Composition

My Favourite Hobby Composition (Class 5-10+বংলা অর্থসহ)

MY FAVOURITE HOBBY (আমার প্রিয় শখ)
Introduction: Hobby means one’s favourite () occupation (), but not one’s main business (C). A man does not depend on it for his living (t) but it is not less important than his main business. It is an interesting way ( ) to enjoy our leisure period.
Kinds of hobby: There are many kinds of hobbies like gardening, drawing picture, painting, kite flying, stamp collecting (at), fishing etc. Whatever be the hobby, it offers us pleasure and fun.
My hobby: I am a student. I also have a hobby. It is gardening. My garden is in front of my reading room. I have planted ( many kinds of flower plants in it. I work there with a spade (n) during my leisure (P). I make the soil loose, weed out the grass and plant (রোপণ করি) new flower plants. Sometimes I water (পানি দেই) them. There is a strong fence () around my garden so that the naughty boys and animals can do no harm to my flower plants.
 Why I Like it:  I like gardening because it is very useful for health and mind. It is a sort of physical exercise. It strengthens (3) my health and refreshes (at) my mind. Everyday I get great pleasures when I see the blooming flowers in the garden. I am
charmed at their beauty when they are tossed (t) by gentlebreeze (). I also get pleasure when the sweet scent of flowers
come into my room. Besides this, I grow some vegetables in my garden. This saves a lot of expenses of my family.
Conclusion: For a cheerful and happy () life every man should have a hobby. But we should be careful that our main job is
not hampered () on account of it.
  ভূমিকা : শখ বলতে একজনের প্রধান পেশাকে না বুঝিয়ে তার প্রিয় বৃত্তিকে বুঝায়। মানুষ তার জীবিকার জন্য এর ওপর নির্ভর করে না কিন্তু এটি তার প্রধান পেশা থেকে কম গুরুত্বপূর্ণ নয়। আমাদের অবসর সময় উপভোগের জন্য এটি একটি আনন্দদায়ক পন্থা।
 শখের প্রকারভেদ:  বাগান করা, ছবি অংকন, চিত্রাংকন, ঘুড়ি উড়ানো, টিকেট সংগ্রহ করা,
মাছ ধরা ইত্যাদির মতো অনেক প্রকার শখ রয়েছে। শখ যাই হোক না কেন তা মানুষকে মজা ও আনন্দ দেয়।
আমার শখ.: আমি একজন ছাত্র। আমারও একটি শখ রয়েছে। এটি হল বাগান করা।
আমার বাগানটি আমার পড়ার কক্ষের সামনে। আমি এখানে অনেক প্রকার ফুলের চারা রোপণ
করেছি। অবসর সময়ে আমি সেখানে কোদাল দিয়ে কাজ করি। আমি মাটি আলগা করি, ঘাস
উপড়ে ফেলি এবং নতুন ফুলের চারা রোপণ করি। মাঝে মাঝে আমি সেগুলোতে পানি দেই। দুষ্ট বালক ও পশুরা যাতে আমার ফুলের চারার কোন ক্ষতি করতে না পারে সেজন্য আমার বাগানের চারপাশে একটি শক্ত বেড়া রয়েছে।
যে কারণে আমি এটি পছন্দ করি : আমি বাগান করা পছন্দ করি কারণ এটি স্বাস্থ্য ও মনের জন্য খুবই উপকারী। এটি এক ধরনের শারীরিক ব্যায়াম। এটি আমাদের দেহকে শক্তিশালী করে এবং মনকে সতেজ রাখে। প্রতিদিন বাগানে ফুটন্ত ফুল দেখে আমি অনেক আনন্দ পাই। মৃদু বাতাস সেগুলোকে নাড়া দিলে আমি সেগুলোর সৌন্দর্যে মুগ্ধ হই। ফুলের মিষ্টি গন্ধ যখন আমার ঘরে আসে তখনও আমি আনন্দ পাই। এছাড়া আমি আমার বাগানে কিছু শাক্সবজি জন্মাই। এটি আমার পরিবারের অনেক খরচ বাঁচায়।
উপসংহার : আনন্দময় জীবনের জন্য প্রত্যেকের শখ থাকা উচিত। কিন্তু আমাদের দেখতে হবে যে, এর জন্য যাতে আমাদের প্রধান কাজ ব্যাহত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button