো লাগেনা।আর উনার উপর ঠিক কতোটা চাপ পড়ে।আর আমরাই যদি তাদের চাপে রাখি তাহলে চাপমুক্তর দায়িত্ব কে নেবে?
বইতে পাঠকদের সুবিধার্থে একটা ডেইলি রুটিন চার্ট রয়েছে যেটা জাফর বিপি স্যারের রাব্বাতুল বাইতের বানানো……চার্ট টা পড়ে আমার মাথায় হাত!!! এতো প্রোডাক্টিভ হওয়াও সম্ভব!! হায় আল্লাহ আমি কি করি সারাদিন?আমি তো অবিবাহিত, আমার তো ঘর সংসার সেভাবে করতে হচ্ছেনা,বাচ্চাও নেই,এক্সট্রা কোনো কাজ নেই। অথচ আমি সময় গুলোকে কিভাবে নষ্ট করছি???? অনেক অপরাধবোধ হচ্ছিলো।
বিয়ে করে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব নিলেই কি সব কাজ শেষ হয়ে যায়?তার দ্বীনচর্চায় যেনো ব্যাঘাত না ঘটে,পর্দায় যেনো ব্যাঘাত না ঘটে,অন্তঃসত্তা হওয়ার পর থেকে সন্তান ভুমিষ্ট হওয়ার পর পর্যন্ত যত্ন নেয়া থেকে শুরু করে আরো কতো কি দায়িত্ব থাকে….. ভবিষ্যৎ প্রজন্মের জন্যে,জনক হিসেনে নিজেকে প্রস্তুতের ব্যাপার থাকে।এসব ব্যাপার গুলো সুন্দর ভাবে বলা আছে বইটিতে।ভাইরা এসব মন দিয়ে পড়লে আর সাংসারিক জীবনে কাজে লাগালে দেখবেন, স্ত্রীদের অভিযোগের জায়গা থাকবেনা বরং তারা কৃতজ্ঞ থাকবে মুগ্ধতার সাথে।
দুজন বান্ধবী,দুজন বন্ধু,ভাই বোন,বোন-বোন,ভাই -ভাই সহ সকল প্রকার সম্পর্কে ঠিক কতোটা দুরুত্ব বা ঠিক কতোটা ঘনিষ্ঠ হওয়ার পারমিশন আছে?আমরা তা কি জানি? বা জানলেও ঠিকঠাক মানি? মানা দরকার,কেনো দরকার? কুরআন, হাদীসে এই নিয়ে কি বলা আছে? রিমেডি পড়তে পড়তে ভাবছিলাম।
আমরা রাগ হলে হুট হাট স্বামীকে বা স্ত্রীকে কিছু একটা বলে দেই, তাইনা? মাঝে মাঝে লিমিট ক্রস করে ফেলি।রাগ কমে গেলে হয়তো সব ভুলে আগের মতো সব ঠিক করতে চাই কিন্তু ব্যাপার গুলোসব সময় মিশে যায়না।আপনার স্বামীর মনে এসব গেথেই যায় অনেক সময়।একবার? দুইবার? তিনবার? সরি বলেন আর মাফ চান।সরির মান নষ্ট করে ফেলি আমরা।আপনার প্রতি যে অনিহা,অতৃপ্তি চলে আসবে সেটা দূর করতে পারবেন?…… !!! ব্যাপার গুলো খুব ফিল করতে পারছিলাম বইটি পড়তে পড়তে,ভবিষ্যতে এগুলো ব্যাপারে সাবধান থাকবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন:- 👎( ম্যাসেজ মিজানুর রহমান আজহারি pdf download)
স্বামীকে হাতে রাখতে স্বামীকে ধরতে হবেনা,তাহলে কাকে ধরতে হবে? রিমেডি পড়ুন আর ট্রিক্সগুলো রপ্ত করে নিন। শশুড়বাড়ির খেদমত কোথায় কতোটুকু করবেন সেটার পরিমাপ পেয়ে যাবেন বই পড়তে পড়তে ইনশাআল্লাহ।
আগুনে ঘি না ঢেলে পানি ঢালতে হবে।এটা তো কমনসেন্স!! তাইনা? কিন্তু আশ্চর্যের ব্যাপার এই কমন সেন্স আমাদের অনেক শিক্ষিত মানুষের ই নেই। তো এই পানিটা কেনো হবেন বা ঢালবেন আর কখন ঢালবেন বই না পড়লে একা বুঝতে কষ্ট হতে পারে।
যৌথ ফ্যামিলিতে বিয়ে হলে পর্দা এবং প্রাইভেসির ব্যাপার টা বিঘ্ন হয় অনেক সময়।যেটা আপনার দায়িত্ব না সেটাও অন্যায় ভাবে চাপিয়ে দেয়া হয় অনেক সময়,এই ব্যাপারে ভাই দের কিছু দায়িত্ব রয়েছে,যেগুলো পালন করা উচিত।
স্বামী স্ত্রীর মাঝে অন্তরঙ কিছু বিষয়ে জাফর বিপি ভাই বেশ সুন্দর করে বুঝিয়ে বলেছেন,যেগুলো আমি লিখে বুঝাতে পারবোনা। আবার এখন লিখতে গেলে পুরো বই এর কপি রাইটের মামলায় ফেসে জাওয়ার আশংকা আছে।তাই আর দীর্ঘ করবোনা।কোনো কিছু ভুল বললে ধরিয়ে দেবেন আশা করি।
জাযাকাল্লাহ খায়রান জাফর বিপি স্যারকে, আমাদের কথা ভেবে এতো সুন্দর একটা বই উপহার দেয়ার জন্য।
রিমেডি জাফর বিপি pdf download
👎👎👎
2 Comments