Load shedding Paragraph (সকল শ্রেণির জন্য+বাংলা অনুবাদ+Pdf)
আসসালা মুআলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সুবিধার্থে সকলের জন্য লোড সেডিং প্র্যারাগ্রাপটি বাংলা অর্থসহ এবং Pdf Link নিয়ে এসেছি। তাই আপনারা আর দেরি না করে আমাদের সাইট হতে পিডিএফটি ডাউনলোড করুন।
Table of Contents
Paragraph Name: Load- Shedding {class 1-12}
Loadshedding means the suspension (সাসপেনসন—স্থগিত) of the supply of electricity for a certain period. It mainly occurs when there is shortage of supply than demand. Load-shedding has become a regular affair in our country. There are many causes of load shedding.
The insufficient () production of electricity is the main cause of load-shedding. Misuse (মিসইউজ– অপচয়) of electricity is another cause. Illegal (ইল্লিগেল—অবৈধ) connection of electricity is also responsible (দায়ী) for load-shedding. Due to load-shedding production in mills and factories decreases (ডিক্রিজেস–কমে যায়). Fresh food preserved in the refrigerator (রেফ্রিজারেটর— শীতলীকরণ যন্ত্র) gets rotten (পচে যায়).
Load shedding Paragraph 250 words
Load – shedding at night encourages (সাহস যোগায়) the miscreants (মিসক্রিয়েন্টস– দুষ্কৃতিকারী) in their criminal activities. Students can not study properly due to load-shedding. Frequent load-shedding during the summer
makes life unbearable. Electricity is the driving force of all kinds of machines on which modern life is greatly dependent. Therefore, any disruption in the supply of electricity paralyzes normal activities of
life. So, the authority should establish more power plants and power houses to solve this problem. Illegal connection and system loss should also be stopped. It is a good news that our present government is trying sincerely to solve this problem.
আরও পড়ুন:- Traffic Jam Paragraph {বাংলা অর্থসহ+Pdf}
বাংলা অনুবাদ:
বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে কিছু সময়ের জন্য বিদ্যুৎ এর সরবরাহ স্থগিত রাখা। এটি মূলত চাহিদার চেয়ে সরবরাহে ঘাটতি দেখা দিলে ঘটে থাকে। বিদ্যুৎ বিভ্রাট আমাদের দেশে একটি নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের অনেক কারণ রয়েছে। বিদ্যুতের অ্অপর্যাপ্ত উৎপাদন আমাদের দেশে বিদ্যুৎ বিভ্রাট এর প্রধান কারণ। বিদ্যুতের অপচয় হচ্ছে আরেকটি কারণ। বিদ্যুতের অবৈধ সংযোগও বিদ্যুৎ বিভ্রাটের জন্য দায়ী। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কলকারখানার উৎপাদন হ্রাস পায়। রেফ্রিজারেটরে রক্ষিত সতেজ খাবার পঁচে যায়। রাতের বেলায় বিদ্যুৎ বিভ্রাট দুষ্কৃতিকারীদেরকে তাদের অপরাধমূলক কাজে উৎসাহিত করে। শিক্ষার্থীরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে সঠিকভাবে পড়াশুনা করতে পারে না। গ্রীষ্মের সময় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট
জীবনকে অসহনীয় করে তোলে। বিদ্যুৎ সব ধরনের যন্ত্রের চালিকা শক্তি যার ওপর আধুনিক
জীবন অনেকটাই নির্ভরশীল। সুতরাং, বিদ্যুৎ সরবরাহে যেকোনো বিভ্রাট জীবনের স্বাভাবিক
কর্মকাণ্ডকে অকার্যকর করে তোলে। তাই এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষের অধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিদ্যুৎ স্টেশন প্রতিষ্ঠা করা উচিত। অবৈধ সংযোগ, সিস্টেম লসও বন্ধ করতে হবে। সুখের কথা যে আমাদের বর্তমান সরকার এই সমস্যা দ্রুত সমাধানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে।
আরও পড়ুন:- Environment Pollution Paragraph (বাংলা অনুবাদ +PDF)
One Comment