Paragraph

Our National Flag Paragraph [সকল শ্রেণির জন্য+বাংলা অনুবাদসহ]

আসসালামু আলাইকুম সকল বন্ধুরা,আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের জন্য আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফ টি সম্পূর্ণ নিয়ে এসেছি। এই paragraph টি সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়তে পারবে। প্যারাগ্রাফ টি অনেক সুন্দর ভাবে বাংলা অর্থসহ নিচে দেয়া রয়েছে। তাই আপনার আর সময় না বাড়িয়ে প্যারাগ্রাফটি পড়ে নিন।

Our National Flag (আমাদের জাতীয় পতাকা) | For Class 6,7,8,9,10,11,12

National flag is a piece of fabric with a special coloured design used as the token of a particular country. It is the symbol of independence of a nation. Every nation of the world has a national
flag of its own. Bangladesh has also a national flag. We achieved it in1971. The proportion of its length and breadth is 10:6. It is a piece of rectangular green cloth with a round red disclike (cottatta ata patch in the middle. The radius (4) of the red circle is one-fifth of the length of the flag. The green colour represents the admiration of youthful vigour (a) as well as the green fields and the ever green
(চিরসবুজ) subtropical (উপক্রান্তীয়) forest of Bangladesh. The red circle symbolizes the rising sun with. new hopes and aspiration of a new nation. The red colour also symbolizes blood. It reminds us the
history of our independence. Many heroic sons of this soil sacrificed their lives for the cause of independence. After a bloody’ war Bangladesh finally became independent on 16th December 1971. The green and red colour of our national flag represent the spirit of our independence. The national flag is hoisted in the premises of all govt.
.offices and institutes in Bangladesh. It is kept half mast on national mourning days. Our national flag always inspires us to dedicate (PC) our lives for the greater interest of the country. We can uphold
its honour by doing our duties to the nation.

আরও পড়ুন :– International Mother Language Day Paragraph

বাংলা অনুবাদ:

জাতীয় পতাকা বিশেষ রঙের নকশা করা এক খণ্ড কাপড় যা কোনো নির্দিষ্ট দেশের প্রতীক
হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি জাতির স্বাধীনতার প্রতীক। বিশ্বের প্রতিটি জাতির তাদের
নিজস্ব জাতীয় পতাকা রয়েছে। বাংলাদেশেরও একটি জাতীয় পতাকা রয়েছে। আমরা এটি
১৯৭১ সালে অর্জন করেছি। দৈর্ঘ্য এবং প্রস্থে এর অনুপাত ১০: ৬। মাঝখানে লাল গোলাকার
থালার মত তালি বিশিষ্ট আমাদের জাতীয় পতাকা সবুজ রঙের এক খন্ড আয়তাকার কাপড়। লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ। সবুজ রং তারুণ্যদীপ্ত প্রাণশক্তির জয়গান এবং বাংলাদেশের সবুজ মাঠ ও চিরসবুজ উপক্রান্তীয় বনভূমিকে তুলে ধরে। লাল বৃত্তটি একটি নবগঠিত জাতির নতুন আশা এবং আকাঙ্ক্ষা সমন্বিত একটি উদীয়মান সূর্যকে চিহ্নিত করে। লাল রং রক্তকেও প্রতীকায়িত করে। এটি আমাদের স্বাধীনতার ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। এই দেশের অনেক বীর সন্তান স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। অবশেষে ১৯৭১
সালের ১৬ই ডিসেম্বর একটি রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়। আমাদের জাতীয় পতাকার সবুজ ও লাল রং আমাদের স্বাধীনতার স্পৃহাকে তুলে ধরে। বাংলাদেশের সকল সরকারি
অফিস ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় শোক দিবসগুলোতে এটি
অর্ধনমিত রাখা হয়। আমাদের জাতীয় পতাকা রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সর্বদা আমাদের জীবন উৎসর্গ করতে প্রেরণা দেয়। জাতির প্রতি কর্তব্য পালনের মাধ্যমে আমরা এর সম্মান সমুন্নত রাখতে পারি।

See More:- Etiquette And Manners Paragraph (+Pdf)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button