জীবনী

কিলিয়ান এমবাপ্পের জীবনী: ধর্ম,ছবি

বন্ধুরা এখন আমরা জানব কিলিয়ান এমবাপ্পের সম্পর্কে। 

  • নামঃ কিলিয়ান সানমি এমবাপে লওিন
  • জন্মঃ ২০ ডিসেম্বর ১৯৯৮
  • জন্মস্থানঃ বন্দি ফ্রান্স
  • ধর্মঃ ইসলাম
  • উচ্চতাঃ  ৫ ফুট ১০ ইঞ্চি
  • পিতার নামঃ উইলফ্রিড
  • মাতার নামঃ ফায়জা
  • বর্তমান ক্লাবঃ পি এস জি
  • জাতীয় দলঃ ফ্রান্স
  • মাঠের অবস্থানঃ স্ট্রাইকার
  • জার্সি নম্বরঃ

কিলিয়ান এমবাপ্পে বিশ্বের এক তরুণ ফুটবলারের নাম ।   তিনি  তার দ্রুত গতির জন্য সেরা  । তিনি বল নিয়ে চুটলে তাকে থামানে প্রায় অসম্ভব হয়ে পড়ে । এমবাপ্পে১৯৯৮ সালের ২০ ডিসেম্বর ফ্রান্সের বন্দিতে জন্মগ্রহণ করেছিলেন।  তার পিতা উইলফ্রিড ক্যামেরুন থেকেই ফ্রান্সে আসেন। তিনি এমবাপের প্রতিনিধি এবং এএস বন্দির কোচ হিসেবেও কর্মরত ছিলেন। তার দত্তক নেওয়া ভাই জাইরে কেম্বো একোকোও একজন পেশাদার ফুটবলার । তার মা ফায়জা আলজেরীয়ান বংশোদ্ভূত এবং তিনি একজন হ্যান্ডবল খেলোয়াড়ও । তার ছোট ভাইয়ের নাম আদেয়েমি এমবাপে।

 

ফরাসি ফুটবলের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। অভূতপূর্ব গতি, যে কোনও পজিশনে খেলার ক্ষমতা রাখে, আশ্চর্যজনক পারফরম্যান্স তার এই সমস্ত কিছুই পিএসজি স্ট্রাইকারকে সর্বাধিক জনপ্রিয় ফুটবলার হিসেবে এবং 2018 সালের বিশ্বকাপের আসল সন্ধানের পরিণত করেছিল। একই সময়ে প্রশিক্ষকরা নিশ্চিত যে কিলিয়ানদের সর্বাধিক উচ্চ-প্রোফাইলের প্রাপ্তি এখনও পর্যন্ত আসেনি।

আরও দেখুন:- ডি মারিয়ার জীবনী

 তার জীবনে খুব অল্প সময়ের মধ্যেই  ঘটে যাওয়া অনেক কিছুঃ

গেল ২০১৮ বিশ্বকাপের ‘শেষ ১৬’ রাউন্ডের নকআউট পর্বে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে যাওয়ার নায়ক হয়ে গেলেন ১৯ বছর বয়সী তরুন এই ফুটবল তারকা।

তার এই উত্থানের জন্য খুব বেশি সময় লাগেনি। মাত্র তিন বছর আগেই তিনি হাই স্কুলে তার লেখাপড়া শেষ করেছেন।

তারপর দুই বছরেরও কম সময়ের মধ্যে তিনি হয়ে উঠলেন একজন দারুন পেশাদার ফুটবলার। তিনি ফ্রান্সের মূল জাতীয় দলের একজন খেলোয়াড়।

pic কিলিয়ান এমবাপে
pic কিলিয়ান এমবাপে

বর্তমানে তিনি ‘লোনে’ র মাধ্যমে খেলছেন ফরাসী ক্লাব প্যারিস সঁ জার্মেইনের (পি এস জি)হয়ে। এরই মধ্যে তিনি দুই বার ফরাসী লীগ জিতেছেন।

ধারণা করা হচ্ছে, এখন এই প্যারিস সঁ জার্মেইন ক্লাবে স্থায়ীভাবে খেলার এই ব্যাপারে তার সাথে ১৮ কোটি ইউরোর একটি চুক্তিও হতে পারে।

