Paragraph

Price Hike Paragraph [বংলা অনুবাদসহ+Pdf]

Price-hike (মূল্যস্ফীতি)
Price-hike (মূল্যস্ফীতি / দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি) means the unusual increase in the prices of daily necessaries. Nowadays, it is a common phenomenon in Bangladesh and the problem is getting worse day by day. Market syndicate is mostly responsible for this price-hike in Bangladesh. Besides, some dishonest traders create artificial crisis by storing essential commodities with a view to making huge profit. Other factors which cause price-hike are less agricultural production due to natural disasters (), lack of raw-materials, want of speedy communication, political instabilities (o), money inflation () in national level etc. Price-hike causes unrest in the society. Lives of common people are under a great threat. Prices of essential Popy commodities go beyond the capacity of the poor and the fixed income people. More or less, most people suffer from the problem of price-
hike. It is a problem which cannot be solved overnight (a). The Government should take both immediate () and long term steps to reduce price-hike. Any syndicates of the businessmen are to be
suppressed () boldly and inflation of money should be controlled. Agricultural sector should be given priority () in the annual budget. At the same time, public awareness (সচেনতা) should also be
raised against price-hike.

আরও পড়ুন:- Load shedding Paragraph (সকল শ্রেণির জন্য+বাংলা অনুবাদ+Pdf)

A Street Hawker Paragraph (Class6-12+বাংলা অনুবাদসহ)

বাংলা অনুবাদ:

(মূল্যস্ফীতি বলতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে বুঝায়। সাম্প্রতিককালে এটি বাংলাদেশে একটি পরিচিত বিষয় এবং প্রতিদিন সমস্যাটি প্রকটতা লাভ করছে। বাংলাদেশে মূল্যস্ফীতির জন্য মার্কেট সিন্ডিকেট সর্বাপেক্ষা দায়ী। তা ছাড়া, কিছু অসাধু ব্যবসায়ী বিপুল পরিমাণে লাভ করার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে। মূল্যস্ফীতি ঘটায় এমন অন্যান্য কারণগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন হ্রাস, কাঁচামালের অভাব, দ্রুততর যানবাহনের অভাব, রাজনৈতিক অস্থিরতা, জাতীয় পর্যায়ে মুদ্রাস্ফীতি প্রভৃতি। মূল্যস্ফীতি আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টি করে। সাধারণ জনগণের জীবনযাত্রা ভয়ানক হুমকির সম্মুখীন হয়ে পড়ে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম দরিদ্র ও নির্দিষ্ট আয়ের লোকজনের নাগালের বাইরে চলে যায়। সকল শ্রেণির অধিকাংশ লোকজন কমবেশি মূল্যস্ফীতির সমস্যার কারণে ভোগান্তির শিকার হয়। এটি এমন একটি সমস্যা যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। মূল্যস্ফীতি কমানোর জন্য সরকারের ত্বরিত এবং দীর্ঘমেয়াদি
কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ব্যবসায়ীদের সিন্ডিকেট কঠোরভাবে দমন করতে হবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। বাৎসরিক বাজেটে কৃষি খাতকে প্রাধান্য দিতে হবে। একই সাথে মূল্যস্ফীতির বিরুদ্ধে জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button