Electronics Product Price

ইপসনের সেরা দশ প্রিন্টার কোনগুলো?

আপনার প্রতিষ্ঠানে বিভিন্ন নথি বা ডকুমেন্ট সংরক্ষণের কাজে নিশ্চয় নিয়মিতই প্রিন্ট করার প্রয়োজন হয়। এক্ষেত্রে বাইরে থেকে প্রিন্ট করে আনা সময় এবং ব্যয় সাপেক্ষ ব্যাপারই বটে। এজন্য সহজ সমাধান হতে পারে আপনার চাহিদার সাথে মিল রেখে প্রিন্টার কিনে ফেলা। কিন্তু সমস্যা হচ্ছে, আপনার যেহেতু প্রিন্টারের বিষয়ে আগে থেকে গভীর ধারণা নেই, তাই কেনার আগে অবশ্যই প্রিন্টারের বিষয়ে ভালোভাবে জেনে নিতে হবে। দেশে এই মুহূর্তে একাধিক প্রতিষ্ঠান প্রিন্টার মেশিন গ্রাহকদের কাছে বিক্রি করছে। গ্রাহক এবং ক্রেতারা বলছেন, দেশে প্রিন্টারের ব্র্যান্ডের মধ্যে ইপসনই পছন্দের শীর্ষে রয়েছে। রাজধানীর ‘Smart Copier Solutions (স্মার্ট কপিয়ার সলিউশন)’ নামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয়কারী এক প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেল, সেখানে গ্রাহকেরা ইপসনের প্রিন্টার কিনতে ভীড় জমিয়েছেন। রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত এই অফিস সাপ্লায়ার প্রতিষ্ঠান কয়েক বছর ধরেই ইপসনের প্রিন্টার মেশিন বিক্রিতে গ্রাহকদের আস্থার সমার্থক শব্দ হয়ে উঠেছে। শুধু প্রিন্টার মেশিন বিক্রিই নয়, প্রিন্টারের ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সেবাতেও গ্রাহক সন্তুষ্টি অর্জন করেছে এই প্রতিষ্ঠান। গ্রাহকরা বলছেন, স্মার্ট কপিয়ারের বিক্রয়োত্তর সেবাটি সহজলভ্য হওয়ায় তারা প্রতিষ্ঠানটির উপর আস্থা রাখতে সাহস পাচ্ছেন।

স্মার্ট কপিয়ার কর্তৃপক্ষ বলছেন, ইপসনের প্রিন্টারগুলোর ভিন্ন ভিন্ন মডেলে অনন্য কিছু বৈশিষ্ট্য থাকার কারণে গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী মডেলটি বেছে নিতে পারছেন। চলুন, স্মার্ট কপিয়ার সলিউশনে থাকা ইপসনের সেরা দশটি প্রিন্টার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Epson EcoTank L1300 Color Printer

ইপসনের এই প্রিন্টারে একইসাথে সাদা-কালো এবং রঙিন প্রিন্টের সুবিধা রয়েছে। দ্রুত প্রিন্টিংয়ের ক্ষেত্রে ব্যবসায়িদের পছন্দের কাতারে রয়েছে এই মডেলটি।

Picture1
Image Source: Smart Copier Solutions
বৈশিষ্ট্য
ব্র্যান্ড Epson
প্রিন্টার টাইপ কালার
প্রিন্টার স্পিড ৩০ পিপিএম (সাদা-কালো)

১৭ পিপিএম (কালার)

ডুপ্লেক্স প্রিন্ট ম্যানুয়াল
পেপার সাইজ সর্বোচ্চ A3
কানেক্টিভিটি ইউএসবি
ওয়ারেন্টি ১ বছর
মূল্য ৫৫ হাজার ৯৯৯ টাকা

Epson EcoTank L3210 (A4) InkTank Printer

কম দামে সেরা সকল বৈশিষ্ট্য সমৃদ্ধ ইপসনের এই প্রিন্টারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য বেশ কার্যকরী।

Picture2

বৈশিষ্ট্য
ব্র্যান্ড Epson
প্রিন্টার টাইপ কালার
প্রিন্টার স্পিড ৩৩ পিপিএম (সাদা-কালো)

১৫ পিপিএম (কালার)

