অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানুন
এখন আমরা জানব কোন কোনো ব্যাংকে অনলাইনের মাধ্যমে কিভাবে একাউন্ট খোলা যায় সে সম্পর্কে ।
এখন বর্তমানে সবাই আধুনিকভাবে ব্যাংক একাউন্ট খুলতে চায়। আধুনিক ব্যাংকিং ব্যবস্হা আমাদের কাছে অনেক জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে কারণ দেশ এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। এখন ঘরে বসে বা দেশের বাইর থেকে ও ব্যাংক একাউন্ট খোলা যায় শুধু ইন্টারনেট ব্যাংকিং নয়। । ইসলামী বা সুদী ব্যাংকে একাউন্ট খোলার সুবিধা থাকছে নিজের পছন্দ অনুযায়ী। এখন ১৬টি ব্যাংক প্রতিষ্ঠান অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার সুবিধা দিয়ে থাকে ।
নিচে ব্যাংক গুলোর বিস্তারিত দেওয়া হল:
১.সোনালি ব্যাংক Sonali Bankঃ
সোনালি ব্যাংকের একাউন্ট Sonali e-Sheba অ্যাপ থেকে খোলা যায়। তবে Sonali e-Wallet অ্যাপটি ব্যবহার করতে হয় ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করার জন্য। কিন্তু Sonali e-Wallet অ্যাপ অ্যাকটিভ করা থেকে শুরু করে আরো অনেক নানান ধরনের ঝামেলাও পোহাতে হয় । অন্য ব্যাংকের একাউন্টে BEFTN করে টাকা পাঠানো যায় । তবে অনলাইনে সোনালি ব্যাংক একাউন্টের জন্য আবেদন করলেও সেই পেপারসমূহ আবার ব্যাংকে গিয়ে নতুন করে সাবমিট(submit) করতে হয় । DBBL ও IBBL বুথ থেকে Sonali Bank এর Visa Card দিয়ে টাকা তোলতে গেলে অনেক সময় কার্ড থেকে টাকা কেটে নেয় টাকা কিন্তু হাতে পাবেন না। ৪৫ দিনের ওপর দৌড়ে থাকতে হবে সেই টাকা হাতে পেতে হলে
২.Islami Bank Limited Bangladeshইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশঃ
Bangladesh, ইসলামী ব্যাংকের একাউন্ট মোবাইলফোনের মাধ্যমে খোলা যায় । এমনকি DPS, FDR, Student Account ও করা যায় সেলফিনের মাধ্যমে । আর IBBL iSmart এর মাধ্যমে বাংলাদেশের এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় NPSB/BEFTN এর মাধ্যমে ।
৩.IFIC Bankঃআইএফআইসি ব্যাংকঃ
আইএফআইসি ব্যাংকে নিজের থেকে ইচ্ছা অনুযায়ী একাউন্ট খোলা যাবে । বাংলাদেশের সব ব্যাংকের বুথে থেকে ফ্রি তে টাকা তোলা যায় এটি এই ব্যাংকের সবচেয়ে বড় সুবিধা। এর ফলে জরুরী কোনো কাজের জন্য বুথ খুজার ঝামেলা নেই।
৪.BANK ASIA ব্যাংক এশিয়াঃ
এশিয়া ব্যাংক একাউন্ট খোলা যাবে অনেক সহজেই। BEFTN/NPSB করতে পারবেন। সেই পেপারস আবার ব্যাংকে গিয়ে সাবমিট করতে হয় যদি আপনি ব্যংক অনলাইনে একাউন্টের জন্য আবেদন করেন।
আরও দেখুন:- স্মার্টফোন এর কোন ডিসপ্লে সবচেয় ভালো, ডিসপ্লে কত প্রকার
৫.Midland Bank মিডল্যান্ড ব্যাংকঃ
ঘরে বসেই খোলা যায় মিডল্যান্ড ব্যাংক MIDLAND Bank অ্যাকাউন্ট। এই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংNagad এ Cash in/ Rocket/Bkash/Withdraw করা যায় খুব সহজেই । এছাড়া এই ব্যাংকিং ব্যবস্থায় থাকছে BEFTN/NPSB সুবিধাও থাকছে।
৬.Mutual Trust Bank মিচুয়াল ট্রাস্ট ব্যাংকঃ
