জীবনী

পরীমনির জীবন কাহিনী (সকল তথ্য জানুন)

 হ্যালো বন্ধুর, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের পরীমনির জীবনী ও সকল ত্য সম্পর্কে বিস্তারিত জানবো।

পরীমনি বাংলাদেশের মডেলিং জগতের এক অন্যতম অভিনেএীর নাম। তিনি তার অভিনয় দিয়ে লাখো মানুষের মন জয় করেছেন। অভিনয়ের পাশাপশাশি তিনি তার চেহারার সৌন্দর্যের জন্য ও অনেক বিখ্যাত। তাকে বাংলাদেশের গ্ল্যামার কুইনও বলা হয়।

পরীমনি ১৯৯২ সালের ২৪ অক্টোবর খুলনা বিভাগের সাতক্ষীরায় শামসুন্নাহার স্মৃতি হিসাবে জন্মগ্রহণ করেন।   ছোটবেলায় মা সালমা সুলতানাকে ও বাবাকে হারানোর পর পরীমনি বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে।  সেখান থেকেই তিনি তাঁর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে ব্যাচেলর অফ আর্টস (বিএ) (সম্মান) এ পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)য় নাচ শেখেন।

পরীমণি ২০১০ সালে খালাত ভাই ইসমাইল হোসেনকে পারিবারিক ভাবে বিয়ে করেন। যৌতুক দিতে না পারায় ২ বছর পর বিচ্ছেদ হয়।  ২৮ এপ্রিল ২০১২ সালে বিয়ে হয় কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সাথে। এর পর ১৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে সাংবাদিক তামিম হাসানের সাথে পরীমনির বাগদান সম্পন্ন হয়, পরে বিয়ে করে সংসার পাতেন। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। ৯ মার্চ ২০২০ সালে তিনি পরিচালক কামরুজ্জামান রনিকে তিন টাকা দেনমোহরে বিয়ে করেন। ঐ বছরেই তাদের বিচ্ছেদ হয়।  

শামসুন্নাহার স্মৃতি (জন্ম ২৪ অক্টোবর ১৯৯২),যিনি পরীমনি নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশনধর্মী রক্ত ।

pic পরীমনি
pic পরীমনি
পরীমনি
২০১৮ সালে পরীমনি
জন্ম
স্মৃতি শামসুন্নাহার

২৪ অক্টোবর ১৯৯২(বয়স ২৯)

সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ[১]
পেশা মডেল, অ ভিনেত্রী
কর্মজীবন ২০১৫ – বর্তমান
দাম্পত্য সঙ্গী ইসমাইল হোসেন (বি. ২০১০বিচ্ছেদ. ২০১২)
ফেরদৌস কবীর সৌরভ (বি. ২০১২বিচ্ছেদ. ২০১৪)
তামিম হাসান (বি. ২০১৯বিচ্ছেদ. ২০২০)
কামরুজ্জামান রনি (বি. ২০২০বিচ্ছেদ. ২০২০)
পুরস্কার বাবিসাস পুরস্কার-২০১৬
মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৯
ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার-২০১৯
সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার-২০২০

গ্রেফতার ও জামিনসম্পাদনা

২০২১ সালের ৪ঠা আগস্ট পরীমনির বনানীর বাসায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়।

আরও জানুন:- রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী

পরীমনিকে আটক করার পর প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড দেন আদালত। ২৬ দিন কারাগারে থাকার পর ৩১ আগস্ট ২০২১ ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেয়।

pic porimoni
pic porimoni

অভিনয় জীবনসম্পাদনা

পরীমনি মডেলিং এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরীমনি। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংসএক্সক্লুসিভএক্সট্রা ব্যাচেলরনারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমনি। এতে চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি এবং ঈশানাও অভিনয় করেছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পারসাথে অভিনয় করেন। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র। কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে। পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ও দরদিয়া, এস এ হক অলীকের আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল মনজুড়ে তুই, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরী।  ২০১৬ সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানাপুড়ে যায় মন, ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী রক্ত, এবং শফিক হাসানের ধূমকেতু। ২০১৭ সালে মুক্তি পায় কত স্বপ্ন কত আশাআপন মানুষসোনা বন্ধু, এবং মালেক আফসারীর অন্তর জ্বালা।, গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্ন জাল, ইনোসেন্ট লাভ, দেবাশীষ বিশ্বাসের মন জ্বলে, সৈকত নাসিরের পাষাণ,[১১]  নদীর বুকে চাঁদ, এবং বুকের মাঝে প্রেমের আগুন।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button