ডুপ্লেক্স প্রিন্ট ম্যানুয়াল
পেপার সাইজ সর্বোচ্চ A4
কানেক্টিভিটি ইউএসবি
ওয়ারেন্টি ১ বছর
মূল্য ১৮ হাজার ৪৯৯ টাকা

Epson EcoTank L4260 All in One Printer

ইপসনের প্রিন্টারের এই মডেলটি দিয়ে সর্বোচ্চ A6 সাইজের পেপারও প্রিন্ট করা যাবে। তাছাড়া, এতে ওয়াইফাই সুবিধা থাকায় ওয়ারল্যাস প্রক্রিয়ায়ও প্রিন্ট করা যাবে।

Image Source: Smart Copier Solutions

বৈশিষ্ট্য
ব্র্যান্ড Epson
প্রিন্টার টাইপ কালার
প্রিন্টার স্পিড ৩৩ পিপিএম (সাদা-কালো)

৩৩ পিপিএম (কালার)

ডুপ্লেক্স প্রিন্ট ম্যানুয়াল
পেপার সাইজ সর্বোচ্চ A6
কানেক্টিভিটি ইউএসবি, ওয়াইফাই
ওয়ারেন্টি ১ বছর
মূল্য ৩৪ হাজার ৪৯৯ টাকা
Picture3
Picture3

Epson EcoTank L5290 Ink Tank Printer

ইপসনের এই প্রিন্টারে ইউএসবি এবং ওয়াইফাইয়ের পাশাপাশি ল্যান সুবিধাও পাওয়া যাবে যা ব্যবসায়িক ক্ষেত্রে বেশ কার্যকরী হয়ে উঠতে পারে।

Image Source: Smart Copier Solutions

বৈশিষ্ট্য
ব্র্যান্ড Epson
প্রিন্টার টাইপ কালার
প্রিন্টার স্পিড ৩৩ পিপিএম (সাদা-কালো)

১৫ পিপিএম (কালার)

ডুপ্লেক্স প্রিন্ট ম্যানুয়াল
পেপার সাইজ সর্বোচ্চ A3
কানেক্টিভিটি ইউএসবি, ল্যান, ওয়াইফাই
ওয়ারেন্টি ১ বছর
মূল্য ৪১ হাজার ৪৯৯ টাকা

 

Epson EcoTank L6490 All in One Printer

ইপসনের এই প্রিন্টারেও ইউএসবি এবং ওয়াইফাইয়ের পাশাপাশি ল্যান সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি এতে অটোমেটিক ডুপ্লেক্স প্রিন্ট সুবিধাও মিলবে।

Image Source: Smart Copier Solutions

বৈশিষ্ট্য
ব্র্যান্ড Epson
প্রিন্টার টাইপ কালার
প্রিন্টার স্পিড ২৭ পিপিএম (সাদা-কালো)

১২ পিপিএম (কালার)

ডুপ্লেক্স প্রিন্ট অটোমেটিক
পেপার সাইজ সর্বোচ্চ A4
কানেক্টিভিটি ইউএসবি, ল্যান, ওয়াইফাই
ওয়ারেন্টি ১ বছর
মূল্য ৫১ হাজার ৯৯৯ টাকা

 

Epson M105 Black and White Wireless Printer

এই মডেলে অবশ্য কালার প্রিন্টের সুবিধা নেই। তবে ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে এতে।

Image Source: Smart Copier Solutions

বৈশিষ্ট্য
ব্র্যান্ড Epson
প্রিন্টার টাইপ সাদা-কালো
প্রিন্টার স্পিড ১৫ পিপিএম (সাদা-কালো)
ডুপ্লেক্স প্রিন্ট ম্যানুয়াল
পেপার সাইজ সর্বোচ্চ A4
কানেক্টিভিটি  ইউএসবি, ওয়াইফাই

 

ওয়ারেন্টি ১ বছর
মূল্য ২৩ হাজার ৯৯৯ টাকা

Epson LQ310 Dot Matrix Printer

ডট ম্যাট্রিক্স ধরণের এই মডেলটিতে ওয়াইফাই কিংবা ল্যান সুবিধা নেই। এটিতে ইউএসবি কানেক্টিভিটি সিস্টেম রয়েছে। ম্যানুয়াল ডুপ্লেক্স প্রিন্ট বৈশিষ্ট্যের এই প্রিন্টারে সর্বোচ্চ ৭.২ – ৮.৫ ইঞ্চির কাগজ প্রিন্ট করা যাবে।

