Englisg Pdf Book Download

crusade series book review

crusade series book review.
ক্রুসেড সিরিজ বুক রিভিউ।

বইয়ের নামঃ ক্রুসেড সিরিজ(crusade series)
লেখকঃ এনায়েত উল্লাহ আলতামাস

অনুবাদকঃ কবি আসাদ বিন হাফিজ

উন্মাদ খ্রিষ্টান বাহিনী যখন সারা বিশ্বে মুসলিম নিধনে ব্যস্ত ছিল তখনই জন্ম হয় ক্রুসেডারদের মাজা ভেঙে দেয়া বীর সালাউদ্দিন আয়ুবীর।
খ্রিস্টানরা কিভাবে মুসলমানদের পৃথিবীর বুক থেকে উপড়ে ফেলতে চেয়েছিল।

তৎকালে খ্রিষ্টানরা মেতে উঠেছিল ইসলামকে দুনিয়ার বুক থেকে মুচে দিতে। এঁকেছিলি গভীর চক্রান্তের চক।এক এক করে তারা হারতে থাকলো রণাঙ্গনের সব জায়গায়।অনুষ্ঠিত হয়েছিল হাতিনের মত ইতিহাসের ভয়ংকরতম যুদ্ধ।সব জায়গায় চরমভাবে হারে ক্রুসেডাররা।পরাজয়ের গ্লানি মাথায় নিতে না পেরে ষড়যন্ত্রের পথ বেচে নে ক্রুসেড বাহিনী।
মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দেয় গুপ্তচর বাহিনী। ছড়িয়ে দেয় মদ ও নেশার দ্রব্য।ঝাকে ঝাকে ছড়িয়ে দিল প্রশিক্ষণপ্রাপ্তা নারী গোয়েন্দা।
উচ্চপদস্থ অফিসার ও আমির উমরাদের হারেমগুলোতে ওদের ভরিয়ে দিল চলে বলে কৌশলে।ভাসমান পতিতা ছড়িয়ে দিল সর্বত্র।মদ জুয়া আর বেহায়াপনার স্রোত ছড়িয়ে দিল দেশের সর্বত্র।একদিকে সামরিক হামলা অন্য দিকে কুটিল সাংস্কৃতিক হামলা।একদিকে ঘরের শত্রু বিভীষন আর অন্যদিকে বর্হিঃশত্রুর হামলা।
এককথায় উভয় হামলার বিরুদ্ধে রুখে দাড়িয়েছিল গাজী সালাউদ্দিন আয়ুবি ও তার সাহসী সৈন্যরা।শক্ত চপেটাঘাত করতে সক্ষম হয়েছিলেন ক্রুসেডারদের নরপিশাচ বিভৎস গালে।অসম্ভব রনকৌশল আর ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে জয় করতে লাগলেন একের পর এক দূর্গ।শত বাধা আর বিপত্তি ভাঙতে পারেনি তার মনোবল।কোনো সংগতি দমিয়ে রাখতে পারেনি তাকে।

আইয়ুবির কিছু বাধা-বিপওিঃ

আয়ুবির প্রথম বাধা ছিল জেনারেল নাজি।যিনি দালালী করতেন খ্রিষ্টান বাহিনির। অত্যন্ত কূটকৌশলী  আর চতুর ছিলেন এই নাজি।সোজা পথে তাকে ঠিক করতে না পেরে কৌশলে তাকে বিগড়িয়ে দেন আয়ুবি।এর পর আঁকতে থাকলেন যুদ্ধের ছক(আগ্রাসী+ক্রুসেড বাহিনীর বিরুদ্ধে)। ধীরেধীরে বড় করতে লাগলেন সেনাবাহিনীর পরিসর। যারা ছিল এককথায় পেশাদার এবং বীরযোদ্ধা।সংখ্যায় হাতেগোনা হলেও কয়েকগুন বেশি প্রতিপক্ষের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করতোনা।

আয়ুবি আগাম হামলার জন্য গঠন করলেন স্পেশাল কমান্ডো বাহিনী। সালাউদ্দিন আয়ুবির এই সাফল্যের পিছনে মুল কারিগর ছিল তার স্পেশাল গোয়েন্দা ইউনিট।যার প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন আলি বিন সুফিয়ান।অসাধারণ গোয়েন্দা প্রতিভার জন্য যিনি প্রতিপক্ষের কাছেও ছিলেন শ্রদ্ধার পাত্র।ছিলেন আয়ুবির ঘনিষ্ঠ সহচর। আয়ুবি তার সৈন্যদেরকে ইমানি চেতনায় উজ্জীবিত করতেন। তথাপি শাহাদাৎ পাওয়ার আশায় যুদ্ধে পারঙ্গম শত্রুর মোকাবিলা করা ক্রুসেডারদের জন্য ছিল অসম্ভবপ্রায়। আয়ুবি নিজেও ছিলেন অসাধারন রনকৌশলী এবং বীর যোদ্ধা।শাসনভার গ্রহনের পর থেকেই তিনি দাপিয়ে বেড়িয়েছেন রণাঙ্গন। তার মহাসাফল্য ছিল ক্রুসেডারদের থেকে বাইতুল মুকাদ্দাস জয়। ধীরে ধীরে সংকীর্ন হতে থাকা মুসলিম ভূখন্ডকে সাইমুম ঝড়ের গতিতে ক্রুসেডারদের বিতাড়িত করে পূনর্দখল করেন। আল্লাহর অশেষ কৃপায় মুসলিমদের নিবু নিবু করা ঐতিহ্য আর সম্মানকে ফিরিয়ে দিতে পেরেছিলেন গাজি সালাউদ্দিন আয়ুবি।

ক্রুসেড তান্ডবতাঃ

আজও ক্রুসেড চলছে পৃথীবির আনাছে কানাছে, আজও কাশ্মীরি,উইঘুর, বস্নিয়া,চেচনিয়া,আরাকান,সিরিয়া,ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়েরা মার খাচ্ছে।আজও বুলেটের আঘাতে, বোমা হামালায়,রকেট হামলায় জীবন যাচ্ছে অসহায় লাখ লাখ মা বোনের। জীবন ঝরছে ছোট ছোট নিষ্পাপ প্রানের। আজও কথিত সন্ত্রাস দমনের নামে আফগানিস্তান, সিরিয়া,ইরাক,লিবিয়াকে ধংসস্তুপে পরিনত করেছে পশ্চিমা বস্তুবাদীরা।প্রতিবাদ করতে গেলেই তার টুটি চেপে ধরা হচ্ছে। কিন্তু বড়ই অভাব একজন সালাউদ্দিন আয়ুবির।যে কিনা জ্ঞাতি ভাই বোনের জন্য দাপিয়ে বেড়াবে রণাঙ্গন।অবসান ঘটাবে অত্যাচারের।আঘাত হানবে অত্যাচারীর লোহকপাটে।ধ্বংস হবে এই অত্যাচারিরা কোনো একদিন।
পরিশেষে, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি লেখক আর অনুবাদকের প্রতি।যারা নিরলস পরিশ্রম করে উম্মাহর জন্য দারুন একটি বই পড়ার সুযোগ করে দিয়েছেন।

বইটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।জাজাকাল্লাহু খায়রান বারাকাল্লাহু ফি হায়াতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button