Importance of female education composition (বাংলা অনুবাদসহ)
Importance Of Female Education (নারী শিক্ষার গুরুত্ব) 💃💃
Introduction : Education is the backbone of a nation. There is no doubt that female education is necessary for the development of a society. The prosperity (Egfo) of a country depends on the education of both male and female population. This is why Napoleon said,
“Give me an educated mother and I will give you an educated nation.”
Why it is necessary: About fifty percent of the total population of any country is female. So keeping this large portion of population confined (19) to the houses, no country can make progress.Obviously, women have some special tasks and duties. Without education all their prospective (সম্ভাবনাময়) faculties (গুণাবলি) become crippled (R6 Tho). Education of a child greatly depends upon the mother. An educated mother would be able to bring up (atta
st) her child better than an uneducated mother.
আরও দেখুন:- NEWSPAPER COMPOSITION (JSC,SSC,HSC বাংলা অনুবাদসহ)
Present Condition: In Bangladesh women are neglected. In many families female children do not get proper opportunities for education. But recently Government of Bangladesh has created many
opportunities for the girl students.
Barriers to female education: There are some people who strongly oppose (facsanierut at female education. They think thatwomen’s sole duty (etusta afro) is to do household work, rear (Total-
a) children and give comfort to their male partners. But they are quite wrong. The developed countries in the world have been able to develop by educating their female and male population equally
Physical Exercise Composition (বাংলা অনুবাদসহ +pdf)
Conclusion: Throughout the ages, women have not been given equal opportunity in education. They were badly treated at the hands of their so called male partners. Today this situation is changing. By being educated women can directly contribute to social and economic prosperity of a country. So female education is essential for social
development
আরও পড়তে পারেন:- সিক্রেটস অব জায়োনিজম বই Pdf Download
[🌹🌹বাংলা অনুবাদ🌹🌹]
ভূমিকা : শিক্ষাই জাতির মেরুদণ্ড। সন্দেহাতীতভাবে নারী শিক্ষা একটি সমাজের উন্নয়নের জন্য অত্যাবশ্যক। একটি দেশের উন্নতি পুরুষ ও নারী উভয় শিক্ষার উপর
নির্ভর করে। সেজন্য নেপােলিয়ান বলেছিলেন “আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তােমাকে
একটি শিক্ষিত জাতি দিব।”
এটি অত্যাবশ্যক কেন : কোনাে দেশের মােট জনসংখ্যার প্রায় পঞ্চাশ শতাংশ হচ্ছে নারী।
তাই এ বিশাল জনসংখ্যাকে ঘরে আবদ্ধ রেখে কোনাে দেশই উন্নতি করতে পারে না। নিশ্চয়ই
নারীদের বিশেষ কিছু কাজ ও দায়িত্ব রয়েছে। শিক্ষা ব্যতীত তাদের সকল সম্ভাবনাময় গুণাবলি
নষ্ট হয়ে পড়ে। একটি শিশুর শিক্ষা ভীষণভাবে তার মায়ের উপর নির্ভর করে। একজন
অশিক্ষিত মায়ের চেয়ে একজন শিক্ষিত মা তার সন্তানকে ভাললাভাবে লালন-পালন করতে সক্ষম হবে।
বর্তমান অবস্থা : বাংলাদেশের নারীরা অবহেলিত। অনেক পরিবারে মেয়ে শিশুরা তাদের শিক্ষার জন্য যথাযথ সুযােগ-সুবিধা পায় না। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার মেয়ে শিক্ষার্থীদের জন্য অনেক সুযােগ-সুবিধা সৃষ্টি করেছে।
নারী শিক্ষায় প্রতিবন্ধকতা : কিছু মানুষ রয়েছে যারা নারী শিক্ষায় ঘাের বিরােধিতা করে।
তারা ভাবে যে নারীদের প্রধান দায়িত্ব হচ্ছে গৃহস্থালিয় কাজ করা, সন্তানদের লালন-পালন করা এবং তাদের পুরুষ সঙ্গীদের সহযােগিতা করা। কিন্তু তারা সমপূর্ণ ভুলে রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলাে তাদের নারী ও পুরুষ জনগণকে সমানভাবে শিক্ষিত করার মাধ্যমে উন্নতি করতে সক্ষম:! হয়েছে।
উপসংহার : বছরের পর বছর ধরে শিক্ষায় নারীদেরকে সমান সুযােগ-সুবিধা দেওয়া
হয়নি। তাদেরকে তাদের তথাকথিত পুরুষ সঙ্গীর সহায়ক হিসেবে নেতিবাচকভাবে ভাবা হতাে।
বর্তমানে এই পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। নারীরা শিক্ষিত হয়ে সরাসরি সমাজ এবং দেশের
অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখতে পারে। তাই নারী শিক্ষা সামাজিক উন্নয়নের জন্য
অত্যাবশ্যক।