টেকনোলজি

পকেট রাউটার কি:দাম,কিভাবে কাজ করে,ব্যবহারের নিয়ম,সুবিধা

এখন আমরা জানব পকেট রাউটারের যাবতীয় বিষয়সমূহ সম্পর্কে।


table of content

১.পকেট রাউটার কি।
২.আনলিমিটেড কিনা।
৩.পকেট রাউটারের দাম।
৪.কিভাবে কাজ করে।
৫.ব্যবহার করার নিয়ম।
৬.পকেট রাউটারের সুবিধা সমূহ।


nbsp;

পকেট রাউটার কিঃওয়াইফাই রাউটার এর মতো একধরনের যন্ত্র হচ্ছে এই পকেট রাউটার। এই যন্ত্রের সাহায্যে যেকোনো ব্যক্তি এর নেটওয়ার্কের অধীনে আওতাভুক্ত হয়ে ইন্টারনেটের সুবিধা গ্রহন করতেপারেন। এই পকেট রাউটার এর সাইজ অনেক ছোট হওয়ায় রাউটারটিকে পকেটে করে যেকোন ধরনের জায়গায় বহন করা যায়। এটি দেখতে অনেকটা ইন্টারনেট মডেম এর মতই কিন্তু ছোট ও এটি কিছুটা মডেম যেভাবে কাজ করে ঠিক সেভাবেই কাজ থাকে। তবে কিন্তু মডেমে কোনো কিছুর মাধ্যমে ইনপুট করে ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে হয়। অন্যদিকে এই পকেট রাউটারটির মাধ্যমে ওয়াইফাই সংযোগ কানেক্ট করে ব্যবহার করা যায়। এই ডিভাইসটির বিশেষ একটি হচ্ছে সুবিধা এতে একটু বেশিই স্পিড(Speed) পাওয়া যায় আর অনেকজন মিলে একসাথে ইন্টারনেট ব্যবহার যাবে। আপনি চাইলে যেকোন ধরনের সিম ঐ যন্ত্রটার মধ্যে ঢুকিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। । এটির ইন্টারনেট প্যাকেজ কিন্তু আমাদের ব্যবহৃত সাধারণ মোবাইলের ফোনের প্যাকেজের মত।

pic পকেট রাউটার
pic -পকেট রাউটার

আনলিমিটেড কিনা:
আপনাদের এটা মনে রাখতে হবে পকেট রাউটার কিন্তু অনিলিমিটেডভাবে ব্যবহার করা যায় না। তবে আপনি যে পরিমাণ ডাটা প্যাক কিনবেন সেই পরিমাণ ডাটাই ব্যবহার করতে পারবেন। এই যে পকেট রাউটারের কাজটি এটি আপনি আপনার নিজের স্মার্টফোনটি ব্যবহার করে ওয়াইফাই (Wifi) এর মাধ্যমে করতে পারেন। আপনার অতিরক্ত টকা নষ্ট করে বাড়তি কোন ধরনের রাউটার কেনার প্রয়োজন নেই।

আরও দেখুন:- মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় সম্পর্কে।

পকেট রাউটারের দাম:
কিছু পকেট রাউটার এর দাম নিচে দেওয়া হল:
১.টেনডা (Tenda) ওয়্যারলেস (Wireles) 3Gপকেট রাউটার মূল্য -১৭০০ টাকা।২.  মিনি ইউসবি usb wifi পকেট রাউটার মূল্য – ৫৯৯ টাকা। ৩. উইল ডাংল Will dongle (802.1n ) মূল্য – ৪০০- ৫০০ টাকা।৪.  সাওমি( xiaomi wifi usb) রাউটার মূল্য- ৪০০ টাকা।

কীভাবে কাজ করে:

এটি তেমন একটি কঠিন কোন বিষয় না। এই পকেট রাউটারটি ব্যবহার করার জন্য আপনাকে কোনো ধরনের আলাদা লাইন বা নেটওয়ার্কের দরকার নেই । এ যন্ত্রটি আপনার সিমের নেটওয়ার্কের দ্বারা পরিচালিত হয়ে থাকে । আপনি রাউটারের মধ্যে যে সিম প্রবেশ করাবেন সেই নেটওয়ার্কের অধিনে রাউটারটি তার কাজটি করবে। এর জন্য আপনাকেএর জন্য মাসিক কোন ধরনের ভাড়া কিংবা কোন বাড়তি টাকা দিতে হবে না। রাউটারটি আপনি একবার যদি কিনে ফেলেন তাহলে এটি সারাজীবনের জন্য আপনার। যে সব জায়গায় নেট স্পিড খুবই কম থকাে সেখানে আপনি এই আপনার এই রাউটারটি ব্যবহার করলে ভাল স্পিড(speed) পাবেন। আপনি চাইলে সবসময় এটিকে একাধিক মোবাইলও অন্যান্য ডিভাইসে ব্যবহার করতে পারবেন।

pic pocket router
pic- pocket router

ব্যবহার করার নিয়মপ্রণালী:

প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছেপকেট রাউটারটির ভিতরে আপনার ব্যবহৃত সিম কার্ডটি ঢুকাতে হবে । এরপরে আপনি অবশ্যই সিমের মধ্যে নিদিষ্ট ডাটা প্যাকটি ক্রয় করে ফেলবেন। । তারপর আপনি আপনার ফোনের সাথে USB ক্যাবল দিয়ে কানেক্ট করতে পরেন অথবা মোবাইলের USB ক্যাবল ব্যবহার করতে হবে অথবা ফোনের ওয়াইফাই(Wifi) অন করে তা কানেক্ট করে নিতে হবে। যেসব ধরনের এলাকার মধ্যে প্রচুর নেটওয়ার্ক এর সমস্যা করে থাকে তারা এই পকেট রাউটারটি ব্যবহার করার ফলে আগেরর তুলনায় অনেক বেশি স্পিড পাবেন। যারা বেশির ভাগ সময় ইন্টারনেটে কাজ করে তাদের জন্য এটি বেশ সুবিধাজনক।

পকেট রাউটারের বিশেষ কিছু সুবিধা:

পকেট রাউটার ইচ্ছে করলে আপনি যেকোন সময় পকেটে করে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। আপনি আপনার নিজের ইচ্ছামত মেগাবাইট, (megabite)কিনে খরচ করতে পরবেন । সবচেয়ে বেশি ভালো স্পিড(Speed) পাওয়া যায় 4th Genaration (4G) এর পকেট রাউটারগুলো থেকে।

pic 4G পকেট রাউটার
pic 4G পকেট রাউটার

পরিশেষে বলতে চাই, আপনারা হয়তো এই কন্টেনটি পড়ে পকেট রাউটার সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন।এটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button