কম্পিউটার কি: কম্পিউটারের কাজ, কম্পিউটারের বৈশিষ্ট্য, কম্পিউটারের ব্যবহার
বন্ধুরা এখন আপনাদেরকে জানাবো কম্পিউটারের অনেক অজানা কিছুই বিষয় সম্পর্কে।
আমাদের অনেকের কিন্তু এখনও কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানার রয়েছে। অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে এই রকম একটা ডিভাইস কিভাবে এত কাজ করে। কম্পিউটার আধুনিক বিশ্বের জন্য একটি আশির্বাদ। অনেক অসম্ভব কাজ এই কম্পিউটার দিয়ে করা সম্ভব। আমাদের অনকের এখন বর্তমানে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সবকিছুরই উন্নতি ঘটছে। এরই সাথে আবিষ্কৃত হয়ে গেছে কম্পিউটার। কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। ল্যাটিন শব্দ Computare থেকে ইংরেজি Computer শব্দটির উৎপত্তি। Computer শব্দটির আভিধানিক অর্থ গণনাযন্ত্র বা হিসাবকারী যন্ত্র। পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব-নিকাশের কাজই করা হতাে। কিন্তু বর্তমান অত্যাধুনিক কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের অনেক কাজ করা যায়। কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে। কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় ন্যানােসেকেন্ড (NS) এ। ন্যানােসেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ সময় মাত্র।কম্পিউটারের অভ্যন্তরে রয়েছে অনেক বর্তনী। ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়। ইলেকট্রনিক সংকেতের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কম্পিউটার ল্যাংগুয়েজ বা কম্পিউটারের ভাষা কম্পিউটারের বােধগম্য এ ভাষার মাধ্যমে কম্পিউটারে যে নির্দেশ দেয়া হয় তারই ভিত্তিতে কম্পিউটার ফলাফল প্রদান করে। কম্পিউটারের এ নির্দেশাবলিকে বলা হয় প্রােগ্রাম। প্রােগ্রাম ছাড়া কম্পিউটার একটি জড় পদার্থ ভিন্ন আর কিছু নয়। উপযুক্ত প্রােগ্রামের ফলে কম্পিউটার জড় পদার্থ হতে গাণিতিক শক্তিসম্পন্ন বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে পারে। কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক যন্ত্র, যা নিজস্ব স্মৃতিভাণ্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নিদের্শাবলি সংরক্ষণ করে রাখে। ব্যবহারকারী ডেটা বা উপাত্ত সরবরাহ করলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার প্রক্রিয়াকরণ (প্রসেসিং) করে কাজের ফলাফল প্রদান করে।
প্রসেস।
→ ইনপুট → প্রসেস → আউটপুট→
(গ্রহণ) (প্রক্রিয়াকরণ) (নির্গমন)
↓ ↑
সংরক্ষণ
Table of Contents
(Functions of Computer) কম্পিউটারের কাজঃ
কম্পিউটারের চারটি গুরুত্বপূর্ণ কাজ নিচে উল্লেখ করা হলাে-
১. সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহারকারী কর্তৃক তৈরি প্রােগ্রাম (Programs) কম্পিউটার গ্রহণ করে মেমােরিতেসংরক্ষণ করে এবং ব্যবহারকারীর নির্দেশে কম্পিউটার প্রােগ্রাম নির্বাহ (Execute) করে।
২. কী-বাের্ড, মাউস, জয়স্টিক, ডিস্ক ইত্যাদির মাধ্যমে কম্পিউটার ডেটা (Data) গ্রহণ করে।
৩. ডেটা প্রক্রিয়াকরণ (Process) করে।
৪. মনিটর, প্রিন্টার, পুটার ইত্যাদির মাধ্যমে কম্পিউটার ফলাফল প্রকাশ করে।
(Characteristics of Computer)কম্পিউটারের বৈশিষ্ট্যঃ
বিভিন্ন যন্ত্রের মতাে কম্পিউটারেরও নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। উল্লেখযােগ্য কয়েকটি বৈশিষ্ট্য হলাে :
১. দ্রুতগতি (High speed)
২. নির্ভুলতা (Correctness)
৩. সূক্ষ্মতা (Accuracy)
৪. বিশ্বাসযােগ্যতা (Reliability)
৫. ক্লান্তিহীনতা (Dilligence)
৬. স্মৃতিশক্তি (Memory)
৭. স্বয়ংক্রিয়তা (Automation)
৮. যুক্তিসংগত সিদ্ধান্ত (Logical decision)
৯. বহুমুখিতা (Versatility)
১০. অসীম জীবনীশক্তি (Endless life)
আরও দেখুন:- পকেট রাউটার কি:দাম,কিভাবে কাজ করে,ব্যবহারের নিয়ম,সুবিধা।
(Application of Computer in various fields)বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারঃ
১. ওয়ার্ড প্রসেসিং বা লেখালেখির কাজে টাইপরাইটারের বিকল্প হিসেবে অফিস আদালতে কম্পিউটার ব্যবহৃত হয়।
২. ব্যাংকিং, শেয়ার বাজার ও ইস্যুরেন্স ইত্যাদি প্রতিষ্ঠানে লেনদেনের হিসাব তৈরি ও সংরক্ষণের কাজে গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে আজকাল কম্পিউটার ব্যবহার করা হয়।
৩. অফিসের যাবতীয় ব্যবস্থাপনার কাজে আজকাল কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
৪. শিল্পক্ষেত্রে যন্ত্রপাতি পরিচালনা বা নিয়ন্ত্রণের কাজেও কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।
৫. যন্ত্রপাতি, মােটরগাড়ি, জাহাজ, এ্যারােপ্লেন, ঘরবাড়ি, ব্রিজ ইত্যাদি ডিজাইন করার ক্ষেত্রে।
৬. শিক্ষাক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজে।
৭. একস্থান থেকে অন্যস্থানে সংবাদ প্রেরণের ক্ষেত্রে।
৮. বিনােদনের ক্ষেত্রে যেমন টিভি দেখা, ভিডিও দেখা ও গান বাজানাে ইত্যাদি।
৯. মুদ্রণশিল্পে প্রকাশনামূলক যে কোন কাজে।
১০. যােগাযােগ ব্যবস্থার টিকিট বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রান্সপাের্টের ডিরেকশন ও গতি নির্ণয়ের কাজে।
১১. আধুনিক সামরিক বাহিনীতে নিরাপত্তা রক্ষী হিসেবে।
১২. আবহাওয়ার পূর্বাভাস পর্যবেক্ষণের কাজে।
আপনারা হয়তো কম্পিউটার সম্পর্কে বিষয়টি পডে অনেক কিছু জেনেছেন। সবাই কমেন্ট করে জানাবেন এটি আপনাদের কেমন লেগেছে।