ভাব সম্প্রসারণ: স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে? পশু সেই জন (+Pdf)
ভাব সম্প্রসারণের নাম: স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে ?পশু সেই জন।
মূলভাবঃ
স্বদেশপ্রেম মানুষের একটি উন্নত আদর্শ। যার মধ্যে স্বদেশ প্রীতি নেই সে
মানুষ হয়েও পশুতুল্য।
ভাব-সম্প্রসারণঃ
প্রতিটি মানুষের নিকট তার নিজের দেশ অত্যন্ত প্রিয়। বস্তুত জন্মস্থান ও জন্মদাত্রীর মধ্যে তেমন কোন পার্থক্য থাকে না। তাই মায়ের প্রতি যেমন ভক্তি শ্রদ্ধা থাকা প্রয়ােজন তেমনি স্বদেশের প্রতিও কৃতজ্ঞতাবােধ থাকা প্রয়ােজন । পণ্ডিত ব্যক্তিরা বলে থাকেন “জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।” তাই জন্মভূমির উপকারার্থে নিজের জীবন বিপন্ন করতে সদা প্রস্তুত থাকতে হয়। কিন্তু দেশের মধ্যে মাঝে মাঝে এমন লােকের সন্ধান পাওয়া যায় যে নিজ দেশের উপকারের
পরিবর্তে অনেক ক্ষতি সাধন করে থাকে। এ ধরনের লােক শুধু মাত্র দেশদ্রোহী নয় বরং জাতি ও দেশের কলঙ্ক। এদের দেশে থাকার কোনাে অধিকার নেই। একজন মা যেমন সন্তানকে সমস্ত প্রতিকূল পরিবেশের হাত থেকে বাঁচিয়ে রেখে বড়
করে তােলে তেমনি একটি দেশও একজন নাগরিককে মৌলিক চাহিদা দিয়ে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করে। তাই যারা নিজের দেশের কোনাে উপকারে আসে না তারা নিজের মায়ের প্রতিও কর্তব্য কর্ম পালন করে না। এসব লােকের সাথে পর কোনাে পার্থক্য থাকে না। যারা নিজের গায়ের তাজা রক্ত ঢেলে দিয়ে মাতৃভূমিকে স্বাধীন করেছে তারা আজ স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন। কিন্তু যারা স্বদেশের কোনাে উপকারে আসেনি বরং ক্ষতি করেছে, তারা আজ পদে পদে ঘৃণিত ও লাঞ্ছিত হচ্ছে। যতদিন দেশের অস্তিত্ব থাকবে ততদিনই এসব নরপশু সকলের নিকটই ঘৃণার পাত্র হয়ে থাকবে। তাই স্বদেশের উপকারে আমাদের প্রত্যেকেরই আত্মবিসর্জনে প্রস্তুত থাকতে হবে।
আরও দেখুন:- রচনা: মানব কল্যাণে বিজ্ঞান/প্রাত্যহিক জীবনে বিজ্ঞান(২০পয়েন্ট)
মন্তব্যঃ
দেশমাতৃকার কল্যাণে যিনি আত্মােৎসর্গ করেন, তিনিই প্রকৃত মানুষ।পক্ষান্তরে, দেশের ভালােবাসায় যার মন নেই সে পশুতুল্য।