ভাব সম্প্রসারণের নামঃ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
মূলভাব : শ্রম কল্যাণ বয়ে আনে। শ্রম ব্যতীত কোনাে জাতি উন্নতি লাভ করতে পারে না।
ভাব-সম্প্রসারণঃ মানুষের উন্নতির একমাত্র পন্থা হলাে পরিশ্রম। পরিশ্রম দ্বারাই মানুষ সাধনায় সিদ্ধিলাভ করে থাকে। যারা অলস ও শ্রমবিমুখ তারা কখনােই সাফল্য অর্জন করতে পারে না। কেননা অক্লান্ত পরিশ্রমই সুন্দর ভাগ্যকে জন্ম দিয়ে থাকে। পৃথিবীতে এমন অনেক লােক রয়েছে যারা দুঃখকষ্টকে ভয় পেয়ে অতি নিচুভাবে জীবন-যাপন করে। তারা অন্যের নিকট হাত পাততে দ্বিধাবােধ করে না। অথচ একটু পরিশ্রম করলেই তারা স্বাবলম্বী হতে পারে। একটা কথা মনে রাখা দরকার যে, আল্লাহ আমাদের হাত দিয়েছেন কর্ম করে আপন ভাগ্যকে পরিবর্তন করার জন্য, ভিক্ষার জন্য নয়। ইতিহাস পর্যালােচনা করলে দেখা যায় যে, আজ যারা স্মরণীয় ও বরণীয় ব্যক্তিতে পরিণত হয়ে ইতিহাসের পাতায় স্থান লাভ করেছেন তাঁদের
প্রত্যেকের সাফল্যের পিছনে ছিল কঠোর পরিশ্রম। পরিশ্রম দ্বারাই তাঁদের ভাগ্য হয়ে উঠেছে অনুকরণযােগ্য। তাই সৎ পথে থেকে পরিশ্রম করলে কোনাে পরিশ্রমই ব্যর্থ হয় না। শুধু বৃহৎ ব্যক্তি নয় অতি ক্ষুদ্র প্রাণীও পরিশ্রম দ্বারা সৌভাগ্যকে অর্জন করে । পিপীলিকা ভবিষ্যৎ শীতের কথা চিন্তা করেই গ্রীষ্মের সময় অতি কষ্ট করে খাদ্য মজুদ করে রাখে। ফলে শীতের
সময়টা তার আরাম আয়েশে কেটে যায়। বিনা পরিশ্রমে সৌভাগ্য কখনাে আকাশ থেকে পড়ে না। সুতরাং আমাদের নিজ নিজ ভাগ্যকে গড়ার জন্য কঠোর পরিশ্রমে নিযুক্ত থাকতে হবে ।
মন্তব্য : মানুষের যাবতীয় সৌভাগ্যের মূলে রয়েছে তার পরিশ্রম। পরিশ্রমী ব্যক্তি যথার্থই ভাগ্যবান।
আরও দেখুন:– রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে ভাবসম্প্রসারণ