অনুচ্ছেদ রচনা

পহেলা বৈশাখ/বাংলা নববর্ষ অনুচ্ছেদ [Class3-10+Pdf]

অনুচ্ছেদের নাম:- পহেলা বৈশাখ/বাংলা নববর্ষ

পহেলা বৈশাখ হলো বাংলাভাষী মানুষের একটি সর্বজনীন অনুষ্ঠান। বাংলাদেশে বসবাসকারী প্রতিটি জাতিগোষ্ঠী বিশেষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে থাকে সূর্যোদয়ের সাথে সাথে পান্তা ইলিশ খাওয়ার মাধ্যমে বরণ করে নেয়া হয় বছরের এ দিনটিকে। এ দিনে নারী-পুরুষ সকলেই ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ঘুরে বেড়ায়। ছেলেরা পরে লুঙ্গি, পাঞ্জাবি এবং মেয়েরা পরে লাল পাড়ের সাদা শাড়ি। ধনী-দরিদ্র সকলের অংশগ্রহণের মাধ্যমে সর্বত্র বিরাজ করে বিশেষ আমেজ। সামর্থ্য
অনুযায়ী বাংলাদেশের প্রতিটি পরিবারে ভালো খাবারের আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে গ্রাম-বাংলার বিভিন্ন স্থানে বৈশাখী মেলা বসে। মেলায় ছুটে যায় সব বয়সের সব শ্রেণি পেশার মানুষ। শিশু-কিশোরদের অন্যতম আকর্ষণ থাকে সার্কাস ও নাগরদোলা। এ ছাড়া এসব মেলায় কম দামে বিক্রি হয় হস্ত ও মৃৎশিল্পের বিভিন্ন
জিনিসপত্র। এলাকাভেদে কোনো কোনো মেলায় স্থান পায় কৃষকদের দৈনন্দিন জীবনের
গৃহস্থালি যন্ত্রপাতি। এ ছাড়া মেলাগুলোতে বাউল শিল্পীরা বাবরি দুলিয়ে গান শোনায়। গানগুলোতে ফুটে ওঠে আমাদের বাঙালিয়ানা জীবনবোধের নানা দিক। মহাজনেরা সমগ্র বছরের বকেয়া আদায়ের জন্য হালখাতার আয়োজন করে এবং দেনাদারেরা দেনা পরিশোধ করে নতুন খাতায় নাম লেখায়। পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সম্প্রদায়ের লোকজনেরা এ দিন রাজদরবারে কর প্রদান করে। দিনটি উপলক্ষে রেডিও, টেলিভিশন প্রচার করে বিশেষ অনুষ্ঠানমালা এবং পত্রিকাগুলো প্রকাশ করে বিশেষ ক্রোড়পত্র। এ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় সকলের অংশগ্রহণে বহির্বিশ্ব জানতে পারে অসাম্প্রদায়িকতার এক তীর্থভূমি হলো আমাদের এ বাংলাদেশ। সর্বোপরি বৈশাখের এ দিনটিতে সকল সম্প্রদায়ের মানুষ মেতে ওঠে বাঁধভাঙা উল্লাসে।

আরও দেখুন:- স্বাধীনতা দিবস অনুচ্ছেদ [সকল শ্রেণীর জন্য+ Pdf]

বাংলা নববর্ষ 👎অনুচ্ছেদ Pdf Download👎Link

Download (ক্লিক করুন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button