রাজধানীর প্যারিসের উত্তর-পূর্ব শহরতলিতে বেড়ে ওঠার সময় ফুটবলে দক্ষতা অর্জন করতে শুরু করেছিলেন তিনি । সেই সময় তিনি খেলতেন এএস (বন্ডি) ক্লাবের হয়ে ।

এমবাপ্পে খেলা শুরু করার পর অতি দ্রুতভাবে তার জনপ্রিয়তা বাড়তে থাকে এই ক্লাবের। একই সাথে অল্পবয়সী ছেলেরাও ভিড় জমাতে শুরু করে এই ক্লাবটির হয়ে খেলার জন্যে। তাদের এটা স্বপ্ন যে তারাও একটি এমবাপ্পের মতো অনেক মাপের ফুটবলার হবেন।

একেবারে শিশু বয়সেই এমবাপ্পে যে ক্লাবের হয়ে খেলা শুরু করেছিলেন বিবিসি স্পোর্টসের সাংবাদিকরাও সেখানে গিয়েছিলেন। কথা বলেছিলেন এমবাপ্পেকে যারা চেনেন তাদের সাথে।

একজন উদীয়মান ‘ফুটবলার হিসেবেই কিলিয়ানের এমবাপ্পের জন্মহয়ঃ

মাত্র তিন মাস আগে পর্যন্তও এমবাপ্পের পিতা উইলফ্রিড ছিলেন এএস বন্ডি ক্লাবের পরিচালকদের মধ্যে একজন। এই ক্লাবটিতে খেলে বিভিন্ন বয়সের ছেলেরাও । তাদের জন্যে রয়েছে আলাদা আলাদা গ্রুপ- অনূর্ধ ১০, অনূর্ধ ১৭ পর্ব। এমবাপের পিতা এই ক্লাবটির সাথে ২৫ বছরেরও বেশি সময় ধরে অতিবাহিত করে ছিলেন।

কিলিয়ান এমবাপ্পের ধর্মঃ

বাবা একজন খ্রিষ্টান ও মা মুসলিম, তাহলে এমবাপ্পে পালন করেন কোন ধর্ম? এটা সবার মনে প্রশ্ন জাগতে পারে এ চলতি বিশ্বকাপের ২০১৮ সালের ফাইনালে উঠেছিল ফ্রান্স এবং তারা চ্যাম্পিয়ন ও হয়েছিল । দ্বিতীয় শিরোপাটাও তারা জয়ের মাধ্যমে তুলে নিয়েছিল । আর তারা ফাইনালে পৌছতে বা জিততে ফ্রান্সের যে কয়েকজন তারকা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে একজন হচ্ছে কিলিয়ান এমবাপ্পে।

pic kylian mbappe
pic-kylian mbappe

তবে ফ্রান্সের এই নতুন তারকা কিলিয়ান এমবাপ্পে কি মুসলিম নাকি খ্রিষ্টান?

কিলিয়ান এমবাপ্পে কিন্তু জন্মসুত্রেই ফ্রান্সের নাগরিক নয়। তার বয়স যখন প্রায় দুই বছর তখন তার বাবা মা তাকে নিয়ে ফ্রান্সে চলে এসেছিল । তার বাবা ছিল খ্রিষ্টান ও মা ছিল এলজন মুসলিম। বাবা ছিলেন ক্যামেরুনের নাগরিক এবং মা আলজেরিয়ার নাগরিক । তাই এই দম্পত্তির ঘরে জন্ম নেয়া কিলিয়ান এমবাপ্পে কোন ধর্মটা পালন করেন থাকে সেটাই ভক্তের সবচেয়ে আগ্রহের একটা বিষয়।

তবে বাবা এবং মায়ের ধর্মের বিষয়ে পরিচয় পাওয়া গেলেও এমবাপ্পে এখন মুসলিম ধর্ম পালন করেন।

তবে পরিশেষে একটা কথাই বলব  আপনারা এই জীবনিটি পড়লে হয়ত আপনাদের না জানা অনেক কিছু জানা হয়ে যাবে।  আশা করি এটা পড়লে আপনাদের খুব ভালো লাগবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button