মিচুয়াল ট্রাস্ট ব্যাংক (Mutual Trust Bank) এদের ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে BEFTN/NPSB করা যায় এবং মোবাইল ব্যাংকের এর মাধ্যমে Nagad/Bkash এ ফান্ড পারাপারের সুবিধা আছে ।
৭.National Bank ন্যাশনাল ব্যাংকঃএই ব্যাংকে NBL Account Now অ্যাপস থেকে খুব সহজেই একাউন্ট খোলা যায়, সাথে আরও থাকছে BEFTN সুবিধা।
৮.City Bank সিটি ব্যাংকঃ
এখনি অ্যাপ (Ekhoni App) থেকে অনলাইনে একাউন্ট খোলা যায়। অনেক কন্ডিশন থাকে একাউন্ট খোলার সময় এগুলো কিন্তু পড়ে নেওয়া উচিত ।
৯.UCB Bank ইউসিবি ব্যাংকঃ ইউসিবি ব্যাংকে একাউন্ট খোলা যায় UClick অ্যাপ ম্যাধমে। অনলাইন ব্যাংকিং এর ক্ষেএে RTGS/NPSB/BEFTN সুবিধাও রয়েছে ।
১০.EBL ইবিএলঃ
ইবিএল (EBL)ব্যাংক অ্যাকাউন্ট অনলাইনে রেজিস্ট্রেশন করে সেই পেপারসগুলো আবার নতুন করে ব্যাংকে গিয়ে সাবমিট করতে হয় ।
১১.Social Islami Bank Bangladesh Limited সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডঃ
এই ব্যাংকের একাউন্ট SIBL Now অ্যাপ থেকে খোলার পাশাপাশি রয়েছে BEFTN সুবিধা।
১২.South East Bank সাউথ ইস্ট ব্যাংকঃ Express e-Account অ্যাপ থেকে সাউথ ইস্ট ব্যাংক একাউন্ট খুলতে পারবেন। NPSBও BEFTN করার সুবিধা ও রয়েছে ।
১৩.Dhaka Bank ঢাকা ব্যাংকঃ আইব্যাঙ্কিং অ্যাপ থেকে অনলাইনে রেজিস্টেশন করে একাউন্ট খোলার পাশাপাশি ও Dhaka Bank Go তে BEFTN/NPSB আছে। এই ব্যাংকের এছাড়া আরো অনেক সুবিধা ও রয়েছে এটির সার্ভিস ও অনেক ভালো।
১৪.Prime Bank প্রাইম ব্যাংকঃ
প্রাইম ব্যাংকের একাউন্ট খোলা যাবে অনলাইনে পেপারস সাবমিট করে। Prime Digital অ্যাপ এ BEFTN/ NPSB/RTGS এর মত অনেক সুবিধা ও রয়েছে
১৫.First Security Islami Bank Limited ফ্রাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিলিটেডঃ
ekyc থেকে অনলাইনে ইসলামী ব্যাংকের সেভিং একাউন্ট খোলার পাশাপাশি রয়েছে RTGS/ BEFTN সুবিধা।
আরও পড়ুন:- পকেট রাউটার কি:দাম,কিভাবে কাজ করে,ব্যবহারের নিয়ম,সুবিধা
১৬.Nexus payঃ
Nexus Pay এপ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে ডাচ বাংলা ব্যাংক Dutch Bangla Bank একাউন্ট খোলা যায় । তবে NPSB ও BEFTN করতে হায়র্ডওয়ার টোকেন (Hardware Token) লাগে কিন্তু ফেইল হয় ৫০% NPSB , কিন্তু কোনো সুবিধা নেই ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের ক্ষেএে। অনলাইনে ব্যাংক একাউন্টের জন্য আবেদন করলেও ব্যাংকে গিয়ে সাবমিট করতে হয় সেই পেপারসগুলো।
বিদেশ থেকে যে কোন ব্যাংক একাউন্ট খোলার নিয়ম তবে দেশের মধ্যে বাইরে থেকে যেই ব্যাংক এ ই অনলাইনে একাউন্ট খুলুন না কেন তাহলে আপনাদের একাউন্ট ধারীর ও নমীনির জাতীয় পরিচয়পত্র কিন্তু অবশ্যই লাগবে, তাছাড়া একাউন্ট খোলা যাবেই না । আর অন্য সকল ব্যাংকের অ্যাপের মাধ্যমেই একাউন্টটা কিন্তু খুলতে হবে। Bangladesh Server যুক্ত VPN ব্যবহার করে একাউন্ট খুলতে হবে সেই সকল ব্যাংকের একটি একাউন্ট খোলার জন্য
সবাই হয়তো এটি পড়ে এতক্ষনে বুজে গেছেন কোন কোন ব্যাংকে আপনারা অনলাইন একাউন্ট খুলতে পারবেন।এটি পড়ে কমেন্ট করে জানাবেন কি রকম হয়েছে।