Image Source: Smart Copier Solutions

বৈশিষ্ট্য
ব্র্যান্ড Epson
প্রিন্টার টাইপ ডট ম্যাট্রিক্স
প্রিন্টার স্পিড ৪১৬ কপি
ডুপ্লেক্স প্রিন্ট ম্যানুয়াল
পেপার সাইজ সর্বোচ্চ ৭.২ – ৮.৫ ইঞ্চি
কানেক্টিভিটি ইউএসবি
ওয়ারেন্টি ১ বছর
মূল্য ২৫ হাজার ৯৯৯ টাকা

৮/ Epson L3250 Wi-Fi Multifunction All in One Eco Tank Printer

 ইউএসবি ও ওয়াইফাই সুবিধা সম্বলিত ইপসনের এই প্রিন্টারে কালার প্রিন্ট করা যাবে মিনিটে সর্বোচ্চ ১৫ টি কাগজ।

Image Source: Smart Copier Solutions

বৈশিষ্ট্য
ব্র্যান্ড Epson
প্রিন্টার টাইপ কালার
প্রিন্টার স্পিড ৩৩ পিপিএম (সাদা-কালো)

১৫ পিপিএম (কালার)

ডুপ্লেক্স প্রিন্ট ম্যানুয়াল
পেপার সাইজ সর্বোচ্চ A4
কানেক্টিভিটি ইউএসবি, ওয়াইফাই

 

ওয়ারেন্টি ১ বছর
মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা

 

৯/ Epson M2140 All-in-One Ink Tank Printer 

ইপসনের এই মডেলটিতে কালার প্রিন্টের সুবিধা না থাকলেও সাদা কালো প্রিন্টের মিনিট স্পিড বেশ ভালো। মিনিটে সর্বোচ্চ ৩৯ টি কাগজ প্রিন্ট করতে পারে এই প্রিন্টার।

Image Source: Smart Copier Solutions

বৈশিষ্ট্য
ব্র্যান্ড Epson
প্রিন্টার টাইপ সাদা-কালো
প্রিন্টার স্পিড ৩৯ পিপিএম (সাদা-কালো)
ডুপ্লেক্স প্রিন্ট অটোমেটিক
পেপার সাইজ সর্বোচ্চ A4
কানেক্টিভিটি ইউএসবি
ওয়ারেন্টি ১ বছর
মূল্য ৩১ হাজার ৯৯৯ টাকা

 

Epson EcoTank M3170 All-in-One Ink Tank Printer

এই মডেলেও মিনিটে সর্বোচ্চ ৩৯ টি কাগজ প্রিন্ট করার সুবিধা আছে। তবে পার্থক্য হচ্ছে, এতে ইউসএসবির পাশাপাশি ল্যান  এবং ওয়াইফাই সুবিধাও পাওয়া যাবে।

Image Source: Smart Copier Solutions

বৈশিষ্ট্য
ব্র্যান্ড Epson
প্রিন্টার টাইপ সাদা-কালো
প্রিন্টার স্পিড ৩৯ পিপিএম (সাদা-কালো)
ডুপ্লেক্স প্রিন্ট অটোমেটিক
পেপার সাইজ সর্বোচ্চ A4
কানেক্টিভিটি ইউএসবি, ল্যান, ওয়াইফাই
ওয়ারেন্টি ১ বছর
মূল্য ৪২ হাজার ৪৯৯ টাকা

মূলকথা হচ্ছে, বাজারে নানা ব্র্যান্ডের প্রিন্টার ব্র্যান্ড থাকলেও আপনার অফিস কিংবা বাসার জন্য সবচেয়ে সেরা প্রিন্টার মেশিনটি আপনি বেছে নিতে পারবেন ইপসন থেকে৷ বৈচিত্র্যময় মডেল, সমৃদ্ধ ফিচার এবং সহজাত রক্ষণাবেক্ষণসহ নানা কারণেই আজকাল অফিশিয়াল কাজের জন্য চাহিদার শীর্ষস্থানে রয়েছে ইপসনের প্রিন্টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button