Bangla Pdf Book Download

সাইমুম সিরিজ বুক রিভিউ।

সিরিজের নামঃসাইমুম সিরিজ(saimum series)
লেখক(writter)ঃআবুল আসাদ
প্রকাশক(publisher):বাংলা সাহিত্য পরিষদ।
একাধারে লেখক, সাহিত্যিক ও সাংবাদিক আবুল আসাদের অনন্য সাধারন কীর্তি সাইমুম সিরিজ।
মুল বিষয়বস্তুঃ 
সাইমুম সিরিজ বইটি মূলত ইসলামি আন্দোলনের দৃষ্টিকোন থেকে লিখা হয়েছে।লেখক বইটিতে তুলে ধরেছেন পুরো বিশ্বে মুসলিমদের চলমান দুরবস্থার চিত্র।বইটিতে লেখক আবুল আসাদ তার অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন।এছাড়াও পুরো উপন্যাস জুড়ে তিনি ইসলামের সুমহান আদর্শের সৌন্দর্য তুলে ধরেছেন। সিরিজের চুম্বক অংশঃ আসলে এটি এমন একটি বই যার কোনো চুম্বক অংশ নেই বললেই চলে।পুরো বই জুড়ে আছে রহস্য আর উত্তেজনার ঘনঘটা।বইটিতে আছে গোয়েন্দা কাহিনীর মত অসাধারণ ঘটনা।আছে অনেক ষড়যন্ত্রের জাল ভেদ করে যাওয়ার কাহিনী। রহস্য প্রিয় মানুষ দের জন্য এটি একটি আদর্শ বুক সিরিজ।

বইয়ের মুল চরিত্রঃ লেখক বইটির মুল চরিত্র হিসেবে তুলে ধরেছেন কল্পিত লৌহ মানব আহমেদ মুসাকে।যিনি চষে বেড়িয়েছেন প্যালেস্টাইন স্বাধীনতা থেকে মিন্দানওয়ের স্বাধীনতা বিপ্লবে,মধ্য এশিয়ার বিপ্লব থেকে বলকানের সংখ্যালঘুদের মুক্তিতে,তিনি অবদান রেখেছেন স্পেনের মুসলিমদের দুর্দশা থেকে এবং আফ্রিকার মুসলিমদের মুক্তিতে।তিনি অবদান রাখেন নিজ জন্মভূমি সিংকিয়াং এর মুক্তিতেও। নিজেকে গড়ে তুলেছিলেন আপাদমস্তক একজন বিপ্লবী হিসেবে।নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন উম্মাহর জন্য। ব্যাক্তিগত ভাবে আমি বইটি ২৮ খন্ড অব্দি পড়েছি(যা আনুমানিক ১০হাজার পৃষ্ঠার সমান)।

সিরিজটি পড়ে আপনি যা জানতে পারবেনঃ বইটি পড়ে আমি যা বুঝেছি একজন পড়ুয়ার জন্য এই বইটি আদর্শ হিসেবে ধরা যায়।কেননা লেখক বইটিতে রেখেছেন বিপুল পরিমান আউট নলেজের সমাহার।জ্ঞানার্জন অথবা সময় কাটানো, এই দুই ক্ষেত্রেই বইটি আপনাকে অসাধারন সাফল্য দিবে।বইটি পড়ে আপনি ইহুদী খ্রিষ্টান দের নানাবিধ ষড়যন্ত্র সম্পর্কেও অবগত হতে পারবেন।যা ইতোপূর্বেও মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার হয়। পাঠক ভাইদের প্রতি আমার অনুরোধ বইটি পড়ে আপনি আপনার জ্ঞানভান্ডারকে কিঞ্চিৎ হলেও সমৃদ্ধ করুন।

সর্বোপরি, লেখকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি নিরলস পরিশ্রম আর মেধাকে এক করে অসাধারন একটি বই লেখার জন্য।

আপনারা আশা করি এটি পড়ে অনেক কিছু জানতে পেরেছেন সবাই এই পুরো বইটি পড়বেন এবং অনেক কিছু জানতে পারবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button