অন্যান্য তথ্য

লক্ষীর ভান্ডার প্রকল্প ফর্ম ডাউনলোড

 

এখন আপনাদের জানাবো লক্ষীর ভান্ডার প্রকল্প সম্পর্কে।

 

এটি একটি সরকারি প্রকল্প। রাজ্যের গৃহস্থ মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। নারী ও সমাজ কল্যাণ দপ্তরের উপর রয়েছে এই প্রকল্পের দায়িত্ব।

Table of Contents

উদ্দেশ্যবলী

সুবিধাখাত

যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প –এর সুবিধা পেতে পারেন?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন

লক্ষীর ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ডাউনলোড in pdf

আবেদনপত্রের সঙ্গে যা যা জমা দিতে হবে?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিবরণী

 

উদ্দেশ্য

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের গৃহস্থ মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা দান করা।

সুবিধাগুলো

এই প্রকল্পেের মধ্যে মহিলাদেরকে কিছু আর্থিকভাবে সাহায্য করা হয় যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে গিয়ে জমা হয়।

তপশিলি উপজাতি (ST) ও তপশিলি জাতি (SC) ভুক্ত মহিলারা মাসে পাবে ১,০০০ টাকা করে।

যারা তপশিল্ভুক্ত নয় অর্থাৎ মাসিক ৫০০ টাকা করে পাবে OBC ও জেনারেল ক্যাটাগরির মহিলারা।

যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন?

স্বাস্থ্যসাথী প্রকল্পে যাদের নাম নথিভুক্ত আছে।

তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হয়।

বয়স ২৫ – ৬০ বছরের মধ্যে হতে হবে।

কেন্দ্র সরকার / পঞ্চায়েত/মিউনিসিপ্যাল কর্পোরেশন/রাজ্য সরকারের অধীনস্ত কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী, স্ট্যাটুটারি বডিস / লোকাল বডিস / সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা-প্রতিষ্ঠান ইত্যাদিতে কর্মরত কোনো মহিলা এই প্রকল্পেের জন্য আবেদন করতে পারবে না।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া

এই প্রকল্পের আবেদন প্রণালি এখনও শুরু হয়নি। ১৬ ই আগষ্ট – ১৫ ই সেপ্টেম্বর দুয়ারে সরকারী ক্যাম্পের মাধ্যমে এটার জন্য আবেদন শুরু করতে হবে।

লক্ষীর ভাণ্ডার প্রকল্প ফর্ম ডাউনলোড in pdf

সম্পূর্ণ বিনামূল্যে দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের ফর্ম পাওয়া যাবে।

ফর্ম ডাউনলোড

 

আবেদনপত্রের সাথে যা যা জমা দিতে হবে?

একটি সাম্প্রতিক রঙীন পাসপোর্ট সাইজের ছবি।

স্বাস্থ্য সাথী কার্ডের ফটো কপি।

আধার কার্ডের ফটো কপি।

ব্যাংক পাসবুকের প্রথম পাতার ফটো কপি বা বাতিল চেক।

ST / SC সার্টিফিকেটের ফটো কপি, যদি থাকে।

অন্যান্য কাগজ যেমন ভোটার কার্ডের ফটো কপি ইত্যাদি লাগবে।

ফটে কপিগুলিতে নিজের প্রয়েজনীয় স্বাক্ষর (Self-Attested) করতে হবে।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিছু বিবরণী

স্কিমের নাম – লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
প্রদানকারী কর্তৃপক্ষ -পশ্চিমবঙ্গ সরকার সুবিধাভোগী- পশ্চিমবঙ্গের গৃহস্থ মহিলা
উদ্দেশ্য- মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা দেওয়া
সর্বোচ্চ সহায়তা -প্রতি মাসে ১,০০০ টাকা সর্বনিম্ন সহায়তা -প্রতি মাসে ৫০০ টাকা আবেদনের তারিখ। -আরম্ভ হয়নি, ১৬-০৮-২০২১ থেকে আরম্ভ হবে

 

১) কোথায় পাওয়া যাবেলক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন পত্র ?

উঃ – দুয়ারে সরকারের ক্যাম্পে

২) কবে আরম্ভ হবেপশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন ?

উঃ– ১৬ ই আগষ্ট, ২০২১

৩) কবে থেকে পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা?

উঃ – ১ লা সেপ্টেম্বর, ২০২১

আবেদনের তারিখ ১ লা সেপ্টেম্বর, ২০২১ এর পরে হলে ও ১ লা সেপ্টেম্বর, ২০২১ থেকেই টাকা পাওয়া যাবে।

৪) লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা কি যাবে যদি স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড না থাকলে ?

উঃ– স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড যদি না থাকে ও এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করা যাবে, কিন্তু প্রকল্পের সুবিধা পাবে স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড হওয়ার পর পাওয়া যাবে।

 

আপনারা সবাই এই প্রকল্পটির সম্পর্কে পড়ে অনেক  উপকৃত হবেন। এবং আপনাদের আবেদনটা সঠিকভাবে করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button