A Day Labourer Paragraph (Class 6-12)
A Day Labourer Or, The Life of a Day Labourer (একজন দিন মজুরের জীবন)
A day labourer is a person who leads his life by the sweat of his brow (). He is healthy, strong and stout. He lives with his family in a slum (f) and leads a subhuman () life. He is usually employed in agricultural or construction work. He works from morning till evening, according to the direction of his employer (). Hegets up early in the morning and goes out in search of work. In the
evening, he gets his wages (). Then he goes to market, buys his daily necessaries and returns to his house. He has both pleasures and pains. If he earns more, he gets pleasures. When he fails to do that, he gets pains. A day labourer’s life is really full of hardship. He often works in a very bad working condition. Sometimes he is given to do risky jobs. But he is. little paid for such risky and hazardous jobs. A day labourer works in
extremely bad weather. If he does not find any work, his family starves. If he falls sick, he and his family suffer most. It is true that a day labourer renders (Pt) valuable service to the society. He contributes a lot to the development of a country. So, we should show due respect to a day labourer.
আরও দেখুন:– Early Rising Paragraph (Class 3-10+বাংলা অনুবাদসহ)
বাংলা অনুবাদ
(একজন দিনমজুর এমন একজন লোক যে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করে
থাকে। সে স্বাস্থ্যবান, বলবান ও বলিষ্ঠ। সে তার পরিবারের সঙ্গে বস্তিতে থাকে এবং মানবেতর
জীবন যাপন করে। সে সাধারণত কৃষি অথবা নির্মাণ কাজে নিযুক্ত থাকে। সে তার নিয়োগকারীর নির্দেশমত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। সে খুব সকালে ঘুম থেকে ওঠে এবং কাজের সন্ধানে বের হয়। সন্ধ্যায় সে তার মজুরি পায়। তারপর সে বাজারে গিয়ে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে বাড়ি ফিরে। সে আনন্দ বেদনার মাঝে বাস করে। পর্যাপ্ত আয় করতে পারলে সে আনন্দ পায়। এইরূপ আয় করতে ব্যর্থ হলে তার মন বেদনায় ভরে যায়। একজন দিনমজুরের জীবন সত্যিই দুর্ভোগে ভরপুর। সে প্রায়ই খুব খারাপ কাজের পরিবেশে কাজ করে। মাঝেমধ্যে তাকে ঝুঁকিপূর্ণ কাজ করতে দেওয়া হয়। কিন্তু তাকে এই রকম ঝুঁকিপূর্ণ ও বিপদাপন্ন কাজেরজন্য খুব কম পারিশ্রমিক দেওয়া হয়। একজন দিনমজুর খুব খারাপ আবহাওয়ায় কাজ করে। সে কোনো কাজ না পেলে তার পরিবার অনাহারে থাকে। সে অসুস্থ হলে সে এবং তার পরিবার ভীষণ ভোগান্তির শিকার হয়। এটা সত্য যে একজন দিনমজুর সমাজে গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে।একটি দেশের উন্নয়নে সে অনেক অবদান রাখে। সুতরাং একজন দিনমজুরের প্রতি আমাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করা উচিত!)